ETV Bharat / state

Mohun Bagan: ফেক নিউজে বিরক্ত মোহনবাগান, কী বলছেন ক্লাব সচিব ?

শনিবার সোশাল মিডিয়ায় উড়ো খবর ছড়ায় মোহনবাগান ক্লাবকে নিয়ে ৷ ক্লাব কর্তৃপক্ষের দাবি, এই খবর ভিত্তিহীন ৷

ETV Bharat
মোহন বাগান
author img

By

Published : May 27, 2023, 11:06 PM IST

কলকাতা, 27 মে: উড়ো খবরে জেরবার মোহনবাগান সুপার জায়ান্টস । শনিবার সারাদিন ধরে ফোন ধরতে ধরতে ক্লান্ত মোহনবাগান ক্লাবের কর্তারা । একই অবস্থা লগ্নিকারী সংস্থার কর্তাদেরও । মিডিয়া অফিসারও জেরবার । তারা প্রত্যেকেই জানিয়েছেন, গত দু'দিন ধরে মোহনবাগানকে নিয়ে যে সমস্ত খবর প্রকাশিত হচ্ছে তা ভিত্তিহীন । এক কথায়, কোনও সারবত্তা নেই ।

ভারতে খেলতে আসতে চায় উরুগুয়ের ক্লাব, শনিবার এই মর্মে একটি টুইট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে । টুইটটি ভারতের ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগানকে ঘিরে । যেখানে বলা হয়েছে, উরুগুয়ের অ্যালবিওন ফুটবল ক্লাব ভারতে এসে মোহনবাগান সুপার জায়ান্টসের সঙ্গে খেলতে চায় । ফ্রান্সিসকলি সুয়ারেজ-কাভানিদের দেশের ক্লাবের এই ইচ্ছে প্রকাশে স্বাভাবিকভাবেই সবুজ সমর্থকরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন । কারণ, মোহনবাগানের মতোই ক্লাব অফ পায়োনিয়ার্সের সদস্য অ্যালবিওন ফুটবল ক্লাব ।

টুইটারে এই ব্যাপারে পোস্ট করেন অ্যালবিয়ান ক্লাবের সচিব জুয়ান আলভারেজ । তিনি টুইটে লিখেছেন,"আমরা ভারতের বন্ধুদের সঙ্গে দেখা করতে চাই । দারুণ হবে মেরিনার্সদের সঙ্গে পায়োনিয়ারদের লড়াই ।" এই পোস্টে তিনি ট্যাগ করেছেন মোহনবাগান ক্লাব ও এটিকে মোহনবাগানকেও । উরুগুয়ের দ্বিতীয় ডিভিশনের লিগে খেলা এই দলটি বিশেষভাবে যুক্ত মোহনবাগানের সঙ্গে । বিশ্বের সবথেকে প্রাচীনতম ক্লাব শেফিল্ড এফসি-র তৈরি করা ক্লাব অফ পায়নিয়র্সের সদস্য এই দুই ক্লাবই । 1891 সালে তৈরি হয়েছে অ্যালবিওন এফসি ।

এই টুইট ভাইরাল হওয়ার পর থেকেই দারুণ উৎসাহ দেখা যায় মোহনবাগান সমর্থকদের মধ্যে । জুয়ান আলভারেজকে ধন্যবাদ জানাতেও দেখা যায় তাঁদের । এখানেই না থেমে তাঁরা মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্তকে ফোন করতে থাকেন । ক্লাবের ফোনও বাজতে থাকে সারাক্ষণ । বিষয়টি শেষ পর্যন্ত বিরক্তিকর পর্যায়ে চলে যায় । ফলে ক্লাব সচিব দেবাশিস দত্ত বাধ্য হয়ে বলেন, “কেউ টুইট করলেই প্রতিক্রিয়া দিতে হবে নাকি । কোনও প্রস্তাব আসেনি । কেউ যদি ইচ্ছে প্রকাশ করে টুইট করে থাকে তাহলে তার কি কোনও ভিত্তি থাকে ! আমিও তো কত কিছু দেখে টুইট করতে পারি । তাই বলে তার সারবত্তা কতটা । ক্লাবের কাছে কোনও প্রস্তাব আসেনি । শুক্রবারও রটেছিল বার্সেলোনার সঙ্গে চুক্তির বিষয়টি । কোনও ভিত্তি নেই । ফেক নিউজ । এটাও তাই । তাই কোনও প্রতিক্রিয়া নেই ।”

আরও পড়ুন: মার্টিনেজের হাত ধরে মারাদোনা গেটের উদ্বোধন, ডিবুর প্রতীক্ষায় বাগান

উল্লেখ্য, আইএসএল জেতার পর এএফসি কাপে ভালো খেলাকে পাখির চোখ করেছে মোহনবাগান সুপার জায়ান্টস । সেই লক্ষ্যে 1 জুন থেকে প্রস্তুতি শুরু করে দেবে জুয়ান ফেরান্দোর দল । এরপর রয়েছে কলকাতা লিগ ও ডুরান্ড কাপ । যদিও এই দুই টুর্নামেন্টে সিনিয়র দল খেলবে না । তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন ক্লাব সচিব দেবাশিস দত্ত । তার মধ্যে এই ফেক নিউজের উৎপাত দু'দিন ধরে । বিভ্রান্ত বিরক্ত বাগান ।

