ETV Bharat / state

বিনোদন কর আদায় করতে পৌরনিগম আনতে চলেছে নয়া অ্যাপ - new app to collect entertainment tax

এসি ব্যাঙ্কোয়েট হলে ব্যক্তিপিছু চার টাকা ও নন এসি হল এর জন্য ব্যক্তি পিছু 2 টাকা কর দিতে হয় । এবার থেকে সেই কর দিতে হবে পৌরনিগমের অ্যাপের মাধ্যমে ।

kmc
kmc
author img

By

Published : Jan 8, 2021, 10:53 PM IST

Updated : Jan 8, 2021, 11:00 PM IST

কলকাতা, 8 জানুয়ারি : বিয়ে বাড়ি বা ব্যাঙ্কোয়েট হল ভাড়ার বিনোদন করের টাকা জমা দেবার জন্য নতুন অ্যাপ চালু করল কলকাতা পৌরনিগম । বিয়ে অথবা যে কোনও সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যাঙ্কোয়েট হল বা বাড়ি ভাড়া করলে তার জন্য কর জমা দিতে লাইনে দাঁড়াতে হবে না । অ্যাপের মাধ্যমে সেই কর দিতে পারবে সাধারণ মানুষ । এই অ্যাপের মাধ্যমেই ঘরে বসেই অনলাইনে সহজে যে কোনও সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যাঙ্কোয়েট হল বিলাসবহুল রিসেপশন হল অথবা বিয়ে বাড়ি ভাড়ার কর দিতে পারবে ।

এসি ব্যাঙ্কোয়েট হলে ব্যক্তিপিছু চার টাকা ও নন এসি হল এর জন্য ব্যক্তি পিছু 2 টাকা কর দিতে হয় । এবার থেকে সেই কর দিতে হবে পৌরনিগমের অ্যাপের মাধ্যমে । বর্তমানে কলকাতা পৌরনিগমে এসে বিনোদন কর জমা দিতে হত । কিন্তু অনেক ক্ষেত্রেই লাইনে দাঁড়িয়ে বিনোদন জমা দিতে অনীহা রয়েছে সাধারণ মানুষের মধ্যে । এর ফলে বিয়ে বাড়ি বা বিলাসবহুল ব্যাঙ্কোয়েট হল ভাড়া করে অনুষ্ঠান করলেও বিনোদন কর দেওয়া হয় না বহু মানুষের । তাই পৌর কর আদায় করতে আরও সহজ সরল পদ্ধতির কথা ভেবেছে কলকাতা পৌরনিগম । আগামী দিনে এই অ্যাপের মাধ্যমে বিনোদন মূলক পৌর কর জমা দিতে পারবে সাধারণ মানুষ । কলকাতা পৌরনিগমের প্রশাসন মণ্ডলীর সদস্য জানিয়েছেন, বিনোদন কর আদায়ের ক্ষেত্রে উদাসীনতা রয়েছে । কলকাতার অনেক হোটেল, রেস্তরাঁ, ক্লাব, ডিস্কো, পাব, ব্যাঙ্কোয়েট হলও সময়মতো বিনোদন কর জমা দেয় না । কর আদায় করতে পৌরনিগম ইতিমধ্যেই শহরজুড়ে অভিযান শুরু করেছে । সময়মতো বিনোদন কর জমা না দিলে রিনিউ করা হবে না ট্রেড লাইসেন্স । সেই সঙ্গেই সাধারণ মানুষ যাতে সময়মতো বিনোদন কর দিতে পারে তারই জন্য অ্যাপ চালু করতে চলেছে কলকাতা পৌরনিগম ।

আরও পড়ুন : দু'সপ্তাহের মধ্যে 2009 সালের পরীক্ষার্থীদের প্যানেল প্রকাশের নির্দেশ হাইকোর্টের

