আসানসোল, 24 অক্টোবর : কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র সঙ্গে দেখা করে গেলেন বাঁকুড়ার দৃষ্টিহীন শিল্পী অবিনাশ বাউরি । সম্প্রতি অবিনাশ একটি বেসরকারি টিভি চ্যানেলের রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছিলেন ৷ তাঁর গান মন কাড়ে শ্রোতা থেকে শুরু করে বিচারক - সবার ৷ তাঁর গানের ভিডিয়ো ভাইরাল হয়েছে বিভিন্ন সোশাল মিডিয়ায় । আজ সকালে প্রিয় গায়ক তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র সঙ্গে দেখা করতে আসেন অবিনাশ । বাবুল সুপ্রিয়র সঙ্গে ছবিও তোলেন তিনি । পরে সেই ছবি ফেসবুকে শেয়ার করেছেন বাবুল ।
বাঁকুড়ার মেজিয়া অর্ধগ্রাম এলাকায় বাড়ি অবিনাশের । ছোটোবেলা থেকেই চোখে দেখতে পান না । দৃষ্টিহীন জীবনে এতটাই হতাশা জমেছিল যে, তিনি একবার গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন । কিন্তু, সেখান থেকে নিজেকে প্রতিষ্ঠা করার লড়াই শুরু করেছিলেন নতুন করে ৷ বরাবরই গানের গলা ভালো ৷ পাড়ার লোকজনের প্রশংসাও পেয়েছেন ৷ নিজের চেষ্টাতেই সম্প্রতি সুযোগ আসে রিয়েলিটি শোয়ে অংশ নেওয়ার ৷ তারপর রাতারাতি জনপ্রিয়তা বহুগুণ বেড়ে যায় অবিনাশের ৷
আজ সকালে বাবুলের বাড়িতে যান অবিনাশ ৷ সাংসদের সঙ্গে দেখা করেন । বাবুল তাঁকে বলেন, "আরও ভালো করে অভ্যাস করুন এবং মন খুলে গান গেয়ে যান ।" যে কোনও সমস্যায় অবিনাশকে সাহায্যের আশ্বাস দেন বাবুল ৷ বাবুলের সঙ্গে দেখা করে খুশি অবিনাশও । অবিনাশ বলেন, "বাবুল সুপ্রিয় আমার অনেকদিনের প্রিয় শিল্পী । স্বপ্ন ছিল দেখা করার । আজ সেটা সার্থক হল ।"