ETV Bharat / state

Moloy Ghatak: সিবিআই তল্লাশিতে তাঁর বাড়ি থেকে মিলল 14 হাজার টাকা, সাংবাদিক বৈঠকে দাবি মন্ত্রী মলয় ঘটকের

প্রায় সাত ঘণ্টা সিবিআই তল্লাশি শেষে সাংবাদিক বৈঠক করে নিজের বাড়ি ও টাকার হিসেবের খতিয়ান দিলেন আইনমন্ত্রী মলয় ঘটক(Moloy Ghatak)৷ 14 হাজার টাকা ছাড়া আর কিছুই পায়নি সিবিআই, হাসতে হাসতে এমনটাই বললেন মন্ত্রী ৷ আর কী বললেন তিনি ?

ETV Bharat
সাংবাদিক বৈঠকে আইনমন্ত্রী মলয় ঘটক
author img

By

Published : Sep 7, 2022, 10:54 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর: বুধবার সাত সকালে মন্ত্রী মলয় ঘটকের কলকাতার বাসভবনে হানা দেয় সিবিআই । যা নিয়ে এদিন সকাল থেকেই সংবাদ শিরোনামে চলে আসেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak reaction after CBI raid )৷ সাধারণ মানুষ থেকে দল, সবার মনেই দোলাচল ছিল তবে কী এবার মলয় ঘটক ? সকাল থেকে বেলা 3টে পর্যন্ত তল্লাশি চালানোর শেষে মন্ত্রীর হাসিমুখে সাংবাদিক বৈঠকই অনেকটা স্বস্তি দিল দল ও আমজনতাকে ৷ সংবাদমাধ্যমের সামনে নিজে খতিয়ান দিলেন তাঁর ক'টা বাড়ি আছে, সিবিআই কোথায় কোথায় তল্লাশি করেছে এবং কী কী পেয়েছে এই সমস্ত বিষয় (Moloy Ghatak at a Press Conference) ৷

6টি বাড়ি ও টাকা উদ্ধার প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে মন্ত্রী মলয় ঘটকের বক্তব্য, "আমি যেখানে বসে সাংবাদিক বৈঠক করছি সেটা আমার সরকারি কোয়ার্টার । আসানসোলে ভাই যেখানে থাকে সেটা 100 বছরের পুরনো পৈতৃক বাড়ি । কাকা, পিসি, দাদা ও ভাইরা সকলেই সেই বাড়ির অংশীদার । লেক গার্ডেন্সে ছেলের বাড়ি যেটা কেনা আছে সেটার 88 লক্ষ টাকা ব্যাঙ্ক লোন রয়েছে । এর মধ্যে আসানসোলের বাড়িতে কিছু বাজেয়াপ্ত হয়নি । এখানে এসবিআই অ্যাকাউন্টে টাকা জমিয়ে রেখেছি গত এক বছরে রিটার্ন জমা দেব বলে । ওটাই তুলে রেখেছিলাম । সেটা নিয়ে গিয়েছে । আমার কাছে 14 হাজার নগদ গোনার পর বললেন এটা আমরা বাজেয়াপ্ত করছি না । আমার তিনটে ফোনই ওরা চেয়েছিল সেগুলো দিয়ে দিয়েছি । সেটগুলো নিয়ে গিয়ে সিমগুলো দিয়ে গিয়েছে ।"

আরও পড়ুন : মন্ত্রী মলয়ের কলকাতার আবাসনে সিবিআই, সকাল থেকে চলছে তল্লাশি

কয়লাপাচার কেলেঙ্কারিতে জড়িত থাকার প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্য, "আসানসোলে বিজেপি ছাড়া আর একটা লোকও যদি বলে আমি কয়লাপাচারের সঙ্গে যুক্ত, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব । আমি সিবিআইকে বলেছিলাম আজ প্রশাসনিক বৈঠক আছে দুপুর একটার আগে তল্লাশি শেষ করতে পারলে ভালো হয় ৷ আমি বৈঠকে যোগ দিতে পারব ৷ কিন্তু ওনাদের তিনটে বেজে গেল তল্লাশি করতে । স্বাভাবিকভাবেই বৈঠকে যাওয়া হল না । সম্মানের সঙ্গে দল করি ৷ দলও আমায় বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে ৷"

সিবিআই তল্লাশির শেষে সাংবাদিক বৈঠকে যা বললেন আইনমন্ত্রী মলয় ঘটক

একাধিকবার ইডি-র হাজিরা এড়ানোর প্রশ্নের জবাবে মন্ত্রীর উত্তর, "আমাকে ডাকা হয়েছে আসানসোল পৌরভোটের চারদিন আগে । তারপর ডাকা হয়েছে আসানসোল উপ-নির্বাচনের আগে । ওরা জানে যে আমি এলাকার ভোট ছেড়ে যেতে পারব না । আমি প্রতিবারই চিঠি দিয়ে হাজিরা দিতে না-পারার কারণ জানিয়ে দিয়েছিলাম ৷ এটাও বলেছিলাম ভোটের ফলের পর যে কোনওদিন ডাকুন আমি নিশ্চয়ই যাব ।"

