ETV Bharat / state

একুশের বিধানসভায় BJP-র সাফল্য কামনায় অমরনাথে পুজো দিলেন মুকুল - মুকুল রায়

যদিও নিন্দুকরা মুকুলের পুজো দেওয়ার বিষয়টিকে অন্যভাবে দেখছেন । তাঁরা বলছেন, খানিকটা চাপে পড়েই ভগবানের শরনাপন্ন হয়েছেন মুকুল । কারণ, লোকসভা ভোটের পর কাঁচড়াপাড়া, হালিশহরসহ তৃণমূলের একাধিক গড়ে ভাঙন ধরাতে সক্ষম হয়েছিলেন তিনি । সেসব এলাকার তৃণমূলের টিকিটে জয়ী কাউন্সিলররা মুকুলের হাত ধরে BJP-তে নাম লিখিয়েছিলেন । কিন্তু, সেই কাউন্সিলদরের সবাইকে ধরে রাখতে পারেননি তিনি । কাউন্সিলররা ঘর ওয়াপসি করেছেন । এতে কিছুটা হলেও দলে ভাবমূর্তি নষ্ট হয়েছে মুকুলের ।

মুকুল রায়
author img

By

Published : Jul 26, 2019, 5:18 AM IST

কলকাতা, 26 জুলাই : গত লোকসভা নির্বাচনে রাজ্যে ভালো ফল করেছে BJP । এই জয়ের অন্যতম কারিগর মুকুল রায় । এমনটা মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের । এবার লক্ষ্য 2021 সালের বিধানসভা নির্বাচন । সেই ভোটে দলের সাফল্য কামনাই অমরনাথে পুজো দিলেন BJP নেতা মুকুল রায় । অমরনাথে পুজো দিয়ে তিনি বলেন, "আমি দলের সাধারণ কার্যকর্তাদের মঙ্গলকামনায় পুজো দিলাম । 2021 সালে বিধানসভা নির্বাচনে BJP ভালো ফল করুক । এই কামনা করেছি । গত লোকসভা ভোটে রাজ্যে 18টি আসন দখল করেছি । এই সাফল্যের জন্যও পুজো দিলাম ।"

mukul
অমরনাথে মুকুল রায়

যদিও নিন্দুকরা মুকুলের পুজো দেওয়ার বিষয়টিকে অন্যভাবে দেখছেন । তাঁরা বলছেন, খানিকটা চাপে পড়েই ভগবানের শরনাপন্ন হয়েছেন মুকুল । কারণ, লোকসভা ভোটের পর কাঁচড়াপাড়া, হালিশহরসহ তৃণমূলের একাধিক গড়ে ভাঙন ধরাতে সক্ষম হয়েছিলেন তিনি । সেসব এলাকার তৃণমূলের টিকিটে জয়ী কাউন্সিলররা মুকুলের হাত ধরে BJP-তে নাম লিখিয়েছিলেন । কিন্তু, সেই কাউন্সিলদরের সবাইকে ধরে রাখতে পারেননি তিনি । কাউন্সিলররা ঘর ওয়াপসি করেছেন । এতে কিছুটা হলেও দলে ভাবমূর্তি নষ্ট হয়েছে মুকুলের । পাশাপাশি লোকসভায় ভালো ফল করলেও এখনও বড় পদ পাননি মুকুল । ফলে সবমিলিয়ে কিছুটা চাপেই রয়েছেন তিনি । সেই কারণেই ভগবানের শরনাপন্ন হয়েছেন ।

যদিও নিন্দুকদের বক্তব্যকে আমল দিতে নারাজ BJP । রাজ্য BJP-র নেতারা বলছেন, মুকুল রায়ের পুজো দেওয়া বিচ্ছিন্ন কোনও ঘটনা নয় । হিন্দু ধর্মের রীতি-রেওয়াজ মেনে দলের অনেক নেতাই পুজো দিয়ে থাকেন । যেমন খোদ নরেন্দ্র মোদি শেষ দফা ভোটের আগে কেদারনাথ মন্দিরে পুজো দিয়ে ধ্যানে বসে ছিলেন । সোমনাথ মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা করেছিলেন অমিত শাহ । একইভাবে অমরনাথে পুজো দিয়েছেন মুকুল ।

mukul
দলের সাফল্য কামনায় পুজো দিলেন মুকুল

কলকাতা, 26 জুলাই : গত লোকসভা নির্বাচনে রাজ্যে ভালো ফল করেছে BJP । এই জয়ের অন্যতম কারিগর মুকুল রায় । এমনটা মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের । এবার লক্ষ্য 2021 সালের বিধানসভা নির্বাচন । সেই ভোটে দলের সাফল্য কামনাই অমরনাথে পুজো দিলেন BJP নেতা মুকুল রায় । অমরনাথে পুজো দিয়ে তিনি বলেন, "আমি দলের সাধারণ কার্যকর্তাদের মঙ্গলকামনায় পুজো দিলাম । 2021 সালে বিধানসভা নির্বাচনে BJP ভালো ফল করুক । এই কামনা করেছি । গত লোকসভা ভোটে রাজ্যে 18টি আসন দখল করেছি । এই সাফল্যের জন্যও পুজো দিলাম ।"

