ETV Bharat / state

Emergency Landing: জানলার কাঁচে ফাটল দেখে আতঙ্ক মাঝ-আকাশে, কলকাতায় ফিরে এল মুম্বইগামী বিমান - জরুরি অবতরণ

Emergency Landing at Kolkata Airport: জানলার কাঁচে ফাটল ধরা পড়ল মাধ-আকাশে ৷ এরপরই তীব্র আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে ৷ এই কারণে কলকাতায় ফিরে এল স্পাইসজেটের মুম্বইগামী বিমান ৷

Emergency Landing at Kolkata Airport
কলকাতায় ফিরে এল মুম্বাইগামী বিমান
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 7:42 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর: বিমান টেক-অফের পরই বিপত্তি ৷ কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা হওয়ার পরই দেখা গেল, বিমানের জানলার কাঁচে ফাটল রয়েছে ৷ স্পাইসজেট বিমানের এই ঘটনায় বুধবার তীব্র আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে ৷ তবে পাইলট ও কেবিন ক্রু-দের তৎপরতায় বিমানটিকে তৎক্ষণাৎ কলকাতায় ফিরিয়ে আনা হয় ৷

বিমানবন্দর সূত্র মারফত জানা গিয়েছে, স্পাইসজেটের বিমান এসজি 515 বুধবার সকাল 6.17-তে কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশে যাত্রা করে ৷ বিমানে ছিলেন 176 জন যাত্রী ও 6 জন কেবিন ক্রু ৷ কলকাতার আকাশে থাকাকালীনই বিমানের জানলার কাঁচে ফাটল দেখতে পান কেবিন ক্রু ৷ সঙ্গে সঙ্গে এ বিষয়ে পাইলটের দৃষ্টি আকর্ষণ করা হয় । জানলার কাঁচে চিড় ধরার কথা জানতে পেরে পাইলট দ্রুততার সঙ্গে কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন ৷ বিমানটি জরুরি অবতরণের অনুমতি চান তিনি । তাঁর আর্জি মেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটি অবতরণের অনুমতি দেওয়ায় সকাল 7.45-এ বিমানটি কলকাতা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে ।

আরও পড়ুন: মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি! জরুরি অবতরণ এয়ার এশিয়ার

এই ঘটনায় আতঙ্ক ছড়ায় স্পাইসজেটের যাত্রীদের মধ্যে ৷ বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণের পর যাত্রীদের বিমান থেকে বের করে আনা হয় ৷ বিমানবন্দর সূত্রে খবর, বিমানের সমস্ত যাত্রীই সুরক্ষিত রয়েছেন । যাত্রীদের বিমাবন্দরে রেখে বেশ কিছুক্ষণ ধরে ওই বিমানটির জানলা মেরামতির কাজ চলে ৷ প্রায় সাড়ে তিন ঘণ্টা পর স্পাইসজেটের বিমান মেরামতির কাজ সম্পূর্ণ হয় ৷ এরপর এয়ার ট্রাফিক কন্ট্রোলের অনুমতি নিয়ে আবার টেক-অফ করে বিমানটি ৷ 176 জন যাত্রী এবং 6 জন ক্রু-কে সঙ্গে নিয়ে ওই বিমান মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয় ৷ তবে মেরামতির পরেও যাত্রীদের মধ্যে আতঙ্ক কাটেনি ৷ মাঝ-আকাশে এমন বিপত্তি হওয়ায় তাঁদের মধ্যে চাপা আতঙ্ক তৈরি হয়েছে ৷

কলকাতা, 20 সেপ্টেম্বর: বিমান টেক-অফের পরই বিপত্তি ৷ কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা হওয়ার পরই দেখা গেল, বিমানের জানলার কাঁচে ফাটল রয়েছে ৷ স্পাইসজেট বিমানের এই ঘটনায় বুধবার তীব্র আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে ৷ তবে পাইলট ও কেবিন ক্রু-দের তৎপরতায় বিমানটিকে তৎক্ষণাৎ কলকাতায় ফিরিয়ে আনা হয় ৷

বিমানবন্দর সূত্র মারফত জানা গিয়েছে, স্পাইসজেটের বিমান এসজি 515 বুধবার সকাল 6.17-তে কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশে যাত্রা করে ৷ বিমানে ছিলেন 176 জন যাত্রী ও 6 জন কেবিন ক্রু ৷ কলকাতার আকাশে থাকাকালীনই বিমানের জানলার কাঁচে ফাটল দেখতে পান কেবিন ক্রু ৷ সঙ্গে সঙ্গে এ বিষয়ে পাইলটের দৃষ্টি আকর্ষণ করা হয় । জানলার কাঁচে চিড় ধরার কথা জানতে পেরে পাইলট দ্রুততার সঙ্গে কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন ৷ বিমানটি জরুরি অবতরণের অনুমতি চান তিনি । তাঁর আর্জি মেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটি অবতরণের অনুমতি দেওয়ায় সকাল 7.45-এ বিমানটি কলকাতা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে ।

আরও পড়ুন: মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি! জরুরি অবতরণ এয়ার এশিয়ার

এই ঘটনায় আতঙ্ক ছড়ায় স্পাইসজেটের যাত্রীদের মধ্যে ৷ বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণের পর যাত্রীদের বিমান থেকে বের করে আনা হয় ৷ বিমানবন্দর সূত্রে খবর, বিমানের সমস্ত যাত্রীই সুরক্ষিত রয়েছেন । যাত্রীদের বিমাবন্দরে রেখে বেশ কিছুক্ষণ ধরে ওই বিমানটির জানলা মেরামতির কাজ চলে ৷ প্রায় সাড়ে তিন ঘণ্টা পর স্পাইসজেটের বিমান মেরামতির কাজ সম্পূর্ণ হয় ৷ এরপর এয়ার ট্রাফিক কন্ট্রোলের অনুমতি নিয়ে আবার টেক-অফ করে বিমানটি ৷ 176 জন যাত্রী এবং 6 জন ক্রু-কে সঙ্গে নিয়ে ওই বিমান মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয় ৷ তবে মেরামতির পরেও যাত্রীদের মধ্যে আতঙ্ক কাটেনি ৷ মাঝ-আকাশে এমন বিপত্তি হওয়ায় তাঁদের মধ্যে চাপা আতঙ্ক তৈরি হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.