ETV Bharat / state

Election Campaign at Bidhannagar : করোনাবিধি মেনে বিধাননগরে প্রচার সব্যসাচী-কৃষ্ণার - election campaign of tmc at bidhannagar

সামনেই পৌরভোট ৷ তার উপর রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ ৷ তাই এই দুইয়ের কথা ভেবেই বিধি মেনে প্রচার সারলেন বিধাননগরের তৃণমূল প্রার্থীরা (Election Campaign at Bidhannagar) ৷

bidhannagar
বিধাননগরে প্রচার
author img

By

Published : Jan 9, 2022, 10:53 PM IST

কলকাতা, 9 জানুয়ারি : রাজ্যে ক্রমেই দীর্ঘ হচ্ছে করোনা আক্রান্তের পরিসংখ্যান । তার মধ্যেই বিধাননগর পুরসভার ভোট (Election Campaign at Bidhannagar) । রবিবার বিধাননগরের দুই হেভিওয়েট তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত এবং কৃষ্ণা চক্রবর্তী প্রচার সারলেন । কমিশনের নির্দেশ মতো কোভিডবিধি মেনে সকাল থেকে দুপুর পর্যন্ত চারজন সহকর্মীকে নিয়ে নিজের ওয়ার্ডের বাড়ি বাড়ি ঘুরলেন সব্যসাচী দত্ত । কখনও একটি জোড়া ফুলের পতাকা তো কখনও আবার একটি দলীয় প্রতীক নিয়ে আবাসন বা বাড়ির দরজায় দাঁড়ালেন ।

বিধাননগর পৌরনিগমে দীর্ঘদিন মেয়রের দায়িত্ব সামলেছেন । তার আগে দীর্ঘসময় সামলেছেন চেয়ারম্যান এবং কাউন্সিলরের দায়িত্ব ৷ তাই এই অবস্থাতে নতুন করে ভোট চাইবার কিছু নেই, কারণ সব্যসাচী দত্ত পরিচিত মুখ । তাই শুধুই জনসংযোগের জন্যই রবিবার পথে নামলেন বিধাননগরের প্রাক্তন মেয়র ৷

অন্যদিকে, হুড খোলা জিপ নিয়ে নিজের ওয়ার্ডের আনাচে-কানাচে ঘুরলেন বিধাননগরের বিদায়ী মেয়র তথা তৃণমূল প্রার্থী কৃষ্ণা চক্রবর্তী । করোনার কারণে আলাদা করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার না করে এদিন হুড খোলা জিপে মাইকে প্রচার সারেন তিনি ।

তাঁর কথায়, "নির্বাচন কমিশনের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছি । কমিশনের সিদ্ধান্তের কারণে ভোট হবে । তবে মানুষের জীবনের দাম অনেক বেশি । তাই প্রচারে সেই বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছি আমরা । জমায়েত নয় বরং মানুষের কাছে পৌঁছাতে এইরকম হুড খোলা জিপে প্রচার চালাচ্ছি । একইভাবে মানুষের পাশে থাকতে সকলকে বলছি এই অবস্থায় রাজ্য সরকারের নির্দেশ মেনে মাস্ক ব্যবহার করতে এবং করোনাবিধি মেনে চলতে ।"

আরও পড়ুন : WB Municipal Elections : নির্বাচনের প্রচার সভা নিয়ন্ত্রণ করতে কমিশনের একাধিক পদক্ষেপ

কলকাতা, 9 জানুয়ারি : রাজ্যে ক্রমেই দীর্ঘ হচ্ছে করোনা আক্রান্তের পরিসংখ্যান । তার মধ্যেই বিধাননগর পুরসভার ভোট (Election Campaign at Bidhannagar) । রবিবার বিধাননগরের দুই হেভিওয়েট তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত এবং কৃষ্ণা চক্রবর্তী প্রচার সারলেন । কমিশনের নির্দেশ মতো কোভিডবিধি মেনে সকাল থেকে দুপুর পর্যন্ত চারজন সহকর্মীকে নিয়ে নিজের ওয়ার্ডের বাড়ি বাড়ি ঘুরলেন সব্যসাচী দত্ত । কখনও একটি জোড়া ফুলের পতাকা তো কখনও আবার একটি দলীয় প্রতীক নিয়ে আবাসন বা বাড়ির দরজায় দাঁড়ালেন ।

বিধাননগর পৌরনিগমে দীর্ঘদিন মেয়রের দায়িত্ব সামলেছেন । তার আগে দীর্ঘসময় সামলেছেন চেয়ারম্যান এবং কাউন্সিলরের দায়িত্ব ৷ তাই এই অবস্থাতে নতুন করে ভোট চাইবার কিছু নেই, কারণ সব্যসাচী দত্ত পরিচিত মুখ । তাই শুধুই জনসংযোগের জন্যই রবিবার পথে নামলেন বিধাননগরের প্রাক্তন মেয়র ৷

অন্যদিকে, হুড খোলা জিপ নিয়ে নিজের ওয়ার্ডের আনাচে-কানাচে ঘুরলেন বিধাননগরের বিদায়ী মেয়র তথা তৃণমূল প্রার্থী কৃষ্ণা চক্রবর্তী । করোনার কারণে আলাদা করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার না করে এদিন হুড খোলা জিপে মাইকে প্রচার সারেন তিনি ।

তাঁর কথায়, "নির্বাচন কমিশনের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছি । কমিশনের সিদ্ধান্তের কারণে ভোট হবে । তবে মানুষের জীবনের দাম অনেক বেশি । তাই প্রচারে সেই বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছি আমরা । জমায়েত নয় বরং মানুষের কাছে পৌঁছাতে এইরকম হুড খোলা জিপে প্রচার চালাচ্ছি । একইভাবে মানুষের পাশে থাকতে সকলকে বলছি এই অবস্থায় রাজ্য সরকারের নির্দেশ মেনে মাস্ক ব্যবহার করতে এবং করোনাবিধি মেনে চলতে ।"

আরও পড়ুন : WB Municipal Elections : নির্বাচনের প্রচার সভা নিয়ন্ত্রণ করতে কমিশনের একাধিক পদক্ষেপ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.