কলকাতা, 15 মার্চ : জোড়া কাউন্সিলর খুনের ঘটনায় উদ্বিগ্ন নবান্ন (Nabanna on Councillor Murder) । সোমবারই রাজ্যের প্রশাসনিক শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর উদ্বেগের কথা জানিয়েছিলেন । এরপরই মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে এই নিয়ে সতর্ক হওয়ার বার্তা দিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ।
সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন বিরোধীরা রাজ্যে অশান্তি বাঁধাতে চাইছে। এই অবস্থায় পুলিশ এবং প্রশাসনকে রাজনীতির রং না রেখে কাজ করতে হবে । এরপর এদিন রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সেই বার্তাই সমস্ত জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের কাছে পৌঁছে দেন মুখ্য সচিব । এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন পৌরসভায় বোর্ড গঠনের প্রক্রিয়া চলছে । যেভাবে ঝালদা এবং পানিহাটিতে কাউন্সিলর খুনের ঘটনা ঘটেছে সেই ঘটনার পুনরাবৃত্তি হোক তা চায় না নবান্ন ।
জানা গিয়েছে, এদিনের বৈঠক থেকে মুখ্য সচিব সতর্ক করে দিয়েছেন চলতি সপ্তাহেই দোল এবং হোলির মতো গুরুত্বপূর্ণ উৎসব রয়েছে । এই উৎসবের মরশুমে যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সতর্ক করা হয়েছে । অন্যদিকে, এদিন আনিশ কাণ্ডের কথা উল্লেখ করে রাজ্যের বিভিন্ন প্রান্তে সিভিক ভলান্টিয়ারদের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যসচিব । তিনি বলেন, "রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা সিভিক ভলান্টিয়ারদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে তাঁদের আরও কার্যক্ষম করে তুলতে হবে ।" একইভাবে গোয়েন্দা বিভাগকেও আরও সক্রিয় হওয়ার বার্তাও দিয়েছেন মুখ্য সচিব ।