কলকাতা, 27 মে: উড়ো খবরে জেরবার মোহনবাগান সুপার জায়ান্টস । শনিবার সারাদিন ধরে ফোন ধরতে ধরতে ক্লান্ত মোহনবাগান ক্লাবের কর্তারা । একই অবস্থা লগ্নিকারী সংস্থার কর্তাদেরও । মিডিয়া অফিসারও জেরবার । তারা প্রত্যেকেই জানিয়েছেন, গত দু'দিন ধরে মোহনবাগানকে নিয়ে যে সমস্ত খবর প্রকাশিত হচ্ছে তা ভিত্তিহীন । এক কথায়, কোনও সারবত্তা নেই ।

ভারতে খেলতে আসতে চায় উরুগুয়ের ক্লাব, শনিবার এই মর্মে একটি টুইট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে । টুইটটি ভারতের ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগানকে ঘিরে । যেখানে বলা হয়েছে, উরুগুয়ের অ্যালবিওন ফুটবল ক্লাব ভারতে এসে মোহনবাগান সুপার জায়ান্টসের সঙ্গে খেলতে চায় । ফ্রান্সিসকলি সুয়ারেজ-কাভানিদের দেশের ক্লাবের এই ইচ্ছে প্রকাশে স্বাভাবিকভাবেই সবুজ সমর্থকরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন । কারণ, মোহনবাগানের মতোই ক্লাব অফ পায়োনিয়ার্সের সদস্য অ্যালবিওন ফুটবল ক্লাব ।

টুইটারে এই ব্যাপারে পোস্ট করেন অ্যালবিয়ান ক্লাবের সচিব জুয়ান আলভারেজ । তিনি টুইটে লিখেছেন,"আমরা ভারতের বন্ধুদের সঙ্গে দেখা করতে চাই । দারুণ হবে মেরিনার্সদের সঙ্গে পায়োনিয়ারদের লড়াই ।" এই পোস্টে তিনি ট্যাগ করেছেন মোহনবাগান ক্লাব ও এটিকে মোহনবাগানকেও । উরুগুয়ের দ্বিতীয় ডিভিশনের লিগে খেলা এই দলটি বিশেষভাবে যুক্ত মোহনবাগানের সঙ্গে । বিশ্বের সবথেকে প্রাচীনতম ক্লাব শেফিল্ড এফসি-র তৈরি করা ক্লাব অফ পায়নিয়র্সের সদস্য এই দুই ক্লাবই । 1891 সালে তৈরি হয়েছে অ্যালবিওন এফসি ।

এই টুইট ভাইরাল হওয়ার পর থেকেই দারুণ উৎসাহ দেখা যায় মোহনবাগান সমর্থকদের মধ্যে । জুয়ান আলভারেজকে ধন্যবাদ জানাতেও দেখা যায় তাঁদের । এখানেই না থেমে তাঁরা মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্তকে ফোন করতে থাকেন । ক্লাবের ফোনও বাজতে থাকে সারাক্ষণ । বিষয়টি শেষ পর্যন্ত বিরক্তিকর পর্যায়ে চলে যায় । ফলে ক্লাব সচিব দেবাশিস দত্ত বাধ্য হয়ে বলেন, “কেউ টুইট করলেই প্রতিক্রিয়া দিতে হবে নাকি । কোনও প্রস্তাব আসেনি । কেউ যদি ইচ্ছে প্রকাশ করে টুইট করে থাকে তাহলে তার কি কোনও ভিত্তি থাকে ! আমিও তো কত কিছু দেখে টুইট করতে পারি । তাই বলে তার সারবত্তা কতটা । ক্লাবের কাছে কোনও প্রস্তাব আসেনি । শুক্রবারও রটেছিল বার্সেলোনার সঙ্গে চুক্তির বিষয়টি । কোনও ভিত্তি নেই । ফেক নিউজ । এটাও তাই । তাই কোনও প্রতিক্রিয়া নেই ।”

আরও পড়ুন: মার্টিনেজের হাত ধরে মারাদোনা গেটের উদ্বোধন, ডিবুর প্রতীক্ষায় বাগান

উল্লেখ্য, আইএসএল জেতার পর এএফসি কাপে ভালো খেলাকে পাখির চোখ করেছে মোহনবাগান সুপার জায়ান্টস । সেই লক্ষ্যে 1 জুন থেকে প্রস্তুতি শুরু করে দেবে জুয়ান ফেরান্দোর দল । এরপর রয়েছে কলকাতা লিগ ও ডুরান্ড কাপ । যদিও এই দুই টুর্নামেন্টে সিনিয়র দল খেলবে না । তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন ক্লাব সচিব দেবাশিস দত্ত । তার মধ্যে এই ফেক নিউজের উৎপাত দু'দিন ধরে । বিভ্রান্ত বিরক্ত বাগান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.