ETV Bharat / state

রাজীবকে রিলিজ দিন, স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি নবান্নর - release letter

নির্বাচন মিটতেই রাজীবকে ADG (CID) পদে পুনর্বহাল করেছে রাজ্য। যদিও সেই দায়িত্ব এখনও নিতে পারেননি রাজীব । এবার রাজীবের রিলিজ় চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি পাঠাল নবান্ন ।

ফাইল ফোটো
author img

By

Published : May 28, 2019, 5:57 PM IST

Updated : May 28, 2019, 6:34 PM IST

কলকাতা, 28 মে : রাজীব কুমারের রিলিজ় চেয়ে নবান্নের তরফে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠানো হল চিঠি । রাজীবকে স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়েছিল নির্বাচন কমিশন । সেখানেই যোগ দিয়েছেন তিনি । এদিকে নির্বাচন মিটতেই রাজীবকে ADG (CID) পদে পুনর্বহাল করেছে রাজ্য। যদিও সেই দায়িত্ব এখনও নিতে পারেননি রাজীব । কারণ এখনও রিলিজ় অর্ডার দেয়নি স্বরাষ্ট্রমন্ত্রক। এবার রাজীবের রিলিজ় চেয়ে পাঠানো হল চিঠি ।

নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার আগেই রাজীবকে ADG (CID)-র পদে নিয়োগ করে রাজ্য সরকার। ইন্টেলিজেন্সে তুখোড় ওই IPS অফিসারের এটাই যোগ্যপদ বলে মনে করেছিল রাজ্য পুলিশের অনেকেই । কিন্তু নির্বাচন চলাকালীন কমিশন হঠাৎই তাঁকে "অ্যাটাচড" হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে যাওয়ার নির্দেশ দেয়। সাধারণভাবে ভোট শেষ হয়ে গেলেই অপসারিত অফিসারদের স্বপদে বহাল করে থাকে প্রায় প্রত্যেক রাজ্য প্রশাসন। রাজীবকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে নির্বিঘ্নে ফিরিয়ে আনা যাবে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। কারণ, বাংলা ক্যাডারের IPS হিসেবে ইতিমধ্যেই নবান্নর তরফে তাঁকে ইতিমধ্যেই ফেরানো হয়েছে CID-র পুরোনো পদে। কিন্তু তিনি এখনও পর্যন্ত সেই পদে যোগ দিতে পারেননি। এখন ছুটিতে রয়েছেন ওই IPS। কিন্তু ছুটি শেষ হলেও তিনি ওই পদে যোগ দিতে পারবেন কি না তা নিয়ে তৈরি হচ্ছে প্রশ্ন চিহ্ন।

আইনি ব্যাখ্যা বলছে , IPS অফিসারদের ক্ষেত্রে ক্যাডার কন্ট্রোলিং অথরিটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাঁকে ফিরিয়ে আনতে হলে রাজ্যকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ছাড়পত্র নিতে হবে। বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মত অনেকটা তেমনই। তিনি বলেন, "নির্বাচন কমিশনের নির্দেশে আচরণবিধির লাগু থাকার সময়, বদলি করা যেতে পারে যে কোনও অফিসারকে। কিন্তু আচরণবিধির শেষ হওয়ার পর রাজ্য সরকার তাদের স্বপদে ফিরিয়ে আনতে পারে। এর বহু উদাহরণ রয়েছে। তবে রাজকুমারকে ফিরতে হলে নিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদন।" সেই অনুমোদনের জন্য নবান্নের তরফে পাঠানো হল চিঠি ।

কলকাতা, 28 মে : রাজীব কুমারের রিলিজ় চেয়ে নবান্নের তরফে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠানো হল চিঠি । রাজীবকে স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়েছিল নির্বাচন কমিশন । সেখানেই যোগ দিয়েছেন তিনি । এদিকে নির্বাচন মিটতেই রাজীবকে ADG (CID) পদে পুনর্বহাল করেছে রাজ্য। যদিও সেই দায়িত্ব এখনও নিতে পারেননি রাজীব । কারণ এখনও রিলিজ় অর্ডার দেয়নি স্বরাষ্ট্রমন্ত্রক। এবার রাজীবের রিলিজ় চেয়ে পাঠানো হল চিঠি ।

নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার আগেই রাজীবকে ADG (CID)-র পদে নিয়োগ করে রাজ্য সরকার। ইন্টেলিজেন্সে তুখোড় ওই IPS অফিসারের এটাই যোগ্যপদ বলে মনে করেছিল রাজ্য পুলিশের অনেকেই । কিন্তু নির্বাচন চলাকালীন কমিশন হঠাৎই তাঁকে "অ্যাটাচড" হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে যাওয়ার নির্দেশ দেয়। সাধারণভাবে ভোট শেষ হয়ে গেলেই অপসারিত অফিসারদের স্বপদে বহাল করে থাকে প্রায় প্রত্যেক রাজ্য প্রশাসন। রাজীবকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে নির্বিঘ্নে ফিরিয়ে আনা যাবে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। কারণ, বাংলা ক্যাডারের IPS হিসেবে ইতিমধ্যেই নবান্নর তরফে তাঁকে ইতিমধ্যেই ফেরানো হয়েছে CID-র পুরোনো পদে। কিন্তু তিনি এখনও পর্যন্ত সেই পদে যোগ দিতে পারেননি। এখন ছুটিতে রয়েছেন ওই IPS। কিন্তু ছুটি শেষ হলেও তিনি ওই পদে যোগ দিতে পারবেন কি না তা নিয়ে তৈরি হচ্ছে প্রশ্ন চিহ্ন।

আইনি ব্যাখ্যা বলছে , IPS অফিসারদের ক্ষেত্রে ক্যাডার কন্ট্রোলিং অথরিটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাঁকে ফিরিয়ে আনতে হলে রাজ্যকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ছাড়পত্র নিতে হবে। বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মত অনেকটা তেমনই। তিনি বলেন, "নির্বাচন কমিশনের নির্দেশে আচরণবিধির লাগু থাকার সময়, বদলি করা যেতে পারে যে কোনও অফিসারকে। কিন্তু আচরণবিধির শেষ হওয়ার পর রাজ্য সরকার তাদের স্বপদে ফিরিয়ে আনতে পারে। এর বহু উদাহরণ রয়েছে। তবে রাজকুমারকে ফিরতে হলে নিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদন।" সেই অনুমোদনের জন্য নবান্নের তরফে পাঠানো হল চিঠি ।

Intro:কলকাতা, ২৮ মে: ইন্ট্রো পাঠানো আছে।Body:নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার আগেই রাজীবকে এডিজি সিআইডির পদে নিয়োগ করে রাজ্য সরকার। ইন্টেলিজেন্সে তুখোড় ওই আইপিএস অফিসারের এটাই যোগ্য পদ বলে মনে করেছিল রাজ্য পুলিশের অনেকেই। কিন্তু কমিশন নির্বাচন চলাকালীন হঠাতই তাঁকে “অ্যাটাচড" হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে যাওয়ার নির্দেশ দেয়।

সাধারণভাবে ভোট শেষ হয়ে গেলেই অপসারিত অফিসারদের স্বপদে বহাল করে থাকে প্রায় প্রত্যেক রাজ্য প্রশাসন। রাজীবকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে নির্বিঘ্নে ফিরিয়ে আনা যাবে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। কারণ, বাংলা ক্যাডারের IPS হিসেবে ইতিমধ্যেই নবান্নের তরফে তাঁকে ইতিমধ্যেই ফেরানো হয়েছে সিআইডির পুরনো পদে। কিন্তু তিনি এখনও পর্যন্ত সেই পদে যোগ দিতে পারেননি। এখন ছুটিতে রয়েছেন ওই আই পি এস। কিন্তু ছুটি শেষ হলেও তিনি ওই পদে যোগ দিতে পারবেন কি না তা নিয়ে তৈরি হচ্ছে প্রশ্ন চিহ্ন।
Conclusion:আইনি ব্যাখ্যা বলছে , IPS অফিসারদের ক্ষেত্রে ক্যাডার কন্ট্রোলিং অথরিটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাঁকে ফিরিয়ে আনতে হলে রাজ্যকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ছাড়পত্র নিতে হবে। বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এর মত অনেকটা তেমনই। তিনি ইটিভি ভারতকে বলেন, “ নির্বাচন কমিশনের নির্দেশে আচরণবিধির লাগু থাকার সময়, বদলি করা যেতে পারে যে কোনো অফিসারকে। কিন্তু আচরণবিধির শেষ হওয়ার পর রাজ্য সরকার তাদের স্বপদে ফিরিয়ে আনতে পারে। এর বহু উদাহরণ রয়েছে। তবে রাজকুমারকে ফিরতে হলে নিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন।" সেই অনুমোদনের জন্য নবান্নের তরফে চিঠি দেওয়া হল।

Last Updated : May 28, 2019, 6:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.