ETV Bharat / state

Pradhan Mantri Awas Yojana: দফায় দফায় তথ্য যাচাইয়ের পরই মিলবে সুবিধা, বিতর্ক এড়াতে কঠোর নবান্ন - প্রধানমন্ত্রী আবাস যোজনা

প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) নিয়ে আর কোনও বিতর্ক চায় না নবান্ন (Nabanna) ৷ তার জন্য কী পদক্ষেপ করেছে রাজ্যের শীর্ষ প্রশাসনিক কার্যালয় ?

Nabanna directs to conduct strict survey before distribute money under Pradhan Mantri Awas Yojana
Pradhan Mantri Awas Yojana: দফায় দফায় তথ্য যাচাইয়ের পরই মিলবে সুবিধা, বিতর্ক এড়াতে কঠোর নবান্ন
author img

By

Published : Dec 4, 2022, 3:28 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর: প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) টাকা দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাংলার জন্য পুনরায় 8 (আট) হাজার 200 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে ৷ এই অবস্থায় রাজ্য সরকার চাইছে না এই অর্থের ব্যবহার নিয়ে ফের কোনও প্রশ্ন উঠুক ৷ আর সেই কারণে আগেভাগেই সতর্ক হল নবান্ন (Nabanna) ৷ এক্ষেত্রে কারা বাড়ি পাচ্ছেন বা কারা পাবেন, তা নির্ধারণ করতে একটি পর্যবেক্ষক দল তৈরি করা হচ্ছে ৷ স্থির করা হয়েছে, উপভোক্তাদের নামে প্রকল্পের টাকা মঞ্জুর করার আগে এই পর্যবেক্ষক দলের মাধ্যমে তা পর্যালোচনা করে দেখতে হবে ৷ তাতে উপভোক্তা যোগ্য বলে বিবেচিত হলে একমাত্র তবেই প্রকল্পের টাকা মঞ্জুর করা হবে ৷

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার এই খাতে যে অর্থ বরাদ্দ করেছে, তার সঙ্গে রাজ্যের বরাদ্দ মিলিয়ে মোট 11 লক্ষ 36 হাজার বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আগামী এক মাসের মধ্যেই যাঁরা বাড়ি পাবেন, তাঁদের অনুমোদন আগে দেওয়া হবে ৷ রাজ্য পঞ্চায়েত দফতরের পাশাপাশি স্থানীয় প্রশাসনের 5 থেকে 10 জন প্রতিনিধিকে নিয়ে একটি-একটি 'ভেরিফিকেশন টিম' গঠন করা হয়েছে ৷ এই দলে স্থানীয় আশাকর্মীরা যেমন থাকছেন, তেমনই থাকছেন সংশ্লিষ্ট পঞ্চায়েতের আধিকারিকরা ৷ দুই-তিনজনের এই আধিকারিক দলগুলি আবেদনকারীদের বাড়ি যাবে ৷ এই দলের সদস্যরা দেখবেন, যাঁরা বাড়ির তৈরি করে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন, তাঁরা আদৌ এই প্রকল্পের সুবিধা পাওয়ার উপযুক্ত কিনা ৷ রবিবার থেকেই এই সমীক্ষা শুরু করা হয়েছে ৷ শেষ করা হবে আগামী সাতদিনের মধ্যেই ৷

আরও পড়ুন: ডানকুনিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরে তৃণমূলের পার্টি অফিস

একইসঙ্গে নবান্নের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, স্থানীয় থানাগুলির ওসি কিংবা আইসিরা নির্দিষ্ট করে তদন্ত করে দেখবেন যে বাড়ি পাওয়ার জন্য তৈরি তালিকায় থাকা ব্যক্তিরা আদৌ যোগ্য কিনা ৷ সেই তালিকাকে আবার যাচাই করে দেখতে হবে জেলাশাসকদের ৷ এমনকী, কোনও রাজনৈতিক নেতার আত্মীয়র নাম সুবিধাভোগীদের তালিকায় উঠেছে কিনা, তাও খতিয়ে দেখতে হবে ৷ নবান্নের তরফ থেকে মুখ্যসচিব সংশ্লিষ্ট জেলাশাসকদের এই নির্দেশ দিয়েছেন বলে শোনা যাচ্ছে ৷ পুরো প্রক্রিয়াটি সাতদিনের মধ্যে শেষ করতে হবে ৷

