ETV Bharat / state

বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য চিড়িখানায় প্রায় কোটি টাকার ব্যাটারিচালিত গাড়ি দিলেন মালা রায় - মালা রায়

Alipore Zoo: চিড়িয়াখানায় প্রায় কোটি টাকার ব্যাটারি গাড়ি ও অ্যাম্বুলেন্স দিলেন মালা রায় ৷ রবিবার উদ্বোধনে এলেন মেয়র ফিরহাদ হাকিম ও মন্ত্রী বীরবাহা হাঁসদা ৷

Alipore Zoo
ব্যাটারি গাড়ি ও অ্যাম্বুলেন্সের উদ্বোধন
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 6:53 PM IST

Updated : Dec 10, 2023, 10:23 PM IST

চিড়িখানায় প্রায় কোটি টাকার ব্যাটারিচালিত গাড়ি

কলকাতা, 10 ডিসেম্বর: অন্যান্যদের পাশাপাশি এবার আলিপুর চিড়িয়াখানায় নির্বিঘ্নে ঘুরতে পারবেন বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা ৷ তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা করা হল চিড়িয়াখানায় ৷ বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সুবিধার্থে ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা করলেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় । পাশাপাশি চিড়িয়াখানার জীবজন্তুদের জন্য দুটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে । অ্যাম্বুলেন্স দুটির দাম প্রায় 21 লক্ষ টাকা ৷ আর ব্যাটারিচালিত 10টি গাড়ির প্রতিটির দাম প্রায় 6 লক্ষ টাকা । রবিবার দুপুরে সেই গাড়িগুলির উদ্বোধন করা হয় ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা-সহ বন বিভাগের পদস্থ কর্তারা ।

ফিরহাদ হাকিম নিজের ছোটবেলার কথা স্মরণ করে মালা রায়কে ধন্যবাদ দেন । তিনি বলেন, "ছোটবেলায় বাবার কাঁধে চেপে চিড়িয়াখানা ঘুরেছি । নিজে বাবা হয়েছে মেয়েদের ঘুরিয়েছি । কিন্তু, দাদু হয়ে কাঁধে করে নাতিদের ঘোরাতে পারি না । কষ্ট হয় । অভিভাবক মালা রায় এই গাড়ির ব্যবস্থা করায় ধন্যবাদ ।" রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এ দিন প্রকৃতিকে ভালোবাসার আহ্বান জানানো হয় । স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আর্থিক সহযোগিতায় চিড়িয়াখানার বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনও হয় এদিন ।

অ্যাম্বুলেন্স ও ব্যাটারি চালিত গাড়ি এবং বিভিন্ন পশু-পাখিদের দেখার জন্য একাধিক এনক্লোজার । এছাড়াও এসবিআইয়ের সিএসআরের টাকায় চিতাবাঘের এনক্লোজার বৃদ্ধি করা হয়েছে । অন্যদিকে, আকর্ষণ বাড়িয়ে হরিণ-সহ একাধিক পশু পাখির বাচ্চা হয়েছে চিড়িয়াখানায় । তেমনই সেখানে বাড়ানো হয়েছে জীবজন্তুর চলাফেরা করার এলাকাও । দর্শকদের সুবিধা করে দিতে পরীখা আরও বাড়ানো হচ্ছে । সাদা বাঘের চলাফেরা করার জায়গা আরও বাড়ানো হয়েছে । পাখিদের এনক্লোজারের এলাকা বৃদ্ধি ঘটেছে । দর্শকদের সুবিধা করে দিতে বিভিন্ন খাঁচার বাইরে পরিধি বাড়ানোর পাশাপাশি রেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে ।

চিড়িয়াখানায় আগত দর্শকদের খাওয়ার খাওয়ার পর যাতে কোনওরকম আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে না থাকে, তার জন্য একাধিক ডাস্টবিন বসানো হয়েছে । পরিবেশবান্ধব একাধিক চটের ব্যাগ থেকে শুরু করে নানানরকম সামগ্রিক দোকানও বসানো হয়েছে চিড়িয়াখানার ভিতরে । সামগ্রিকভাবে আলিপুর চিড়িয়াখানার জীবজন্তু এবং আগত দর্শকদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ এমনটাই জানিয়েছেন আলিপুর চিড়িয়াখানার বর্তমান ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত ।

আরও পড়ুন:

