ETV Bharat / state

লাভপুর হত্যা মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টে মুকুল - Calcutta High Court related news

লাভপুর হত্যা মামলায় নাম জড়িয়েছে BJP নেতা মুকুল রায়ের ৷ আজ আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি ৷

Mukul Roy at Calcutta High Court for anticipatory bail in Labpur murder case
প্রতীকী ছবি
author img

By

Published : Dec 9, 2019, 4:46 PM IST

কলকাতা, 9 ডিসেম্বর : লাভপুর হত্যা মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ BJP নেতা মুকুল রায় । বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চে আবেদন দায়ের হয়েছে । আগামীকাল ওই আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে ।

বীরভূমের লাভপুরে তিন CPI(M) কর্মীকে খুনের মামলায় গতকাল সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে বোলপুর আদালত । তাতে নাম রয়েছে বীরভূম জেলার এক সময়ের দাপুটে নেতা মণিরুল ইসলামের । পাশাপাশি হত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এই মামলায় নাম জড়িয়েছে BJP নেতা মুকুল রায়ের । রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাঁর নাম জড়ানো হয়েছে, এই দাবিতে আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মুকুল রায় ।

দেখুন ভিডিয়ো

2010 সালের 4 জুন লাভপুরের নবগ্রামে সালিশিসভার নাম করে তিন ভাইকে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠে মণিরুল ইসলামের বিরুদ্ধে ৷ সেসময় মণিরুল ইসলাম ছিলেন ফরওয়ার্ড ব্লকের নেতা । এরপর তিনি যোগ দেন তৃণমূলে । কুটুন শেখ, ধানু শেখ ও তারক শেখকে পিটিয়ে মারার অভিযোগে লাভপুর মামলায় পুলিশ 2014 সালে একটি চার্জশিট জমা দেয় ৷ সেই চার্জশিটে মোট 42 জনের নাম ছিল ৷ কিন্তু তখনকার FIR বা চার্জশিট কোনওটাতেই মুকুল রায়ের নাম ছিল না ৷ এরপর হাইকোর্টের নির্দেশে পুনরায় এই মামলার তদন্ত শুরু হয় । কারণ মৃত তিনজনের মা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিচারের দাবিতে । এই মামলায় যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়ে, তাতে নাম ছিল মণিরুল ইসলামের । এছাড়া হত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে BJP নেতা মুকুল রায়ের নামও চার্জশিটে ছিল । এর বিরুদ্ধেই আজ কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন মুকুলবাবু । তাঁর দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাঁর নাম জড়ানো হয়েছে ।

কলকাতা, 9 ডিসেম্বর : লাভপুর হত্যা মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ BJP নেতা মুকুল রায় । বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চে আবেদন দায়ের হয়েছে । আগামীকাল ওই আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে ।

বীরভূমের লাভপুরে তিন CPI(M) কর্মীকে খুনের মামলায় গতকাল সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে বোলপুর আদালত । তাতে নাম রয়েছে বীরভূম জেলার এক সময়ের দাপুটে নেতা মণিরুল ইসলামের । পাশাপাশি হত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এই মামলায় নাম জড়িয়েছে BJP নেতা মুকুল রায়ের । রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাঁর নাম জড়ানো হয়েছে, এই দাবিতে আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মুকুল রায় ।

দেখুন ভিডিয়ো

2010 সালের 4 জুন লাভপুরের নবগ্রামে সালিশিসভার নাম করে তিন ভাইকে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠে মণিরুল ইসলামের বিরুদ্ধে ৷ সেসময় মণিরুল ইসলাম ছিলেন ফরওয়ার্ড ব্লকের নেতা । এরপর তিনি যোগ দেন তৃণমূলে । কুটুন শেখ, ধানু শেখ ও তারক শেখকে পিটিয়ে মারার অভিযোগে লাভপুর মামলায় পুলিশ 2014 সালে একটি চার্জশিট জমা দেয় ৷ সেই চার্জশিটে মোট 42 জনের নাম ছিল ৷ কিন্তু তখনকার FIR বা চার্জশিট কোনওটাতেই মুকুল রায়ের নাম ছিল না ৷ এরপর হাইকোর্টের নির্দেশে পুনরায় এই মামলার তদন্ত শুরু হয় । কারণ মৃত তিনজনের মা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিচারের দাবিতে । এই মামলায় যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়ে, তাতে নাম ছিল মণিরুল ইসলামের । এছাড়া হত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে BJP নেতা মুকুল রায়ের নামও চার্জশিটে ছিল । এর বিরুদ্ধেই আজ কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন মুকুলবাবু । তাঁর দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাঁর নাম জড়ানো হয়েছে ।

Intro:মানস নস্কর
কলকাতা 9 ডিসেম্বর:
লাভপুর হত্যা মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা মুকুল রায়। বিচারপতি জয়মাল্য বাগচি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছে ।আগামীকাল সোনালি সম্ভাবনা।


Body:বীরভূমের লাভপুরে 3 সিপিএম কর্মী খুনের মামলায় গতকাল সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে বোলপুর আদালত। তাতে নাম রয়েছে বীরভূম জেলার এক সময়ের দাপুটে নেতা মনিরুল ইসলামের। পাশাপাশি হত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এই মামলায় এবার নাম জোরালো বিজেপির হেভিওয়েট নেতা মুকুল রায়ের। যদিও এটাকে রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করার জন্যই করা হয়েছে এই দাবিতে আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন মুকুল রায়।
2010 সালের 4 জুন লাভপুরের নবগ্রামে সালিশি সভার নাম করে তিন ভাইকে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠে মনিরুল ইসলামের বিরুদ্ধে সেই সময় মনিরুল ইসলাম ছিলেন ফরওয়ার্ড ব্লক দলের নেতা। এরপর তিনি যোগ দেন তৃণমূলে। কুটুন শেখ, ধানু শেখ ও তারক শেখ কে পিটিয়ে মারার অভিযোগে লাভপুর মামলায় পুলিশ মোট 52 জনের নামে চার্জশিট জমা দেয়। কিন্তু তাতে নাম ছিলনা মনিরুলের । এরপর হাইকোর্টের নির্দেশে পুনরায় এই মামলার তদন্ত শুরু হয়। কারণ মৃত তিন সন্তানের মা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিচারের দাবিতে। এই মামলায় 4 ডিসেম্বর সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়ে। তাতে নাম জড়ায় মনিরুল ইসলামের। এবং হত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বিজেপি নেতা মুকুল রায়ের নামও যুক্ত হয়েছে। এর বিরুদ্ধে আজ কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন মুকুলবাবু। তার দাবি রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করতেই তার নাম জড়ানো হয়েছে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.