mukul
অমরনাথে মুকুল রায়

যদিও নিন্দুকরা মুকুলের পুজো দেওয়ার বিষয়টিকে অন্যভাবে দেখছেন । তাঁরা বলছেন, খানিকটা চাপে পড়েই ভগবানের শরনাপন্ন হয়েছেন মুকুল । কারণ, লোকসভা ভোটের পর কাঁচড়াপাড়া, হালিশহরসহ তৃণমূলের একাধিক গড়ে ভাঙন ধরাতে সক্ষম হয়েছিলেন তিনি । সেসব এলাকার তৃণমূলের টিকিটে জয়ী কাউন্সিলররা মুকুলের হাত ধরে BJP-তে নাম লিখিয়েছিলেন । কিন্তু, সেই কাউন্সিলদরের সবাইকে ধরে রাখতে পারেননি তিনি । কাউন্সিলররা ঘর ওয়াপসি করেছেন । এতে কিছুটা হলেও দলে ভাবমূর্তি নষ্ট হয়েছে মুকুলের । পাশাপাশি লোকসভায় ভালো ফল করলেও এখনও বড় পদ পাননি মুকুল । ফলে সবমিলিয়ে কিছুটা চাপেই রয়েছেন তিনি । সেই কারণেই ভগবানের শরনাপন্ন হয়েছেন ।

যদিও নিন্দুকদের বক্তব্যকে আমল দিতে নারাজ BJP । রাজ্য BJP-র নেতারা বলছেন, মুকুল রায়ের পুজো দেওয়া বিচ্ছিন্ন কোনও ঘটনা নয় । হিন্দু ধর্মের রীতি-রেওয়াজ মেনে দলের অনেক নেতাই পুজো দিয়ে থাকেন । যেমন খোদ নরেন্দ্র মোদি শেষ দফা ভোটের আগে কেদারনাথ মন্দিরে পুজো দিয়ে ধ্যানে বসে ছিলেন । সোমনাথ মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা করেছিলেন অমিত শাহ । একইভাবে অমরনাথে পুজো দিয়েছেন মুকুল ।

mukul
দলের সাফল্য কামনায় পুজো দিলেন মুকুল
Intro:25-07-19


সুজয় ঘোষ, কলকাতা



কলকাতা: ২০২১ সালের বিধানসভা ভোটের বিজেপির সাফল্য কামনায় অমরনাথে পূজো দিলেন বিজেপির নির্বাচণ কমিটির আহ্বায়ক মুকুল রায়।

অমরনাথে পূজো দিয়ে মুকুল রায় জানালেন, " প্রথমত আমি বিজেপির সাধারণ কার্যকর্তাদের মঙ্গলকামনায় পূজো দিলাম। আগামী ২০২১ সালে বিধানসভা নির্বাচণের বিজেপির ভালো ফলাফল করুক। এই কামানা করেছি।
এছাড়া, ২০১৯ সালে লোকসভা নির্বাচণে বিজেপি ১৮ টি আসন দখল করেছে। বিজেপি ভালো ফল করেছে। এই সাফল্যের জন্য আমি পূজা দিলাম"


যদিও বিজেপির একটি গোষ্ঠীর দাবী, দলে কিছুটা হলেও চাপে আছেন মুকুল রায়। কাচড়াপাড়া ও হালিশহরের কাউন্সিরা বিজেপিতে যোগদিয়েও তৃণমূলে ফিরে গিয়েছে। এই বিষয়ে বিজেপিতে যোগদান পর্বে কিছুটা ধাক্কা খেয়েছেন মুকুল। দলের সঙ্গে কী কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। বিজেপির রাজ্য দপ্তরেও তাকে অনেক দিন দেখা যায় নি। ২০১৯ সালে বাংলা দখলে ১৮ টি আসন মোদী কে তুলে দেওয়ার পিছনে মূল কান্ডারি মুকুল রায় কে দল এখনও বড় কোনও পদ দেয় নি। তাই কিছটা চাপে থেকেই মুকুল রায়ের অমরনাথ যাত্রা।



রাজনৈতিক মহলে খবর, বিজেপি নেতারা সারা বছরই মন্দিরে পূজো - অর্চনা দেন।খোদ প্রধানমন্ত্রী শেষ দফা ভোটের আগে কেদারনাথ মন্দিরে পূজো দিয়ে ধ্যানে বসে ছিলেন। সোমনাথ মন্দিরে পূজো দিয়েই মনোনয়ন জমা দিয়েছিলেন অমিত শাহ। সেই পথেই হাটলেন মুকুল রায়।


বিজেপি সব সিনিয়ার নেতৃত্ব হিন্দুত্বের নীতি আর্দশ মেনে সারা বছর রাজনীতির সঙ্গে ধর্মীয় কাজ কর্মেও যুক্ত হন। তাই সেই পথেই এবার অমরনাথ দিয়ে ইনিংস শুরু করলেন মুকুল।



Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.