উল্লেখ্য, এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাড়ি বণ্টনের ক্ষেত্রে কড়া নিয়ম বেঁধে দিয়েছে নবান্ন ৷ প্রসঙ্গত, রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাড়ি দেওয়ার ক্ষেত্রে একাধিক অনিয়ম এর আগে হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ কিন্তু, সেই অভিযোগের আর পুনরাবৃত্তি চাইছে না নবান্ন ৷ তাই এত সতর্কতা ৷

কলকাতা, 4 ডিসেম্বর: প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) টাকা দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাংলার জন্য পুনরায় 8 (আট) হাজার 200 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে ৷ এই অবস্থায় রাজ্য সরকার চাইছে না এই অর্থের ব্যবহার নিয়ে ফের কোনও প্রশ্ন উঠুক ৷ আর সেই কারণে আগেভাগেই সতর্ক হল নবান্ন (Nabanna) ৷ এক্ষেত্রে কারা বাড়ি পাচ্ছেন বা কারা পাবেন, তা নির্ধারণ করতে একটি পর্যবেক্ষক দল তৈরি করা হচ্ছে ৷ স্থির করা হয়েছে, উপভোক্তাদের নামে প্রকল্পের টাকা মঞ্জুর করার আগে এই পর্যবেক্ষক দলের মাধ্যমে তা পর্যালোচনা করে দেখতে হবে ৷ তাতে উপভোক্তা যোগ্য বলে বিবেচিত হলে একমাত্র তবেই প্রকল্পের টাকা মঞ্জুর করা হবে ৷

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার এই খাতে যে অর্থ বরাদ্দ করেছে, তার সঙ্গে রাজ্যের বরাদ্দ মিলিয়ে মোট 11 লক্ষ 36 হাজার বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আগামী এক মাসের মধ্যেই যাঁরা বাড়ি পাবেন, তাঁদের অনুমোদন আগে দেওয়া হবে ৷ রাজ্য পঞ্চায়েত দফতরের পাশাপাশি স্থানীয় প্রশাসনের 5 থেকে 10 জন প্রতিনিধিকে নিয়ে একটি-একটি 'ভেরিফিকেশন টিম' গঠন করা হয়েছে ৷ এই দলে স্থানীয় আশাকর্মীরা যেমন থাকছেন, তেমনই থাকছেন সংশ্লিষ্ট পঞ্চায়েতের আধিকারিকরা ৷ দুই-তিনজনের এই আধিকারিক দলগুলি আবেদনকারীদের বাড়ি যাবে ৷ এই দলের সদস্যরা দেখবেন, যাঁরা বাড়ির তৈরি করে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন, তাঁরা আদৌ এই প্রকল্পের সুবিধা পাওয়ার উপযুক্ত কিনা ৷ রবিবার থেকেই এই সমীক্ষা শুরু করা হয়েছে ৷ শেষ করা হবে আগামী সাতদিনের মধ্যেই ৷

আরও পড়ুন: ডানকুনিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরে তৃণমূলের পার্টি অফিস

একইসঙ্গে নবান্নের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, স্থানীয় থানাগুলির ওসি কিংবা আইসিরা নির্দিষ্ট করে তদন্ত করে দেখবেন যে বাড়ি পাওয়ার জন্য তৈরি তালিকায় থাকা ব্যক্তিরা আদৌ যোগ্য কিনা ৷ সেই তালিকাকে আবার যাচাই করে দেখতে হবে জেলাশাসকদের ৷ এমনকী, কোনও রাজনৈতিক নেতার আত্মীয়র নাম সুবিধাভোগীদের তালিকায় উঠেছে কিনা, তাও খতিয়ে দেখতে হবে ৷ নবান্নের তরফ থেকে মুখ্যসচিব সংশ্লিষ্ট জেলাশাসকদের এই নির্দেশ দিয়েছেন বলে শোনা যাচ্ছে ৷ পুরো প্রক্রিয়াটি সাতদিনের মধ্যে শেষ করতে হবে ৷

উল্লেখ্য, এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাড়ি বণ্টনের ক্ষেত্রে কড়া নিয়ম বেঁধে দিয়েছে নবান্ন ৷ প্রসঙ্গত, রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাড়ি দেওয়ার ক্ষেত্রে একাধিক অনিয়ম এর আগে হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ কিন্তু, সেই অভিযোগের আর পুনরাবৃত্তি চাইছে না নবান্ন ৷ তাই এত সতর্কতা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.