কলকাতা, 1 জুন : দুয়ারে বর্ষা কড়া নাড়ছে । সময়ের আগে সে বঙ্গে প্রবেশ করছে । আলিপুর আবহাওয়া দফতরের এই পূর্বাভাসে জনজীবনে চাতক দশা দূর হওয়ার সম্ভাবনা (Monsoon is Entering West Bengal Ahead of Time)। সাধারণ চোখে মনে করা হচ্ছে চলতি বছরে মার্চ থেকে মে পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম । কিন্তু হাওয়া অফিসের পরিসংখ্যানে বৃষ্টি বেশি হয়েছে ৷
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা ডঃ গণেশ চন্দ্র দাস বলছেন, "দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে চলতি বছরে সারাদেশেই স্বাভাবিক বর্ষার সম্ভাবনা । পূর্বভারত-সহ গোটা উত্তরপূর্ব ভারতে জুন মাসে বৃষ্টির পরিমাণ কম হওয়ার পূর্বাভাস রয়েছে । পরিসংখ্যান দেখলে বলতেই হবে 1 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত দুই বঙ্গ মিলিয়ে দুই শতাংশ বেশি বৃষ্টি হয়েছে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ 20 শতাংশ কম ছিল । উত্তরবঙ্গে 35 শতাংশ বেশি বৃষ্টি হয়েছে । শুধু মে মাসে সমগ্র বাংলায় 28 শতাংশ বেশি বৃষ্টি হয়েছে । শুধু দক্ষিণবঙ্গে 34 শতাংশ বেশি বৃষ্টি হয়েছে । উত্তরবঙ্গে 23 শতাংশ বেশি বৃষ্টি হয়েছে । শুধু কলকাতায় মে মাসে বৃষ্টির পরিমাণ 94 শতাংশ বেশি হয়েছে । যা আগের তুলনায় দ্বিগুণ । মার্চ থেকে মে মাস পর্যন্ত শুধুমাত্র কলকাতায় 12 শতাংশ বেশি বৃষ্টি হয়েছে ।"
আরও পড়ুন : ব্যবসায়ীদের লেনদেনের বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ রাশিফলে
বৃষ্টি দুয়ারে কড়া নাড়লেও গরম থাকবে । আপেক্ষিক আর্দ্রতা বেশি হওয়ার কারণেই গরম বেশি অনুভুত হবে বলে হাওয়া অফিস জানিয়েছে । মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রার পারদ 35.2 ডিগ্রি ছিল ৷ যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি । বুধবার আকাশ আংশিক মেঘলা । বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।