ETV Bharat / state

কেরালায় আসছে বর্ষা, বাংলায় বৃষ্টির পূর্বাভাস - weather

আগামী ২৪ ঘণ্টায় দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূ্র্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস ।

প্রতীকী ছবি
author img

By

Published : Jun 7, 2019, 10:11 PM IST

কলকাতা, 7 জুন : আগামী 24 ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস । দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে ।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় কলকাতায় আকাশ মেঘলা থাকবে । উপকূলীয় জেলাগুলোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । পাশাপাশি, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । ওড়িশা সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের ওপরে অবস্থান রয়েছে ।

আগামিকাল ও পরশু (9 জুন) কেরালায় প্রবেশ করতে চলেছে বর্ষা । বাংলায় বর্ষার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে । আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস । আগামী 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ।

কলকাতা, 7 জুন : আগামী 24 ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস । দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে ।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় কলকাতায় আকাশ মেঘলা থাকবে । উপকূলীয় জেলাগুলোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । পাশাপাশি, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । ওড়িশা সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের ওপরে অবস্থান রয়েছে ।

আগামিকাল ও পরশু (9 জুন) কেরালায় প্রবেশ করতে চলেছে বর্ষা । বাংলায় বর্ষার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে । আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস । আগামী 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.