কলকাতা, 7 নভেম্বর : "প্রথম প্রত্যয়" দিয়ে হাতেখড়ি । পরে বাংলা ও ইংরেজি সাহিত্য তাঁর লেখা কবিতা, প্রবন্ধ, রম্যরচনায় সম্বৃদ্ধ হয়েছে । শিশু-কিশোর সাহিত্যে তাঁর অবদান অনস্বীকার্য । তিনি কবি- সাহিত্যিক নবনীতা দেব সেন । 81 বছর বয়সে কলকাতার হিন্দুস্তান পার্কে নিজের বাড়ি 'ভালোবাসা'-তে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন । দীর্ঘদিন ধরে ভুগছিলেন ক্যানসারে ।
"জগমোহনবাবুর জগৎ" হয়ে "খগেনবাবুর পৃথিবী" ঘুরে সোজা "পলাশপুরের পিকনিক"-এ গিয়ে লেখেন "বুদ্ধিবেচার সওদাগর" । সেখানে খানিক "গল্পগুজব" করে "অন্যান্য গল্প" লিখে গেলেন "বসন মামা"-র বাড়ি । সেখানে হুলোর সঙ্গে হলি ডে কাটিয়ে ফিরে এসেই লিখলেন "মসিয়ে হুলোর হলি ডে" । ঝুলিতে রয়েছে "স্বাগত দেবদূত", "তিন ভুবনের পারে"-র মতো অসাধারণ কিছু কাব্যগ্রন্থ । এই কবি- সাহিত্যিকের সাহিত্য জগতে প্রবেশ "প্রথম প্রত্যয়"-এর হাত ধরে 1959 সালে । প্রথম উপন্যাস 1976 সালে "আমি অনুপম" । এছাড়া ভ্রমণ কাহিনি রচনাতে তাঁর দক্ষতা অনস্বীকার্য । তিনি দীর্ঘ দিন "রামকথা" নিয়ে কাজ করছেন ।
1938 সালে কলকাতায় জন্ম । বাবা-মা দু'জনেই কবি ছিলেন ৷ স্বাভাবিক ভাবেই সাহিত্যচর্চার শুরু ছোটো থেকেই । বাংলা, ইংরেজি, সংস্কৃত, হিন্দি বাদে সাবলীল ছিলেন হিব্রু, ওড়িয়া, অসমিয়া, ফরাসি, জার্মান ভাষাতেও । প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন তুলনামূলক সাহিত্যে । ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে Ph.D, তারপর ফের গবেষণা বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ও কেমব্রিজের নিওনহ্যাম কলেজে । তিনি আমেরিকার কলোরাডো কলেজের তুলনামূলক সাহিত্যে অধ্যাপক ছিলেন । অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রাধাকৃষ্ণাণ স্মারক লেকচারার ছিলেন । 1975-2002 যাদবপুরের তুলনামূলক সাহিত্য বিভাগে অধ্যাপনা করতেন । তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলোও ছিলেন । 1959 সালে প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ৷ সে বছরই বিবাহ সূত্রে আবদ্ধ হন অমর্ত্য সেনের সঙ্গে ৷ ১৯৭৬ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায় । সেই বছরই নবনীতাদেবীর প্রথম উপন্যাস "আমি অনুপম" প্রকাশিত হয় । তাঁদের দুই মেয়ে অন্তরা দেব সেন এবং নন্দনা সেন । নবনীতা দেব সেনের প্রয়াণের খবর পৌঁছেছে অমর্ত্য সেনের কাছেও ।
"নটী নবনীতা"-র জন্য 1999-তে সাহিত্য আকাদেমি পান । ঠিক তার পরের বছর 2000 সালে সম্মানিত হন "পদ্মশ্রী"-তে । এছাড়াও কমলকুমারী জাতীয় পুরস্কার, রবীন্দ্র পুরস্কারের পাশাপাশি একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি । সর্বশেষ চলতি বছরে বাল সাহিত্য পুরস্কার যুক্ত হয় তাঁর মুকুটে ।
বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন ৷ আজ সন্ধ্যার পর থেকেই শূন্য হয়ে গেল বারান্দাটা ৷ "ভালোবাসা"-তেও এখন বিষাদের সুর ৷