আজ কলকাতা পৌরনিগমের সদর দপ্তরে বিনোদনমূলক করের বিষয়ে একটি বৈঠক করেন প্রশাসক মমণ্ডলীর সদস্য অতীন ঘোষ । শহরের সমস্ত হোটেল রেস্তরাঁ ব্যাঙ্কুয়েট হল সহ সবকটি বিনোদনমূলক স্থান থেকে যাতে সময়মতো কর আদায় হয় তার জন্য নির্দেশ দিয়েছেন তিনি ।

কলকাতা, 8 জানুয়ারি : বিয়ে বাড়ি বা ব্যাঙ্কোয়েট হল ভাড়ার বিনোদন করের টাকা জমা দেবার জন্য নতুন অ্যাপ চালু করল কলকাতা পৌরনিগম । বিয়ে অথবা যে কোনও সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যাঙ্কোয়েট হল বা বাড়ি ভাড়া করলে তার জন্য কর জমা দিতে লাইনে দাঁড়াতে হবে না । অ্যাপের মাধ্যমে সেই কর দিতে পারবে সাধারণ মানুষ । এই অ্যাপের মাধ্যমেই ঘরে বসেই অনলাইনে সহজে যে কোনও সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যাঙ্কোয়েট হল বিলাসবহুল রিসেপশন হল অথবা বিয়ে বাড়ি ভাড়ার কর দিতে পারবে ।

এসি ব্যাঙ্কোয়েট হলে ব্যক্তিপিছু চার টাকা ও নন এসি হল এর জন্য ব্যক্তি পিছু 2 টাকা কর দিতে হয় । এবার থেকে সেই কর দিতে হবে পৌরনিগমের অ্যাপের মাধ্যমে । বর্তমানে কলকাতা পৌরনিগমে এসে বিনোদন কর জমা দিতে হত । কিন্তু অনেক ক্ষেত্রেই লাইনে দাঁড়িয়ে বিনোদন জমা দিতে অনীহা রয়েছে সাধারণ মানুষের মধ্যে । এর ফলে বিয়ে বাড়ি বা বিলাসবহুল ব্যাঙ্কোয়েট হল ভাড়া করে অনুষ্ঠান করলেও বিনোদন কর দেওয়া হয় না বহু মানুষের । তাই পৌর কর আদায় করতে আরও সহজ সরল পদ্ধতির কথা ভেবেছে কলকাতা পৌরনিগম । আগামী দিনে এই অ্যাপের মাধ্যমে বিনোদন মূলক পৌর কর জমা দিতে পারবে সাধারণ মানুষ । কলকাতা পৌরনিগমের প্রশাসন মণ্ডলীর সদস্য জানিয়েছেন, বিনোদন কর আদায়ের ক্ষেত্রে উদাসীনতা রয়েছে । কলকাতার অনেক হোটেল, রেস্তরাঁ, ক্লাব, ডিস্কো, পাব, ব্যাঙ্কোয়েট হলও সময়মতো বিনোদন কর জমা দেয় না । কর আদায় করতে পৌরনিগম ইতিমধ্যেই শহরজুড়ে অভিযান শুরু করেছে । সময়মতো বিনোদন কর জমা না দিলে রিনিউ করা হবে না ট্রেড লাইসেন্স । সেই সঙ্গেই সাধারণ মানুষ যাতে সময়মতো বিনোদন কর দিতে পারে তারই জন্য অ্যাপ চালু করতে চলেছে কলকাতা পৌরনিগম ।

আরও পড়ুন : দু'সপ্তাহের মধ্যে 2009 সালের পরীক্ষার্থীদের প্যানেল প্রকাশের নির্দেশ হাইকোর্টের

আজ কলকাতা পৌরনিগমের সদর দপ্তরে বিনোদনমূলক করের বিষয়ে একটি বৈঠক করেন প্রশাসক মমণ্ডলীর সদস্য অতীন ঘোষ । শহরের সমস্ত হোটেল রেস্তরাঁ ব্যাঙ্কুয়েট হল সহ সবকটি বিনোদনমূলক স্থান থেকে যাতে সময়মতো কর আদায় হয় তার জন্য নির্দেশ দিয়েছেন তিনি ।

Last Updated : Jan 8, 2021, 11:00 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.