ETV Bharat / state

Eden Gardens: কোহলির জন্মদিন ও ভারতের জয়ের সেলিব্রেশনে ইডেনে দেদার শব্দবাজি, প্রাণ গেল কলকাতা পুলিশের ঘোড়ার

ভারতের জয় সেলিব্রেট করতে ইডেনের বাইরে আতশবাজি পোড়ানো হয় । আর তাতেই ভয় পেয়ে ছোটাছুটি শুরু করে মাউন্টেড পুলিশের ঘোড়া । এই ঘটনায় কলকাতা পুলিশের চারটি ঘোড়া এবং দু'জন মাউন্টেড পুলিশ গুরুতরভাবে জখম হন । এরপর গভীর রাতে মৃত্যু হয় একটি ঘোড়ার ।

ইডেনের শব্দবাজিতে প্রাণ গেল কলকাতা পুলিশের ঘোড়ার
Eden Gardens
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 2:07 PM IST

Updated : Nov 6, 2023, 4:40 PM IST

কলকাতা, 6 নভেম্বর: বিরাট কোহলির জন্মদিনে ময়দানে ইডেন গার্ডেন্স চত্বরে কর্মরত অবস্থায় প্রাণ গেল কলকাতা পুলিশের ভয়েস অফ রিজেন্সের । ভারত-দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের খেলায় টিম ইন্ডিয়ার দুর্দান্ত জয় এবং বিরাট কোহলির জন্মদিনে তাঁর শতরানের ফলে উচ্ছ্বসিত দর্শকরা খেলার পর ময়দান চত্বরে দেদার শব্দবাজি ফাটাতে থাকেন । আর সেই শব্দবাজির ফলেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কলকাতা পুলিশের একটি ঘোড়ার, যার নাম ভয়েস অফ রিজেন্স ।

এই ঘটনায় নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "কারা বাজি ফাটাল এবং সেখানে বাজি ফাটানোর আদৌ নিয়ম রয়েছে কি না, সেগুলি খতিয়ে দেখছি । প্রয়োজন অনুযায়ী আইনত ব্যবস্থা নেওয়া হবে ।"

এই ঘোড়াটিকে কয়েক মাস আগে রেসকোর্স থেকে কলকাতা মাউন্টেড পুলিশকে উপহার দেওয়া হয়েছিল । গতকাল ইডেনে যখন ভারত বনাম দক্ষিণ আফ্রিকার খেলা চলছে, সেই সময় ইডেন গার্ডেন্স চত্বরে ভিড় সামলানোর দায়িত্বে ছিল ওই ঘোড়াটি । লালবাজার সূত্রের খবর, ময়দান এবং ইডেন গার্ডেন্সের ছাদ বা ইডেন পার্ক থেকে বাজি ফাটানো হয় । তবে গতকাল হঠাৎ করে ইডেন গার্ডেন্সের পার্কিং এলাকাতেও বেশ কিছু বাজির শেল ফাটানো হয় বলে অভিযোগ ।

সেই শব্দে এবং আগুনের ঝলকানিতে দ্রুতই ভয় পেয়ে যায় ওই ঘোড়াটি । এ দিক ও দিক দৌড়তে থাকে সেটি । ঘোড়ায় বসে থাকা পুলিশ কর্মী রাস্তায় পড়ে যান । এই ঘটনায় কলকাতা পুলিশের চারটি ঘোড়া এবং দু'জন মাউন্টেড পুলিশ গুরুতরভাবে জখম হন । এরপরে সেখান থেকে তড়িঘড়ি ওই ঘোরাটিকে নিয়ে আসা হয় কলকাতা পুলিশের মাউন্টেড ডিভিশনে । ঘটনার পর থেকেই ঘোরাটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে । রাতের ঘোড়াটিকে ওষুধপত্র দিয়ে সুস্থ করে তোলার জন্য আসেন কলকাতা পুলিশের মাউন্টেড সেলের চিকিৎসকরা । এরপর গভীর রাতে মৃত্যু হয় ওই ঘোড়াটির ।

আরও পড়ুন: 'বিরাট' ব্যাটে তাল মেলাল জাদেজার ঘূর্ণি, ইডেনে প্রোটিয়াদের দুরমুশ করে লিগ টপার ভারতই

কলকাতা, 6 নভেম্বর: বিরাট কোহলির জন্মদিনে ময়দানে ইডেন গার্ডেন্স চত্বরে কর্মরত অবস্থায় প্রাণ গেল কলকাতা পুলিশের ভয়েস অফ রিজেন্সের । ভারত-দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের খেলায় টিম ইন্ডিয়ার দুর্দান্ত জয় এবং বিরাট কোহলির জন্মদিনে তাঁর শতরানের ফলে উচ্ছ্বসিত দর্শকরা খেলার পর ময়দান চত্বরে দেদার শব্দবাজি ফাটাতে থাকেন । আর সেই শব্দবাজির ফলেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কলকাতা পুলিশের একটি ঘোড়ার, যার নাম ভয়েস অফ রিজেন্স ।

এই ঘটনায় নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "কারা বাজি ফাটাল এবং সেখানে বাজি ফাটানোর আদৌ নিয়ম রয়েছে কি না, সেগুলি খতিয়ে দেখছি । প্রয়োজন অনুযায়ী আইনত ব্যবস্থা নেওয়া হবে ।"

এই ঘোড়াটিকে কয়েক মাস আগে রেসকোর্স থেকে কলকাতা মাউন্টেড পুলিশকে উপহার দেওয়া হয়েছিল । গতকাল ইডেনে যখন ভারত বনাম দক্ষিণ আফ্রিকার খেলা চলছে, সেই সময় ইডেন গার্ডেন্স চত্বরে ভিড় সামলানোর দায়িত্বে ছিল ওই ঘোড়াটি । লালবাজার সূত্রের খবর, ময়দান এবং ইডেন গার্ডেন্সের ছাদ বা ইডেন পার্ক থেকে বাজি ফাটানো হয় । তবে গতকাল হঠাৎ করে ইডেন গার্ডেন্সের পার্কিং এলাকাতেও বেশ কিছু বাজির শেল ফাটানো হয় বলে অভিযোগ ।

সেই শব্দে এবং আগুনের ঝলকানিতে দ্রুতই ভয় পেয়ে যায় ওই ঘোড়াটি । এ দিক ও দিক দৌড়তে থাকে সেটি । ঘোড়ায় বসে থাকা পুলিশ কর্মী রাস্তায় পড়ে যান । এই ঘটনায় কলকাতা পুলিশের চারটি ঘোড়া এবং দু'জন মাউন্টেড পুলিশ গুরুতরভাবে জখম হন । এরপরে সেখান থেকে তড়িঘড়ি ওই ঘোরাটিকে নিয়ে আসা হয় কলকাতা পুলিশের মাউন্টেড ডিভিশনে । ঘটনার পর থেকেই ঘোরাটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে । রাতের ঘোড়াটিকে ওষুধপত্র দিয়ে সুস্থ করে তোলার জন্য আসেন কলকাতা পুলিশের মাউন্টেড সেলের চিকিৎসকরা । এরপর গভীর রাতে মৃত্যু হয় ওই ঘোড়াটির ।

আরও পড়ুন: 'বিরাট' ব্যাটে তাল মেলাল জাদেজার ঘূর্ণি, ইডেনে প্রোটিয়াদের দুরমুশ করে লিগ টপার ভারতই

Last Updated : Nov 6, 2023, 4:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.