ETV Bharat / state

বুদ্ধ পূর্ণিমায় রক্তদান, ভিক্ষা করে চিকিৎসকদের 100টি PPE দিলেন সন্ন্যাসীরা - monks gave 100 PPEs to doctors by begging

আজ বুদ্ধ পূর্ণিমার দিন বাঙুর হাসপাতালে চিকিৎসক ও নার্সদের জন্য 100টি PPE দিলেন এই বৌদ্ধ সন্ন্যাসী ভিক্ষুকরা ।

বুদ্ধ পূর্ণিমা
বুদ্ধ পূর্ণিমা
author img

By

Published : May 7, 2020, 9:44 PM IST

কলকাতা, 7 মে : কোরোনার সংক্রমণ প্রতিরোধ করতে এগিয়ে এলেন বৌদ্ধ ভিক্ষুক সন্ন্যাসীরা । অহিংসা ও শান্তির প্রতীক বুদ্ধদেবের বাণী অনুসরণ করেই বিশ্বের শান্তি কামনা করলেন তাঁরা । আজ বুদ্ধ পূর্ণিমার দিন বাঙুর হাসপাতালে চিকিৎসক ও নার্সদের জন্য 100টি PPE দিলেন এই বৌদ্ধ সন্ন্যাসী ভিক্ষুকরা ।

শাস্ত্রের ভাষায় ভিক্ষা মানে মাধুরীকরী । ভিক্ষা করেই বৌদ্ধ মঠের সন্ন্যাসীদের জীবন চলে । কিন্তু নিজেদের জীবন বিপন্ন করে যারা অন্যর জীবন বাঁচানোর মহৎ সেবায় নিয়োজিত হয়েছেন তাঁদের জন্য এবার ভিক্ষা করে অর্থ সংগ্রহ করলেন এই শহরের কয়েকজন বৌদ্ধ ভিক্ষুক সন্ন্যাসী । বুদ্ধ পূর্ণিমার মতো দিনে গৌতম বুদ্ধের সেবা ধর্মকে আর একবার মনে করিয়ে দিলেন তাঁরা ।

বৌদ্ধ ভিক্ষুক সন্ন্যাসীরা ভিক্ষা করে অর্থ জোগাড় করে তা দিয়েই 100টি PPE কিনে তুলে দিলেন হাসপাতালে চিকিৎসকদের হাতে । যাতে কোরোনার সঙ্গে সরাসরি মোকাবিলায় তাঁদের সাহায্য হয় । পাশাপাশি রক্তদানও করলেন তাঁরা । এই বিশেষ দিনকে উপলক্ষ করে টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারের পক্ষ থেকে এবছর নিজেদের বাড়িতেই বুদ্ধ পূর্ণিমার বন্দনা করতে জানানো হয়েছিল । এদিন মঠের ভিক্ষুক এবং ভক্তরা সামাজিক দূরত্ব বজায় রেখে পঞ্চশীল বুদ্ধ পুজো করেন । কোরোনার সংক্রমণ থেকে গোটা বিশ্বকে মুক্তি দিতে প্রার্থনা করেন বৌদ্ধ ভিক্ষুক সন্ন্যাসীরা ।

শুধু তাই নয়, বুদ্ধ ভারতী বিহার কমিটির পক্ষ থেকে আজ বুদ্ধপূর্ণিমা দিন সকালে গরিব মানুষদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয় । ভিক্ষা করে যেসব বৌদ্ধ সন্ন্যাসীরা নিজেদের জীবন যাপন করেন । তাঁরাই ভিক্ষা করে অর্থ সংগ্রহ করে গরিব মানুষের মধ্যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, মাছ, স্যানিটাইজ়ার বিলি করলেন । অরুণ জ্যোতি ভিক্ষুক বলেন, "এই লকডাউনের মধ্যেই সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে টাকা জোগাড় করেছি । আজ এই কঠিন সময়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে সাধ্যমত দাঁড়িয়েছি । আজকের এই বিশেষ দিনে বুদ্ধদেবের কাছে প্রার্থনা জানিয়েছি গোটা বিশ্বকে এই মারণ রোগের হাত থেকে রক্ষা করতে ।"

কলকাতা, 7 মে : কোরোনার সংক্রমণ প্রতিরোধ করতে এগিয়ে এলেন বৌদ্ধ ভিক্ষুক সন্ন্যাসীরা । অহিংসা ও শান্তির প্রতীক বুদ্ধদেবের বাণী অনুসরণ করেই বিশ্বের শান্তি কামনা করলেন তাঁরা । আজ বুদ্ধ পূর্ণিমার দিন বাঙুর হাসপাতালে চিকিৎসক ও নার্সদের জন্য 100টি PPE দিলেন এই বৌদ্ধ সন্ন্যাসী ভিক্ষুকরা ।

শাস্ত্রের ভাষায় ভিক্ষা মানে মাধুরীকরী । ভিক্ষা করেই বৌদ্ধ মঠের সন্ন্যাসীদের জীবন চলে । কিন্তু নিজেদের জীবন বিপন্ন করে যারা অন্যর জীবন বাঁচানোর মহৎ সেবায় নিয়োজিত হয়েছেন তাঁদের জন্য এবার ভিক্ষা করে অর্থ সংগ্রহ করলেন এই শহরের কয়েকজন বৌদ্ধ ভিক্ষুক সন্ন্যাসী । বুদ্ধ পূর্ণিমার মতো দিনে গৌতম বুদ্ধের সেবা ধর্মকে আর একবার মনে করিয়ে দিলেন তাঁরা ।

বৌদ্ধ ভিক্ষুক সন্ন্যাসীরা ভিক্ষা করে অর্থ জোগাড় করে তা দিয়েই 100টি PPE কিনে তুলে দিলেন হাসপাতালে চিকিৎসকদের হাতে । যাতে কোরোনার সঙ্গে সরাসরি মোকাবিলায় তাঁদের সাহায্য হয় । পাশাপাশি রক্তদানও করলেন তাঁরা । এই বিশেষ দিনকে উপলক্ষ করে টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারের পক্ষ থেকে এবছর নিজেদের বাড়িতেই বুদ্ধ পূর্ণিমার বন্দনা করতে জানানো হয়েছিল । এদিন মঠের ভিক্ষুক এবং ভক্তরা সামাজিক দূরত্ব বজায় রেখে পঞ্চশীল বুদ্ধ পুজো করেন । কোরোনার সংক্রমণ থেকে গোটা বিশ্বকে মুক্তি দিতে প্রার্থনা করেন বৌদ্ধ ভিক্ষুক সন্ন্যাসীরা ।

শুধু তাই নয়, বুদ্ধ ভারতী বিহার কমিটির পক্ষ থেকে আজ বুদ্ধপূর্ণিমা দিন সকালে গরিব মানুষদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয় । ভিক্ষা করে যেসব বৌদ্ধ সন্ন্যাসীরা নিজেদের জীবন যাপন করেন । তাঁরাই ভিক্ষা করে অর্থ সংগ্রহ করে গরিব মানুষের মধ্যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, মাছ, স্যানিটাইজ়ার বিলি করলেন । অরুণ জ্যোতি ভিক্ষুক বলেন, "এই লকডাউনের মধ্যেই সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে টাকা জোগাড় করেছি । আজ এই কঠিন সময়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে সাধ্যমত দাঁড়িয়েছি । আজকের এই বিশেষ দিনে বুদ্ধদেবের কাছে প্রার্থনা জানিয়েছি গোটা বিশ্বকে এই মারণ রোগের হাত থেকে রক্ষা করতে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.