  1. আলিপুর চিড়িয়াখানায় নতুন অতিথিরা, পশু-পাখির এলাকা বৃদ্ধি
  2. বিলুপ্তপ্রায় প্রাণীদের বাঁচাতে সচেতনতার নয়া কর্মশালা আলিপুর চিড়িয়াখানায়
  3. হিট স্ট্রোক এড়াতে চিড়িয়াখানায় পশুপাখিদের স্নানের বিশেষ ব্যবস্থা, ডায়েটে রসালো ফল

চিড়িখানায় প্রায় কোটি টাকার ব্যাটারিচালিত গাড়ি

কলকাতা, 10 ডিসেম্বর: অন্যান্যদের পাশাপাশি এবার আলিপুর চিড়িয়াখানায় নির্বিঘ্নে ঘুরতে পারবেন বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা ৷ তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা করা হল চিড়িয়াখানায় ৷ বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সুবিধার্থে ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা করলেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় । পাশাপাশি চিড়িয়াখানার জীবজন্তুদের জন্য দুটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে । অ্যাম্বুলেন্স দুটির দাম প্রায় 21 লক্ষ টাকা ৷ আর ব্যাটারিচালিত 10টি গাড়ির প্রতিটির দাম প্রায় 6 লক্ষ টাকা । রবিবার দুপুরে সেই গাড়িগুলির উদ্বোধন করা হয় ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা-সহ বন বিভাগের পদস্থ কর্তারা ।

ফিরহাদ হাকিম নিজের ছোটবেলার কথা স্মরণ করে মালা রায়কে ধন্যবাদ দেন । তিনি বলেন, "ছোটবেলায় বাবার কাঁধে চেপে চিড়িয়াখানা ঘুরেছি । নিজে বাবা হয়েছে মেয়েদের ঘুরিয়েছি । কিন্তু, দাদু হয়ে কাঁধে করে নাতিদের ঘোরাতে পারি না । কষ্ট হয় । অভিভাবক মালা রায় এই গাড়ির ব্যবস্থা করায় ধন্যবাদ ।" রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এ দিন প্রকৃতিকে ভালোবাসার আহ্বান জানানো হয় । স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আর্থিক সহযোগিতায় চিড়িয়াখানার বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনও হয় এদিন ।

অ্যাম্বুলেন্স ও ব্যাটারি চালিত গাড়ি এবং বিভিন্ন পশু-পাখিদের দেখার জন্য একাধিক এনক্লোজার । এছাড়াও এসবিআইয়ের সিএসআরের টাকায় চিতাবাঘের এনক্লোজার বৃদ্ধি করা হয়েছে । অন্যদিকে, আকর্ষণ বাড়িয়ে হরিণ-সহ একাধিক পশু পাখির বাচ্চা হয়েছে চিড়িয়াখানায় । তেমনই সেখানে বাড়ানো হয়েছে জীবজন্তুর চলাফেরা করার এলাকাও । দর্শকদের সুবিধা করে দিতে পরীখা আরও বাড়ানো হচ্ছে । সাদা বাঘের চলাফেরা করার জায়গা আরও বাড়ানো হয়েছে । পাখিদের এনক্লোজারের এলাকা বৃদ্ধি ঘটেছে । দর্শকদের সুবিধা করে দিতে বিভিন্ন খাঁচার বাইরে পরিধি বাড়ানোর পাশাপাশি রেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে ।

চিড়িয়াখানায় আগত দর্শকদের খাওয়ার খাওয়ার পর যাতে কোনওরকম আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে না থাকে, তার জন্য একাধিক ডাস্টবিন বসানো হয়েছে । পরিবেশবান্ধব একাধিক চটের ব্যাগ থেকে শুরু করে নানানরকম সামগ্রিক দোকানও বসানো হয়েছে চিড়িয়াখানার ভিতরে । সামগ্রিকভাবে আলিপুর চিড়িয়াখানার জীবজন্তু এবং আগত দর্শকদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ এমনটাই জানিয়েছেন আলিপুর চিড়িয়াখানার বর্তমান ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত ।

আরও পড়ুন:

  1. আলিপুর চিড়িয়াখানায় নতুন অতিথিরা, পশু-পাখির এলাকা বৃদ্ধি
  2. বিলুপ্তপ্রায় প্রাণীদের বাঁচাতে সচেতনতার নয়া কর্মশালা আলিপুর চিড়িয়াখানায়
  3. হিট স্ট্রোক এড়াতে চিড়িয়াখানায় পশুপাখিদের স্নানের বিশেষ ব্যবস্থা, ডায়েটে রসালো ফল
Last Updated : Dec 10, 2023, 10:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.