ETV Bharat / state

Mukul Roy Hospitalized: অসুস্থ মুকুল রায়, ভরতি হাসপাতালে - অসুস্থ মুকুল রায়

অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হলেন মুকুল রায় (Mukul Roy)। জানা গিয়েছে, স্নায়বিক সমস্যা নিয়ে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে। প্রাথমিক সূত্রের খবর, মাথায় জল জমেছে তাঁর।

Mukul Roy Hospitalized
অসুস্থ মুকুল রায়
author img

By

Published : Feb 27, 2023, 6:45 AM IST

Updated : Feb 27, 2023, 10:26 AM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি: শরীরটা ভালো যাচ্ছে না একদা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়ের। রবিবার রাতের দিকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছেন প্রাক্তন রেলমন্ত্রী। যদিও চিকিৎসকরা বলছেন এই মুহূর্তে তিনি স্থিতিশীল। ভয়ের কোনও কারণ নেই। কিন্তু প্রশ্ন উঠছে হঠাৎ করে কেন তাঁকে ভরতি করতে হল (Mukul Roy Hospitalized with Neurological Problem)।

পরিবার সূত্রে যতটুকু জানা যাচ্ছে, তাতে স্নায়বিক সমস্যায় (Neurological Problems) ভুগছেন একদা তৃণমূল কংগ্রেসের এই হেভিওয়েট নেতা তথা কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক। যতদূর জানা যাচ্ছে,মাথায় জল জমেছে তাঁর। আগে থেকে পরিকল্পনা করেই তাঁকে ভরতি করা হয়েছে চিকিত্‍সার জন্য। এই মুহূর্তে সল্টলেকের বদলে তাঁর কল্যাণীর বাড়িতে থাকছেন তিনি। বেশ কিছু সমস্যার কারণে চিকিৎসকরা তাঁকে শারীরিক বেশ কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন।

কিন্তু এই পরীক্ষার জন্য ভোরবেলায় এসে হাসপাতালে ভরতি হতে হত। যেহেতু মুকুল রায় কল্যাণী থেকে আসবেন তাই অহেতুক ঝুঁকি না-নিয়ে রবিবার রাতেই তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। একসময় মুকুলকে বলা হত তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তবে তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করেন। 2021 সালে বিধানসভা নির্বাচনে পদ্ম প্রতীকে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে ভোটে লড়েন মুকুল। জয়ীও হন। ভোটের ফল ঘোষণার কিছু দিনের মধ্যেই মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন মুকুল। যা ঘিরে সরগরম হয়ে ওঠে রাজ্য-রাজনীতি ৷ কিন্তু সেই তখন থেকে রাজনৈতিকভাবে আর আগের মতো সক্রিয় নন মুকুল।

আরও পড়ুন: কালীঘাটে মমতা-মুকুল বৈঠক, চেনা ছন্দে ফিরছেন তৃণমূলের ক্রাইসিস ম্যানেজার ?

প্রায় ওই সময় থেকেই শরীরটা ঠিকমতো ভালো যাচ্ছে না তাঁর। 2021 সালের জুলাই মাসে স্ত্রী কৃষ্ণা রায় মারা যাওয়ার পর থেকেই মানসিকভাবে বেশ ভেঙে পড়েছিলেন মুকুল রায়। শারীরিক ভাবেও ভাঙন শুরু তখন থেকেই। একাধিকবার তাঁকে প্রকাশ্যেই অসংলগ্নতা মন্তব্য করতে দেখা গিয়েছে। পাশাপাশি মাথায় ফ্লুইড জমার সমস্যাও তাঁকে ভোগাত। এবার সে কারণেই এবার হাসপাতালে ভরতি হলেন মুকুল রায় ৷

কলকাতা, 27 ফেব্রুয়ারি: শরীরটা ভালো যাচ্ছে না একদা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়ের। রবিবার রাতের দিকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছেন প্রাক্তন রেলমন্ত্রী। যদিও চিকিৎসকরা বলছেন এই মুহূর্তে তিনি স্থিতিশীল। ভয়ের কোনও কারণ নেই। কিন্তু প্রশ্ন উঠছে হঠাৎ করে কেন তাঁকে ভরতি করতে হল (Mukul Roy Hospitalized with Neurological Problem)।

পরিবার সূত্রে যতটুকু জানা যাচ্ছে, তাতে স্নায়বিক সমস্যায় (Neurological Problems) ভুগছেন একদা তৃণমূল কংগ্রেসের এই হেভিওয়েট নেতা তথা কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক। যতদূর জানা যাচ্ছে,মাথায় জল জমেছে তাঁর। আগে থেকে পরিকল্পনা করেই তাঁকে ভরতি করা হয়েছে চিকিত্‍সার জন্য। এই মুহূর্তে সল্টলেকের বদলে তাঁর কল্যাণীর বাড়িতে থাকছেন তিনি। বেশ কিছু সমস্যার কারণে চিকিৎসকরা তাঁকে শারীরিক বেশ কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন।

কিন্তু এই পরীক্ষার জন্য ভোরবেলায় এসে হাসপাতালে ভরতি হতে হত। যেহেতু মুকুল রায় কল্যাণী থেকে আসবেন তাই অহেতুক ঝুঁকি না-নিয়ে রবিবার রাতেই তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। একসময় মুকুলকে বলা হত তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তবে তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করেন। 2021 সালে বিধানসভা নির্বাচনে পদ্ম প্রতীকে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে ভোটে লড়েন মুকুল। জয়ীও হন। ভোটের ফল ঘোষণার কিছু দিনের মধ্যেই মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন মুকুল। যা ঘিরে সরগরম হয়ে ওঠে রাজ্য-রাজনীতি ৷ কিন্তু সেই তখন থেকে রাজনৈতিকভাবে আর আগের মতো সক্রিয় নন মুকুল।

আরও পড়ুন: কালীঘাটে মমতা-মুকুল বৈঠক, চেনা ছন্দে ফিরছেন তৃণমূলের ক্রাইসিস ম্যানেজার ?

প্রায় ওই সময় থেকেই শরীরটা ঠিকমতো ভালো যাচ্ছে না তাঁর। 2021 সালের জুলাই মাসে স্ত্রী কৃষ্ণা রায় মারা যাওয়ার পর থেকেই মানসিকভাবে বেশ ভেঙে পড়েছিলেন মুকুল রায়। শারীরিক ভাবেও ভাঙন শুরু তখন থেকেই। একাধিকবার তাঁকে প্রকাশ্যেই অসংলগ্নতা মন্তব্য করতে দেখা গিয়েছে। পাশাপাশি মাথায় ফ্লুইড জমার সমস্যাও তাঁকে ভোগাত। এবার সে কারণেই এবার হাসপাতালে ভরতি হলেন মুকুল রায় ৷

Last Updated : Feb 27, 2023, 10:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.