ETV Bharat / state

"আমার ও বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি হল", দুঃখপ্রকাশ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের - নবনীতা দেব সেনের মৃত্যুতে দুঃখপ্রকাশ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের

সাহিত্যিক নবনীতা দেব সেনের মৃত্যুতে দুঃখপ্রকাশ করলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ৷

নবনীতা দেব সেনের মৃত্যুতে দুঃখপ্রকাশ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের
author img

By

Published : Nov 7, 2019, 10:56 PM IST

কলকাতা, 7 নভেম্বর : সাহিত্যিক নবনীতা দেব সেনের মৃত্যুতে দুঃখপ্রকাশ করলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ৷ সাহিত্যের অপূরণীয় ক্ষতি হল বলে জানান তিনি ৷

প্রায় 60 বছর ধরে নবনীতা দেব সেনের সঙ্গে সম্পর্ক ছিল শীর্ষেন্দুবাবুর ৷ প্রিয় বন্ধু নবনীতার মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি ৷ বলেন, "হাঁপানি থাকা সত্ত্বেও অফুরন্ত জীবনশক্তি ছিল তাঁর ৷ রঙ্গরসিকতা করতে ভালোবাসতেন নবনীতা ৷ হাঁপানির জন্য ওষুধ নিয়ে সারা বিশ্ব ঘুরে বেড়িয়েছেন তিনি ৷ তাঁকে অনুসরণের চেষ্টা করলে কতটা সফল হব জানি না ৷"

শীর্ষেন্দু স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, "অসামান্য রসবোধ, অসামান্য লেখা তাঁর ৷ নানা স্বাদের লেখা লিখতেন তিনি ৷ প্রবন্ধ, কবিতা, ভ্রমণ, সাহিত্য, নিবন্ধ সবই লিখতে পারতেন অনায়াসে ৷ তাঁর অমলিন হাসি আমার মনে থাকবে ৷ ওর প্রাণশক্তি আমায় স্পর্শ করেছে ৷ ব্যক্তিগতভাবে আমার ও বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি হয়ে গেল ৷"

কলকাতা, 7 নভেম্বর : সাহিত্যিক নবনীতা দেব সেনের মৃত্যুতে দুঃখপ্রকাশ করলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ৷ সাহিত্যের অপূরণীয় ক্ষতি হল বলে জানান তিনি ৷

প্রায় 60 বছর ধরে নবনীতা দেব সেনের সঙ্গে সম্পর্ক ছিল শীর্ষেন্দুবাবুর ৷ প্রিয় বন্ধু নবনীতার মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি ৷ বলেন, "হাঁপানি থাকা সত্ত্বেও অফুরন্ত জীবনশক্তি ছিল তাঁর ৷ রঙ্গরসিকতা করতে ভালোবাসতেন নবনীতা ৷ হাঁপানির জন্য ওষুধ নিয়ে সারা বিশ্ব ঘুরে বেড়িয়েছেন তিনি ৷ তাঁকে অনুসরণের চেষ্টা করলে কতটা সফল হব জানি না ৷"

শীর্ষেন্দু স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, "অসামান্য রসবোধ, অসামান্য লেখা তাঁর ৷ নানা স্বাদের লেখা লিখতেন তিনি ৷ প্রবন্ধ, কবিতা, ভ্রমণ, সাহিত্য, নিবন্ধ সবই লিখতে পারতেন অনায়াসে ৷ তাঁর অমলিন হাসি আমার মনে থাকবে ৷ ওর প্রাণশক্তি আমায় স্পর্শ করেছে ৷ ব্যক্তিগতভাবে আমার ও বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি হয়ে গেল ৷"

Intro:প্রয়াত নবনীতা দেবসেনের মৃত্যুতে শোক জ্ঞাপন করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। দুজনেই জানালেন সাহিত্যের ক্ষতি হলো অপূরণীয় ভাবে।


Body:অশীতিপর সাহিত্যিক নবনীতা দেব সেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেন," নবনীতা দেব সেন বিখ্যাত দেবপরিবারের সন্তান ছিলেন। তিনি শিক্ষার সঙ্গে যুক্ত ছিলেন। সাহিত্যে মগ্ন একজন মুক্তমনা ভদ্র মহিলা ছিলেন তিনি। বাংলা সাহিত্যের একজন অগ্রণী কবির মৃত্যুতে শোক জ্ঞাপন করছি। বাংলা এবং বাংলা সাহিত্যের ক্ষতি হলো। সর্বোপরি দেব পরিবারের প্রতি দুঃখপ্রকাশ করছি। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।"
প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় শোক বার্তায় জানিয়েছেন, নবনীতা দেবসেনের মৃত্যুতে বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি হল। দীর্ঘ ৫০-৬০ বছর ধরে সম্পর্ক ছিল তার সঙ্গে নবনীতা দেবসেনের। "প্রিয় বন্ধু নবনীতার মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি। হাঁপানি রোগ থাকা সত্বেও অফুরন্ত জীবনীশক্তি ছিল নবনীতা দেবসেনের। তাঁকে অনুসরণের চেষ্টা করলে কতটা সফল হব জানিনা। রঙ্গরসিকতা করতো নবনীতা। হাঁপানির জন্য সঙ্গে ওষুধ নিয়ে সারাবিশ্ব ঘুরে বেড়িয়েছেন তিনি। অসামান্য রসবোধ, অসামান্য লেখা, নানান স্বাদের লেখা লিখতেন তিনি। ভাগ্যবান লেখক ছিলেন তিনি। প্রবন্ধ, কবিতা, ভ্রমণ, সাহিত্য, নিবন্ধ, সবই লিখতে পারতেন অনায়াসে। তার অমলিন হাসি আমার মনে থাকবে। ওর প্রাণশক্তি আমায় স্পর্শ করেছে। অপূরণীয় ক্ষতি হল ব্যক্তিগতভাবে আমার এবং বাংলা সাহিত্যের।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.