ETV Bharat / state

ফাঁকা হয়ে গেল ভালো-বাসা'র বারান্দা - nabanita deb sen's death

"নটী নবনীতা"-র জন্য 1999-তে সাহিত্য আকাদেমি পান । ঠিক তার পরের বছর 2000 সালেই সম্মানিত হন "পদ্মশ্রী"-তে । তিনি কবি- সাহিত্যিক নবনীতা দেব সেন । আজ 81 বছর বয়সে কলকাতার হিন্দুস্তান পার্কে নিজের বাড়ি "ভালোবাসা"-তে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি ।

নবনীতা দেব সেন
author img

By

Published : Nov 7, 2019, 11:19 PM IST

Updated : Nov 8, 2019, 11:56 PM IST

কলকাতা, 7 নভেম্বর : "প্রথম প্রত্যয়" দিয়ে হাতেখড়ি । পরে বাংলা ও ইংরেজি সাহিত্য তাঁর লেখা কবিতা, প্রবন্ধ, রম্যরচনায় সম্বৃদ্ধ হয়েছে । শিশু-কিশোর সাহিত্যে তাঁর অবদান অনস্বীকার্য । তিনি কবি- সাহিত্যিক নবনীতা দেব সেন । 81 বছর বয়সে কলকাতার হিন্দুস্তান পার্কে নিজের বাড়ি 'ভালোবাসা'-তে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন । দীর্ঘদিন ধরে ভুগছিলেন ক্যানসারে ।

"জগমোহনবাবুর জগৎ" হয়ে "খগেনবাবুর পৃথিবী" ঘুরে সোজা "পলাশপুরের পিকনিক"-এ গিয়ে লেখেন "বুদ্ধিবেচার সওদাগর" । সেখানে খানিক "গল্পগুজব" করে "অন্যান্য গল্প" লিখে গেলেন "বসন মামা"-র বাড়ি । সেখানে হুলোর সঙ্গে হলি ডে কাটিয়ে ফিরে এসেই লিখলেন "মসিয়ে হুলোর হলি ডে" । ঝুলিতে রয়েছে "স্বাগত দেবদূত", "তিন ভুবনের পারে"-র মতো অসাধারণ কিছু কাব্যগ্রন্থ । এই কবি- সাহিত্যিকের সাহিত্য জগতে প্রবেশ "প্রথম প্রত্যয়"-এর হাত ধরে 1959 সালে । প্রথম উপন্যাস 1976 সালে "আমি অনুপম" । এছাড়া ভ্রমণ কাহিনি রচনাতে তাঁর দক্ষতা অনস্বীকার্য । তিনি দীর্ঘ দিন "রামকথা" নিয়ে কাজ করছেন ।

1938 সালে কলকাতায় জন্ম । বাবা-মা দু'জনেই কবি ছিলেন ৷ স্বাভাবিক ভাবেই সাহিত্যচর্চার শুরু ছোটো থেকেই । বাংলা, ইংরেজি, সংস্কৃত, হিন্দি বাদে সাবলীল ছিলেন হিব্রু, ওড়িয়া, অসমিয়া, ফরাসি, জার্মান ভাষাতেও । প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন তুলনামূলক সাহিত্যে । ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে Ph.D, তারপর ফের গবেষণা বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ও কেমব্রিজের নিওনহ্যাম কলেজে । তিনি আমেরিকার কলোরাডো কলেজের তুলনামূলক সাহিত্যে অধ্যাপক ছিলেন । অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রাধাকৃষ্ণাণ স্মারক লেকচারার ছিলেন । 1975-2002 যাদবপুরের তুলনামূলক সাহিত্য বিভাগে অধ্যাপনা করতেন । তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলোও ছিলেন । 1959 সালে প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ৷ সে বছরই বিবাহ সূত্রে আবদ্ধ হন অমর্ত্য সেনের সঙ্গে ৷ ১৯৭৬ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায় । সেই বছরই নবনীতাদেবীর প্রথম উপন্যাস "আমি অনুপম" প্রকাশিত হয় । তাঁদের দুই মেয়ে অন্তরা দেব সেন এবং নন্দনা সেন । নবনীতা দেব সেনের প্রয়াণের খবর পৌঁছেছে অমর্ত্য সেনের কাছেও ।

"নটী নবনীতা"-র জন্য 1999-তে সাহিত্য আকাদেমি পান । ঠিক তার পরের বছর 2000 সালে সম্মানিত হন "পদ্মশ্রী"-তে । এছাড়াও কমলকুমারী জাতীয় পুরস্কার, রবীন্দ্র পুরস্কারের পাশাপাশি একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি । সর্বশেষ চলতি বছরে বাল সাহিত্য পুরস্কার যুক্ত হয় তাঁর মুকুটে ।

বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন ৷ আজ সন্ধ্যার পর থেকেই শূন্য হয়ে গেল বারান্দাটা ৷ "ভালোবাসা"-তেও এখন বিষাদের সুর ৷

