কলকাতা, 5 ফেব্রুয়ারি : সুবোধ মল্লিক স্কয়্যারের কাছে পার্শ্বশিক্ষকদের নবান্ন অভিযান আটকে দেয় পুলিশ । আর এই অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি । পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের রীতিমতো খণ্ডযুদ্ধ বেধে যায় । বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জও করে পুলিশ । বেশ কয়েকজন বিক্ষোভকারী অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে ব়্যাফ, কমব্যাট ফোর্স । হিন্দ সিনেমার কাছে গার্ডরেল ভেঙে দেন বিক্ষোভকারীরা । পুলিশ, ব়্যাফ ও কমব্যাট ফোর্স একসঙ্গে বিক্ষোভকারীদের হটানোর জন্য চেষ্টা করছেন । অন্যদিকে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়ার দাবিতে অনড় বিক্ষোভকারীরা । চলছে স্লোগান ।
আরও পড়ুন : পার্শ্বশিক্ষকদের নবান্ন অভিযান আটকাতে ব্যারিকেড, জলকামান নিয়ে প্রস্তুত পুলিশ
সল্টলেকে 50 দিন ধরে অবস্থানের পর আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন রাজ্যের পার্শ্বশিক্ষকরা । পূর্বঘোষিত সূচি অনুযায়ী সুবোধ মল্লিক স্কয়্যারে এসে জমায়েত করতে শুরু করেন তাঁরা। কিন্তু, মিছিল শুরুর আগেই ব্যারিকেড করে দেয় পুলিশ । মোতায়েন করা হয়েছে জলকামান ও পুলিশ বাহিনী । রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিলের অনুমতি থাকতেও কেন আটকানো হল ? প্রশ্ন তুলছে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ ।