কলকাতা, 12 ফেব্রুয়ারি: বইমেলা (Kolkata Book Fair) উপলক্ষ্যে রেকর্ড সংখ্যক ভিড় শিয়ালদা- সল্টলেক সেক্টর ফাইভ মেট্রোয় ৷ কলকাতা মেট্রো রেলের তথ্য বলছে, 31 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি ইস্ট ওয়েস্ট মেট্রোয় যাত্রা করেছেন প্রায় 5 লক্ষ 49 হাজার 675 জন যাত্রী । শিয়ালদা, করুণাময়ী এবং সল্টলেক সেক্টর ফাইভ এই তিনটি স্টেশনে সবচেয়ে বেশি যাত্রী ভিড় হয়েছে । এই তিনটি স্টেশনে যাত্রীর সংখ্যা ছিল 4 লক্ষ 10 হাজার 971 জন ।
অফিসের দিনে শিয়ালদা মেট্রো স্টেশনে এমনিতেই ভিড় থাকে । তবে মেলার এই কটাদিন শিয়ালদা মেট্রোয় লক্ষণীয় ভাবে ভিড় বেড়েছে । সারাদিন ধরেই এই স্টেশনে চলেছে মানুষের আনাগোনা । 31 জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত যাত্রী সংখ্যা হয়েছে 2 লক্ষ 3 হাজার 10 জন । করুণাময়ী স্টেশনে যাত্রী ছিল 1 লক্ষ 21 হাজার 835 জন এবং সল্টলেকে সেক্টর ফাইভে যাত্রী ছিল 86 হাজার 126 জন ।
উল্লেখ্য, 2020 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয় ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা । তবে তখন ওই অংশের পরিষেবা ছিল শুধু সল্টলেক সেক্টর ফাইভ থেকে স্টেডিয়াম পর্যন্ত । গত বছর ওই অংশের সম্প্রসারণ হয়ে এখন মেট্রো চলাচল করছে শিয়ালদা পর্যন্ত । আর তার ফলেই এই বছর বইমেলার সৌজন্যে এক লাফে ইস্ট ওয়েস্ট মেট্রোয় যাত্রী ভিড় বেড়েছে চোখে পড়ার মতো ।
46তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা চলছে সল্টলেক সেন্ট্রাল পার্কে । করুণাময়ীর সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে নেমে কিছুটা হেঁটে গেলেই মেলা প্রাঙ্গণ । তাই মেলা প্রাঙ্গণে পৌঁছবার ক্ষেত্রে আর কোনও সমস্যা না থাকায় বেশিরভাগ মানুষজনই বইমেলার যাওয়ার জন্য বেছে নিচ্ছেন মেট্রোকেই । মেট্রোর এক আধিকারিক জানান, বইমেলার প্রথমদিন থেকেই ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরে ভিড় লক্ষ করা গিয়েছে । স্বভাবতই বিকেলের দিকে ভিড় বাড়ে। মেলা শেষ হচ্ছে আজ । আর তাই গত দু'দিন ধরে ভিড় হচ্ছে আরও বেশি ।
আরও পড়ুন: ইস্ট ওয়েস্টে বইমেলার জন্য বাড়ছে মেট্রোর সংখ্যা, রবিবারও মিলবে পরিষেবা