ETV Bharat / state

খাস কলকাতায় স্বামী-স্ত্রীর রহস্যমৃত্যু, আবাসন থেকে উদ্ধার দম্পতির রক্তাক্ত দেহ - Mysterious death of Couple

Mysterious death of Couple: মঙ্গলবার খাস কলকাতায় দম্পতির রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আনন্দপুর থানা এলাকার আওতাধীন নোনাডাঙ্গা বাল্মিকী আম্বেদকর আবাসনে ৷

Etv Bharat
কলকাতায় স্বামী-স্ত্রী'র রহস্য মৃত্যু, তদন্তে পুলিশ
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 10:58 AM IST

কলকাতা, 21 নভেম্বর: খাস কলকাতায় দম্পতির রহস্য মৃত্যু। ঘটনাস্থল আনন্দপুর থানা এলাকার আওতাধীন নোনাডাঙ্গা বাল্মিকী আম্বেদকর আবাসন। মঙ্গলবার সকালে স্ত্রী গীতা সমাদ্দারকে (60) আবাসনের ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পাশাপাশি স্বামী অমুলয় সমাদ্দারকে (77) আবাসনের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই দেহ দু'টি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে আনন্দপুর থানার পুলিশ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দাদের। ঘটনায় কলকাতা পুলিশের ডিসি (ইডি) আরিশ বিলাল ইটিভি ভারতকে বলেন, "প্রাথমিকভাবে তদন্তে নেমে আমরা অনুমান করছি স্বামী-স্ত্রীর মধ্যে গণ্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে ৷ প্রথমে স্বামী, স্ত্রীকে হত্যা করেন ৷ পরবর্তী সময়ে তিনি চারতলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। ইতিমধ্যেই আনন্দপুর থানায় আমরা দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছি। ঘটনাস্থলে এসেছিল কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা। আনন্দপুর থানার পাশাপাশি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ও এই বিষয়ে সমান্তরাল তদন্ত করছে।"

ঘটনাস্থল থেকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা বিভিন্ন কাগজপত্র এবং দু'টি মোবাইল ফোন উদ্ধার করেছে। কী কারণে অশান্তি বা কেন এমন ঘটনা ঘটল তা জানার চেষ্টা করছে পুলিশ ৷ উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রী একসঙ্গে আনন্দপুর থানা এলাকার আওতাধীন নোনাডাঙ্গা বাল্মিকী আম্বেদকর আবাসনের এএফ ব্লকের 404 নম্বর ঘরে বসবাস করতেন। এই ঘটনায় রীতিমত উত্তেজনা ছড়ায় এলাকায়। আবাসনের স্থানীয় মানুষরাও বুঝতে পারছেন না, কেন এমন ঘটালেন স্বামী-স্ত্রী ৷ এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন তাঁরাও ৷

আরও পড়ুন:

1. প্রকাশ্যে সিল্কিয়ারা টানেলে আটকে থাকা 41 জন শ্রমিকের ছবি-ভিডিয়ো

2. মঙ্গলে শুরু বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, বুধে লক্ষ্ণীলাভের আশায় বাংলা

3. ফ্রান্সের ফেস্টিভ্যালে অমিতাভের রেট্রোস্পেকটিভ, জায়গা পেল শাহেনশার 9 ছবি

কলকাতা, 21 নভেম্বর: খাস কলকাতায় দম্পতির রহস্য মৃত্যু। ঘটনাস্থল আনন্দপুর থানা এলাকার আওতাধীন নোনাডাঙ্গা বাল্মিকী আম্বেদকর আবাসন। মঙ্গলবার সকালে স্ত্রী গীতা সমাদ্দারকে (60) আবাসনের ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পাশাপাশি স্বামী অমুলয় সমাদ্দারকে (77) আবাসনের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই দেহ দু'টি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে আনন্দপুর থানার পুলিশ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দাদের। ঘটনায় কলকাতা পুলিশের ডিসি (ইডি) আরিশ বিলাল ইটিভি ভারতকে বলেন, "প্রাথমিকভাবে তদন্তে নেমে আমরা অনুমান করছি স্বামী-স্ত্রীর মধ্যে গণ্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে ৷ প্রথমে স্বামী, স্ত্রীকে হত্যা করেন ৷ পরবর্তী সময়ে তিনি চারতলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। ইতিমধ্যেই আনন্দপুর থানায় আমরা দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছি। ঘটনাস্থলে এসেছিল কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা। আনন্দপুর থানার পাশাপাশি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ও এই বিষয়ে সমান্তরাল তদন্ত করছে।"

ঘটনাস্থল থেকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা বিভিন্ন কাগজপত্র এবং দু'টি মোবাইল ফোন উদ্ধার করেছে। কী কারণে অশান্তি বা কেন এমন ঘটনা ঘটল তা জানার চেষ্টা করছে পুলিশ ৷ উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রী একসঙ্গে আনন্দপুর থানা এলাকার আওতাধীন নোনাডাঙ্গা বাল্মিকী আম্বেদকর আবাসনের এএফ ব্লকের 404 নম্বর ঘরে বসবাস করতেন। এই ঘটনায় রীতিমত উত্তেজনা ছড়ায় এলাকায়। আবাসনের স্থানীয় মানুষরাও বুঝতে পারছেন না, কেন এমন ঘটালেন স্বামী-স্ত্রী ৷ এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন তাঁরাও ৷

আরও পড়ুন:

1. প্রকাশ্যে সিল্কিয়ারা টানেলে আটকে থাকা 41 জন শ্রমিকের ছবি-ভিডিয়ো

2. মঙ্গলে শুরু বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, বুধে লক্ষ্ণীলাভের আশায় বাংলা

3. ফ্রান্সের ফেস্টিভ্যালে অমিতাভের রেট্রোস্পেকটিভ, জায়গা পেল শাহেনশার 9 ছবি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.