কলকাতা, 30 সেপ্টেম্বর: স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের মেয়াদ বাড়ল ৷ শুক্রবার, রাজ্য অর্থ দফতর থেকে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ তাতে এই স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের মেয়াদ ন'মাস পর্যন্ত বাড়ানোর কথা জানানো হয়েছে ৷
করোনাকালে 2021 সালের জুলাই মাসে স্ট্যাম্প ডিউটিতে 2 শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিশেষত, জমি-বাড়ির রেজিস্ট্রেশনের বিষয়ে এই ছাড়ের কথা জানিয়েছিলেন তিনি ৷ আজ শনিবার, 30 সেপ্টেম্বর পর্যন্ত সেই ছাড়ের সময়সীমা নির্ধারিত ছিল ৷
সময় শেষ হওয়ার আগের দিন 29 সেপ্টেম্বর নতুন বিজ্ঞপ্তি জারি করে দিন স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের সময় বাড়ানো হল ৷ আগামী বছরের 30 জুন পর্যন্ত এই ছাড় বজায় থাকবে। তবে শুধুমাত্র স্ট্যাম্প ডিউটিতেই নয়, সরকার নির্ধারিত দাম বা সার্কেল রেটেও 10 শতাংশ ছাড়ের মেয়াদ আগামী বছরের 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে ৷
করোনার কারণে রাজ্যে ফ্ল্যাট কেনা-বেচায় মন্দা দেখা দিয়েছিল ৷ 2020 সাল থেকে পরপর দু'বছর বড়সড়ো ধাক্কা খায় আবাসন শিল্প ৷ এই পরিস্থিতিতে আবাসন শিল্পের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে এই ছাড় ঘোষণা করে রাজ্য সরকার ৷ এর ফলে সাধারণ মানুষ ফ্ল্যাট-বাড়ি কিনতে কিছুটা হলেও উপকৃত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ আবাসন শিল্পও কিছুটা চাঙ্গা হয় ৷
এর পাশাপাশি আয় বাড়ে রাজ্য সরকারের ৷ শুধু 2020-21 অর্থবর্ষে রাজ্য সরকার স্ট্যাম্প ডিউটি বাবদ 5 হাজার 279 কোটি 65 লক্ষ টাকা রাজস্ব আদায় করে ৷ পরের আর্থিক বছর অর্থাৎ 2021-22 সালে 7 হাজার 93 কোটি 45 লক্ষ টাকা রাজস্ব আদায় হয় ৷ তবে, চলতি অর্থবর্ষে এই হিসেব এখনও পাওয়া যায়নি ৷ কিন্তু, গত আর্থিক বছরের থেকে বেশি রাজস্ব আদায় হবে বলেই মনে করা হচ্ছে ৷
অভিজ্ঞ মহলের দাবি, সরকারের এই সিদ্ধান্তের ফলে করোনার সময় স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের সুবিধে নিয়েছেন বহু মানুষ ৷ অনেকেই স্বপ্নপূরণ করতে পেরেছেন ৷ একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দূরদর্শিতা রাজ্যের কোষাগারে অর্থ বৃদ্ধিতে সাহায্য করছে ৷ তেমনই রাজ্যের আবাসন শিল্পের গতিপ্রকৃতিও স্বাভাবিক রাখতে সাহায্য করেছে ৷
আরও পড়ুন: শান্তিনিকেতনে সরকারি জমি জবর দখল করে নির্মাণ তৃণমূল ঘনিষ্ঠ ঠিকাদারের, তদন্তে ভূমি দফতর