আরও পড়ুন : সার্চ ওয়ারেন্ট না দেখিয়েই তল্লাশি ! অভিযোগ মলয় ঘটকের ভাইয়ের

কলকাতা, 7 সেপ্টেম্বর: বুধবার সাত সকালে মন্ত্রী মলয় ঘটকের কলকাতার বাসভবনে হানা দেয় সিবিআই । যা নিয়ে এদিন সকাল থেকেই সংবাদ শিরোনামে চলে আসেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak reaction after CBI raid )৷ সাধারণ মানুষ থেকে দল, সবার মনেই দোলাচল ছিল তবে কী এবার মলয় ঘটক ? সকাল থেকে বেলা 3টে পর্যন্ত তল্লাশি চালানোর শেষে মন্ত্রীর হাসিমুখে সাংবাদিক বৈঠকই অনেকটা স্বস্তি দিল দল ও আমজনতাকে ৷ সংবাদমাধ্যমের সামনে নিজে খতিয়ান দিলেন তাঁর ক'টা বাড়ি আছে, সিবিআই কোথায় কোথায় তল্লাশি করেছে এবং কী কী পেয়েছে এই সমস্ত বিষয় (Moloy Ghatak at a Press Conference) ৷

6টি বাড়ি ও টাকা উদ্ধার প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে মন্ত্রী মলয় ঘটকের বক্তব্য, "আমি যেখানে বসে সাংবাদিক বৈঠক করছি সেটা আমার সরকারি কোয়ার্টার । আসানসোলে ভাই যেখানে থাকে সেটা 100 বছরের পুরনো পৈতৃক বাড়ি । কাকা, পিসি, দাদা ও ভাইরা সকলেই সেই বাড়ির অংশীদার । লেক গার্ডেন্সে ছেলের বাড়ি যেটা কেনা আছে সেটার 88 লক্ষ টাকা ব্যাঙ্ক লোন রয়েছে । এর মধ্যে আসানসোলের বাড়িতে কিছু বাজেয়াপ্ত হয়নি । এখানে এসবিআই অ্যাকাউন্টে টাকা জমিয়ে রেখেছি গত এক বছরে রিটার্ন জমা দেব বলে । ওটাই তুলে রেখেছিলাম । সেটা নিয়ে গিয়েছে । আমার কাছে 14 হাজার নগদ গোনার পর বললেন এটা আমরা বাজেয়াপ্ত করছি না । আমার তিনটে ফোনই ওরা চেয়েছিল সেগুলো দিয়ে দিয়েছি । সেটগুলো নিয়ে গিয়ে সিমগুলো দিয়ে গিয়েছে ।"

আরও পড়ুন : মন্ত্রী মলয়ের কলকাতার আবাসনে সিবিআই, সকাল থেকে চলছে তল্লাশি

কয়লাপাচার কেলেঙ্কারিতে জড়িত থাকার প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্য, "আসানসোলে বিজেপি ছাড়া আর একটা লোকও যদি বলে আমি কয়লাপাচারের সঙ্গে যুক্ত, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব । আমি সিবিআইকে বলেছিলাম আজ প্রশাসনিক বৈঠক আছে দুপুর একটার আগে তল্লাশি শেষ করতে পারলে ভালো হয় ৷ আমি বৈঠকে যোগ দিতে পারব ৷ কিন্তু ওনাদের তিনটে বেজে গেল তল্লাশি করতে । স্বাভাবিকভাবেই বৈঠকে যাওয়া হল না । সম্মানের সঙ্গে দল করি ৷ দলও আমায় বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে ৷"

সিবিআই তল্লাশির শেষে সাংবাদিক বৈঠকে যা বললেন আইনমন্ত্রী মলয় ঘটক

একাধিকবার ইডি-র হাজিরা এড়ানোর প্রশ্নের জবাবে মন্ত্রীর উত্তর, "আমাকে ডাকা হয়েছে আসানসোল পৌরভোটের চারদিন আগে । তারপর ডাকা হয়েছে আসানসোল উপ-নির্বাচনের আগে । ওরা জানে যে আমি এলাকার ভোট ছেড়ে যেতে পারব না । আমি প্রতিবারই চিঠি দিয়ে হাজিরা দিতে না-পারার কারণ জানিয়ে দিয়েছিলাম ৷ এটাও বলেছিলাম ভোটের ফলের পর যে কোনওদিন ডাকুন আমি নিশ্চয়ই যাব ।"

আরও পড়ুন : সার্চ ওয়ারেন্ট না দেখিয়েই তল্লাশি ! অভিযোগ মলয় ঘটকের ভাইয়ের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.