কলকাতা, 8 মে : আজ প্রথম প্রশাসক বোর্ডের বৈঠক হল কলকাতা পৌরনিগমে । অতীন ঘোষ ডেপুটি মেয়র পদে এতদিন পর্যন্ত কাজ করেছেন । এবার থেকে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের সদস্য হয়ে কাজ করবেন । আজকের বৈঠকের পর কোরোনা মোকাবিলায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানিয়েছেন তিনি ।
তিনি জানিয়েছেন, "কোরোনা পরিস্থিতিতে সংক্রমিত এলাকাগুলিতে আরও বেশি করে স্যানিটাইজ়েশনের কাজ করা হবে । কাউন্সিলরদের ওয়ার্ড কো-অর্ডিনেটর হিসেবে নিযুক্ত করা হয়েছে । ওয়ার্ড কো-অর্ডিনেটর হিসেবে কাউন্সিলররা আরও বেশি নিজের এলাকার তথ্য সংগ্রহ করবেন । সেই তথ্য নিয়ে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরকে জানাতে হবে । বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর আগামী দিনে সেই তথ্যের উপর ভিত্তি করে কোরোনা সংক্রমণ প্রতিরোধে কাজ করবে ৷ "
তিনি আরও বলেন, "কোরোনা পরিস্থিতি মোকাবিলায় আরও বেশি প্রচারের উপর জোর দেওয়া হবে ৷ সাধারণ মানুষকে ঘরে আটকে রাখতে হবে ৷ প্রয়োজনে মানুষের মনে ভয় তৈরি করতে হবে । মাইকিং, ফোল্ডিং ব্যানার প্রচার বাড়ানোর জন্য আজ বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের মিটিংয়ে চেয়ারম্যান ফিরহাদ হাকিমের কাছে আবেদন করেন তিনি । কলকাতায় কোরোনা আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে । বোরোভিত্তিকভাবে দেখতে গেলে 1 থেকে 9 নম্বর বোরো ও 15 নম্বর বোরোতে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি । কলকাতায় কোরোনা সংক্রমণের 80% ঘটনাও মূলত ওই এলাকাগুলো থেকে এসেছে । "
অতীনবাবু বলেন, "নতুন নিযুক্ত হওয়া বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে এটা একটি বড় চ্যালেঞ্জ । কোরোনা সংক্রমণ প্রতিরোধ করতে আরও বেশি করে কাজ করতে হবে । একদিকে যেমন শহরকে জীবাণুমুক্ত করার কাজ আরও জোরদার করতে হবে । তেমনই মানুষকে সচেতন করতে আরও বেশি প্রচার চালাতে হবে। পাশাপাশি কাউন্সিলররা কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব সামলাবেন । বোরো চেয়ারম্যানরা কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্বভার সামলাবেন । কোরোনা মোকাবেলায় একসঙ্গে রাস্তায় নেবে কাজ করতে হবে ৷ ইতিমধ্যেই কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সোয়াব টেস্ট করা শুরু হয়েছে । আরও বেশি করে বস্তি ও ঘনবসতিপূর্ণ এলাকাগুলিতে এই টেস্ট চালিয়ে যেতে হবে ৷ "