কলকাতা, 23 এপ্রিল : অভিযোগ উঠছে বহুদিন ধরেই । চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার কথা রাজ্য সরকার ভাবছে না বলে অভিযোগ । রাজ্যের কয়েকটি হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের একাংশের অভিযোগ, পর্যাপ্ত PPE দেওয়া হচ্ছে না । সঙ্গে অভাব রয়েছে হ্যান্ড স্যানিটাইজ়ারের । তাঁদের আরও অভিযোগ, দেওয়া হচ্ছে নিম্নমানের গ্লাভস । এভাবে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের । এই অভিযোগ খারিজ করে নবান্ন জানিয়ে দিল, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা রাজ্যের অগ্রাধিকার । ইতিমধ্যেই রাজ্যে 4 লাখ 31টি PPE দেওয়া হয়েছে ।
আজ রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয়, ইতিমধ্যেই পাঠানো হয়েছে 4 লাখ 31 হাজার PPE, 2 লাখ 60 হাজার N95 মাস্ক, 18 লাখ ডিসপোজ়েবল মাস্ক ও পুনরায় ব্যবহারযোগ্য মাস্ক, ৮ লাখ 50 হাজার গ্লাভস, এক লাখ লিটার স্যানিটাইজ়ার এবং 10 হাজার থার্মাল স্ক্রিনিং গান । নবান্নের তরফে দাবি করা হয়, রাজ্য সরকারের এই মুহূর্তে অগ্রাধিকার চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা । সেই লক্ষ্যে স্বাস্থ্য দপ্তর কাজও করছে । রাজ্যের সবক'টি হাসপাতালেই পাঠানো হয়েছে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা । সরকারি অর্ডার অনুযায়ী যেভাবে জিনিসপত্র আসছে সঙ্গে সঙ্গে তা পাঠিয়ে দেওয়া হচ্ছে হাসপাতালগুলিতে ।
এর আগে PPE-র বদলে সস্তার রেইনকোট দেওয়ার অভিযোগ উঠেছিল মেডিকেল কলেজে । যেটি পরে কোরোনা রোগীর চিকিৎসা অত্যন্ত ঝুঁকিপূর্ণ । কারণ ওই রেইনকোটে গলার ও কোমরের কাছে অনেক হাওয়া ঢোকার জায়গা আছে । তার সঙ্গে সস্তার গ্লাভস দেওয়ারও অভিযোগ উঠেছিল সরকারের বিরুদ্ধে । পরে অভিযোগ ওঠে পর্যাপ্ত PPE না দেওয়ার । অভিযোগকারীদের বক্তব্য ছিল, রাজ্যে ইতিমধ্যে কয়েকজন চিকিৎসক কোরোনা আক্রান্ত হয়েছেন । এই পরিস্থিতিতে সরকার স্বাস্থ্যকর্মী, নার্স ও চিকিৎসকদের যথেষ্ট ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে । যদিও এই অভিযোগ নাকচ করে আজ পরিসংখ্যান দেওয়া হল নবান্নের তরফে ৷