কলকাতা, 6 ডিসেম্বর : আগামী বছরের মে মাসের মধ্যে ছয় থেকে আট দফায় পৌরভোট (Municipal Elections) সম্পন্ন করার কথা জানাল রাজ্য নির্বাচন কমিশন । আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়ে এই বক্তব্য জানানো হয়েছে । হলফনামায় নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী বছরের মে মাসের মধ্যে ছয় থেকে আট দফায় রাজ্যের 112টি পৌরসভায় ভোট করাতে সচেষ্ট তারা ৷
রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া হলফনামায় বলা হয়েছে, রাজ্য সরকার নির্বাচন কমিশনকে প্রস্তাবে জানিয়েছে 2022 সালের মে মাসের মধ্যে ছয় থেকে আট দফায় রাজ্যের সমস্ত পৌরসভায় ভোট করাতে চায় রাজ্য (state election commission submits affidavit in calcutta high court) । তবে পুরোটাই নির্ভর করছে করোনা অতিমারি পরিস্থিতির উপর । পাশাপাশি আগামী বছরের মার্চ মাসে রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ৷ পাশাপাশি রাজ্যের তরফে আরও বলা হয়েছে, গোটা বিশ্বে নতুন করে যে ওমিক্রন ভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেটাকে সহজভাবে না নেওয়ার নির্দেশ দিয়েছে ইতিমধ্যেই । আমাদের দেশে এই নয়া ভ্যারিয়েন্টের প্রকোপ কি হবে তা এখনও আমাদের কাছে অজানা । এই পরিস্থিতিতে সমস্ত পৌর ভোটের দিনক্ষণ এই মুহূর্তে বলে দেওয়া রাজ্যের পক্ষে সম্ভব নয় । এই মুহূর্তে সমস্ত দিনক্ষণ ঘোষণা করা একটা জটিল প্রক্রিয়া । পাশাপাশি নির্বাচন কমিশনের হাতে বর্তমানে যে পরিমাণ ইভিএম রয়েছে তাতে কলকাতা পৌরনিগমের নির্বাচনের পর দফায় দফায় নির্বাচনের কাজ সারতে হবে কমিশনকে ।
নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা পর ক্ষুব্ধ বিরোধী দলগুলি । পৌর নির্বাচন সংক্রান্ত জনস্বার্থ যে তিনটি মামলা হয়েছিল তার একটি মামলা করেছিলেন বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায় । আরও একটি মামলা করেছিল হাওড়া জেলা সিপিআইএম জোনাল কমিটি । হাওড়া জেলা সিপিআইএম জোনাল কমিটি তরফের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় মামলার পরে জানালেন, "রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মনোভাব দেখে মনে হচ্ছে তারা পৌর নির্বাচন করাতে চাইছে না । নিজেদের ইচ্ছেমতো বিভিন্ন পৌরসভাগুলিতে প্রশাসক বসিয়ে রেখে জনগণের টাকা নয়ছয় করা হচ্ছে ।"
অন্যদিকে বিজেপির তরফের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য প্রধান বিচারপতির এজলাসে বলেন, "আমরা এখনও নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা ভালো করে পড়ে দেখিনি ৷ সবেমাত্র হাতে পেয়েছি ৷ ভালো করে খতিয়ে দেখে তারপর যা বলার আমরা বলব । আগামীকাল মামলাটি শুনানির জন্য রাখা হোক ।" প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এই বক্তব্যের পর মামলাটি ফের আগামীকাল শুনানির জন্য রেখেছেন ।
উল্লেখ্য, গত পয়লা ডিসেম্বর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিল রাজ্যের বাকি পৌরসভাগুলিতে কবে এবং কত দফায় ভোট করাতে পারবে নির্বাচন কমিশন । সে ব্যাপারে তাদের পরিকল্পনা খসড়া আকারে আদালতকে জানাতে । সেই হলফনামা জমা পড়েছে আজ । আগামীকাল হবে এই মামলার পূর্ণাঙ্গ শুনানি ।