কলকাতা, 23 নভেম্বর : চ্যাম্পিয়নরা ডার্বিতে ফিরবে চ্যাম্পিয়নের মত । 27 নভেম্বরের ISL-র প্রথম ডার্বির আগে এভাবেই সাজঘরের বার্তা দিলেন ATK-মোহনবাগান ব্রিগেড । প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়ার পরে কোচ আন্তেনিও লোপেজ় হাবাস খুশি হলেও খেলার উন্নতির প্রয়োজনের কথাও বলেছিলেন । ইতিমধ্যে সবুজ মেরুন ব্রিগেড ডার্বির প্র্যাকটিস শুরু করেছে । মাঝের কয়েকদিনে নিজেদের খামতি দূর করতে ব্যস্ত । প্রথম ম্যাচে জয় পুরো দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে । এবার তাদের লক্ষ্য মিশন ডার্বি ।
হাবাসের সংসারে ছয়জন বাঙালি ফুটবলার । তাঁরা জানেন ডার্বির গুরুত্ব এবং মর্যাদা । ATK-মোহনবাগানের ছয় বাঙালি ফুটবলার পরিসংখ্যানের দিক থেকে ডার্বিতে অপরাজিত । ISL-এ প্রথম ডার্বি খেলার আগে প্রীতম কোটাল বলেছেন,"কেরালার বিরুদ্ধে ম্যাচ জেতার পর মানসিকভাবে ডার্বিতে এগিয়ে থেকে মাঠে নামব । চ্যাম্পিয়ন আমরা, চ্যাম্পিয়নের মতই খেলব আমরা । বাঙালি ছেলেদের মধ্যে ডার্বি জয়ের জন্য বাড়তি খিদে থাকে । ছোটবেলা থেকে আমরা ডার্বি দেখে বড় হয়েছি । তাই আমাদের মধ্যে বাড়তি আবেগ কাজ করে।"
13টি ডার্বি খেলার অভিজ্ঞতাসম্পন্ন প্রীতম কোটালের সুর দলের বাকি বাঙালি ফুটবলারের মধ্যে । হাবাসের পাঁচ অধিনায়কের অন্যতম প্রীতম কোটাল । মোহনবাগানে পাঁচ বছর খেললেও নেতৃত্বের ব্যাটন হাতে পাননি । এবার সেই আক্ষেপ মিটেছে । যা নিয়ে আবেগতাড়িত তিনি । প্রতিপক্ষ SC ইস্টবেঙ্গল এবছর ডার্বির আগে অজানা প্রতিপক্ষ । ফলে তাঁদের নিয়ে নানান কথা বলছেন বিশেষজ্ঞরা । প্রীতম বলছেন লাল হলুদের ভারতীয় ফুটবলারদের তাঁর চেনা । বিদেশিদের ব্যাপারে তাঁরা খোজ চালাচ্ছেন ।
ATK-মোহনবাগানের আরেক অধিনায়ক অরিন্দম ভট্টাচার্য । তাঁর কাছেও এবারের ডার্বির গুরুত্ব আলাদা । মাত্র একটি ডার্বি খেলার অভিজ্ঞতা রয়েছে ।তবে সেই ডার্বি সম্পূর্ণ হয়নি।পরবর্তী সময়ে গোয়ার ক্লাবে চলে গিয়েছিলেন তিনি। "ডার্বি মানেই বাড়তি তাগিদ চলে আসে । এই ম্যাচ আবেগের ম্যাচ । তাই জিততেই হবে,"বলছিলেন সবুজ মেরুন গোলের প্রহরী । সোসাইরাজ চোট পেয়ে বাইরে যাওয়ায় কেরালার বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েছিলেন শুভাশিস বসু । ডার্বির অভিজ্ঞতা তাঁর রয়েছে । তার মতে,"প্রথম ম্যাচ জিতলে মানসিক জোর বাড়ে । তাই ডার্বিতে এগিয়ে থেকে মাঠে নামব ।" প্রবীর দাস প্রনয় হালদার একাধিক ডার্বি খেলার অভিজ্ঞতায় অভিজ্ঞ । তাই ফোকাস ঠিক রেখে তিন পয়েন্ট পাওয়ার কথা তাদের মুখে ।