কলকাতা, 7 নভেম্বর : "প্রথম প্রত্যয়" দিয়ে হাতেখড়ি । পরে বাংলা ও ইংরেজি সাহিত্য তাঁর লেখা কবিতা, প্রবন্ধ, রম্যরচনায় সম্বৃদ্ধ হয়েছে । শিশু-কিশোর সাহিত্যে তাঁর অবদান অনস্বীকার্য । তিনি কবি- সাহিত্যিক নবনীতা দেব সেন । 81 বছর বয়সে কলকাতার হিন্দুস্তান পার্কে নিজের বাড়ি 'ভালোবাসা'-তে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন । দীর্ঘদিন ধরে ভুগছিলেন ক্যানসারে ।

"জগমোহনবাবুর জগৎ" হয়ে "খগেনবাবুর পৃথিবী" ঘুরে সোজা "পলাশপুরের পিকনিক"-এ গিয়ে লেখেন "বুদ্ধিবেচার সওদাগর" । সেখানে খানিক "গল্পগুজব" করে "অন্যান্য গল্প" লিখে গেলেন "বসন মামা"-র বাড়ি । সেখানে হুলোর সঙ্গে হলি ডে কাটিয়ে ফিরে এসেই লিখলেন "মসিয়ে হুলোর হলি ডে" । ঝুলিতে রয়েছে "স্বাগত দেবদূত", "তিন ভুবনের পারে"-র মতো অসাধারণ কিছু কাব্যগ্রন্থ । এই কবি- সাহিত্যিকের সাহিত্য জগতে প্রবেশ "প্রথম প্রত্যয়"-এর হাত ধরে 1959 সালে । প্রথম উপন্যাস 1976 সালে "আমি অনুপম" । এছাড়া ভ্রমণ কাহিনি রচনাতে তাঁর দক্ষতা অনস্বীকার্য । তিনি দীর্ঘ দিন "রামকথা" নিয়ে কাজ করছেন ।

1938 সালে কলকাতায় জন্ম । বাবা-মা দু'জনেই কবি ছিলেন ৷ স্বাভাবিক ভাবেই সাহিত্যচর্চার শুরু ছোটো থেকেই । বাংলা, ইংরেজি, সংস্কৃত, হিন্দি বাদে সাবলীল ছিলেন হিব্রু, ওড়িয়া, অসমিয়া, ফরাসি, জার্মান ভাষাতেও । প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন তুলনামূলক সাহিত্যে । ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে Ph.D, তারপর ফের গবেষণা বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ও কেমব্রিজের নিওনহ্যাম কলেজে । তিনি আমেরিকার কলোরাডো কলেজের তুলনামূলক সাহিত্যে অধ্যাপক ছিলেন । অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রাধাকৃষ্ণাণ স্মারক লেকচারার ছিলেন । 1975-2002 যাদবপুরের তুলনামূলক সাহিত্য বিভাগে অধ্যাপনা করতেন । তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলোও ছিলেন । 1959 সালে প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ৷ সে বছরই বিবাহ সূত্রে আবদ্ধ হন অমর্ত্য সেনের সঙ্গে ৷ ১৯৭৬ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায় । সেই বছরই নবনীতাদেবীর প্রথম উপন্যাস "আমি অনুপম" প্রকাশিত হয় । তাঁদের দুই মেয়ে অন্তরা দেব সেন এবং নন্দনা সেন । নবনীতা দেব সেনের প্রয়াণের খবর পৌঁছেছে অমর্ত্য সেনের কাছেও ।

"নটী নবনীতা"-র জন্য 1999-তে সাহিত্য আকাদেমি পান । ঠিক তার পরের বছর 2000 সালে সম্মানিত হন "পদ্মশ্রী"-তে । এছাড়াও কমলকুমারী জাতীয় পুরস্কার, রবীন্দ্র পুরস্কারের পাশাপাশি একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি । সর্বশেষ চলতি বছরে বাল সাহিত্য পুরস্কার যুক্ত হয় তাঁর মুকুটে ।

বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন ৷ আজ সন্ধ্যার পর থেকেই শূন্য হয়ে গেল বারান্দাটা ৷ "ভালোবাসা"-তেও এখন বিষাদের সুর ৷


Dharamshala (HP), Nov 07 (ANI): Pham Sanh Chau, Ambassador of Vietnam to India in Himachal Pradesh's Dharamshala ahead of Global Investors Meet stated that tourism connects India and Vietnam. Speaking to ANI, Phan Sanh Chau said, "We are strongly motivated to come to this place because we believe this is a beautiful place and we should explore the opportunity to promote tourism. Tourism came from India and started spreading to Vietnam, so it is tourism and monastery that bond the people of India and Vietnam together." The Investor Meet will start from November 07 in Dharamshala and will conclude on November 08. It is being organised to attract foreign investment and create employment opportunities in the state.
Last Updated : Nov 8, 2019, 11:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.