ETV Bharat / state

শেষ ম্যাচ জিতে প্রথম তিনে থাকা নিশ্চিত করল মোহনবাগান - Mohunbagan beat kalighat

রংবদলের কলকাতা লিগে নাটক অব্যাহত । ইস্টবেঙ্গল বনাম কাস্টমস ম্যাচ বানভাসি । তবে মোহনবাগান বনাম কালীঘাট ম্যাচ নির্বিঘ্নেই শেষ হল ৷ তিন গোলে জয়ের পরে মোহনবাগানের সমর্থকরা মাঠে ঢুকে আনন্দে মাতল ।

মোহনবাগান
author img

By

Published : Sep 29, 2019, 9:05 PM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর : লিগের শেষ ম্যাচ কলকাতা লিগের ক্রীড়াসূচি নিয়ে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থাকে একহাত নিলেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা । কলকাতা লিগের শেষ ম্যাচে প্রতিপক্ষ কালীঘাট মিলন সংঘকে 3-0 গোলে পরাজিত করল সবুজ মেরুন ব্রিগেড । গোলদাতা সালভো চামারো, শেখ ফৈয়াজ, ফ্রান মোরান্তে । 11 ম্যাচে 22 পয়েন্টে শেষ করল মোহনবাগান। ফলে লিগের প্রথম তিনে থাকা নিশ্চিত সবুজ-মেরুন শিবিরের ৷

রংবদলের কলকাতা লিগে নাটক শেষদিনেও অব্যাহত । ইস্টবেঙ্গল বনাম কাস্টমস ম্যাচ বানভাসি । তবে মোহনবাগান বনাম কালীঘাট ম্যাচ নির্বিঘ্নেই শেষ হল ৷ তিন গোলে জয়ের পরে মোহনবাগানের সমর্থকরা মাঠে ঢুকে আনন্দে মাতল ।

মোহনবাগান কোচ কিবু ভিকুনা ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে পিয়ারলেসকে চ্যাম্পিয়ন হওয়ার জন্যে অভিনন্দন জানালেন । তবে ইস্টবেঙ্গলের ম্যাচ বানভাসি হওয়ার খবর পেতেই ক্রীড়াসূচির সমালোচনা করলেন সবুজ মেরুন কোচ । তাঁর মতে, এই অবস্থায় তিন দলের ম্যাচ এক সময়ে দেওয়া উচিত ছিল । একই সঙ্গে তিনি বলেন, এত বছরের অভিজ্ঞতায় কোনওদিন লিগের সূচি একবারে প্রকাশ হচ্ছে না দেখেননি । ফলে দল নিয়ে পরিকল্পনা করা কঠিন হয়ে পড়েছিল বলে জানিয়েছেন তিনি ৷

ডুরান্ডের পর কলকাতা লিগও জিততে ব্যর্থ মোহনবাগান । যদিও কিবু ভিকুনা বলছেন, লিগ তাঁর কাছে প্রস্তুতি টুর্নামেন্ট ছিল । তা সত্ত্বেও ব্যর্থতার দায় এড়াচ্ছেন না । তাঁর মতে, পিয়ারলেস ও এরিয়ানের বিরুদ্ধে হার ও কাস্টমসের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে ড্র তাঁদের খেতাবের দৌড় থেকে ছিটকে দিয়েছিল । মহামেডান ম্যাচের হার সামান্য সম্ভাবনাও শেষ করে দিয়েছিল । কলকাতা লিগ অভিযান শেষ । আপাতত সাতদিনের ছুটি। তারপর বাংলাদেশের টুর্নামেন্ট ও আই লিগের প্রস্তুতিতে নামবে কিবু ভিকুনার দল ।

কলকাতা, 29 সেপ্টেম্বর : লিগের শেষ ম্যাচ কলকাতা লিগের ক্রীড়াসূচি নিয়ে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থাকে একহাত নিলেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা । কলকাতা লিগের শেষ ম্যাচে প্রতিপক্ষ কালীঘাট মিলন সংঘকে 3-0 গোলে পরাজিত করল সবুজ মেরুন ব্রিগেড । গোলদাতা সালভো চামারো, শেখ ফৈয়াজ, ফ্রান মোরান্তে । 11 ম্যাচে 22 পয়েন্টে শেষ করল মোহনবাগান। ফলে লিগের প্রথম তিনে থাকা নিশ্চিত সবুজ-মেরুন শিবিরের ৷

রংবদলের কলকাতা লিগে নাটক শেষদিনেও অব্যাহত । ইস্টবেঙ্গল বনাম কাস্টমস ম্যাচ বানভাসি । তবে মোহনবাগান বনাম কালীঘাট ম্যাচ নির্বিঘ্নেই শেষ হল ৷ তিন গোলে জয়ের পরে মোহনবাগানের সমর্থকরা মাঠে ঢুকে আনন্দে মাতল ।

মোহনবাগান কোচ কিবু ভিকুনা ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে পিয়ারলেসকে চ্যাম্পিয়ন হওয়ার জন্যে অভিনন্দন জানালেন । তবে ইস্টবেঙ্গলের ম্যাচ বানভাসি হওয়ার খবর পেতেই ক্রীড়াসূচির সমালোচনা করলেন সবুজ মেরুন কোচ । তাঁর মতে, এই অবস্থায় তিন দলের ম্যাচ এক সময়ে দেওয়া উচিত ছিল । একই সঙ্গে তিনি বলেন, এত বছরের অভিজ্ঞতায় কোনওদিন লিগের সূচি একবারে প্রকাশ হচ্ছে না দেখেননি । ফলে দল নিয়ে পরিকল্পনা করা কঠিন হয়ে পড়েছিল বলে জানিয়েছেন তিনি ৷

ডুরান্ডের পর কলকাতা লিগও জিততে ব্যর্থ মোহনবাগান । যদিও কিবু ভিকুনা বলছেন, লিগ তাঁর কাছে প্রস্তুতি টুর্নামেন্ট ছিল । তা সত্ত্বেও ব্যর্থতার দায় এড়াচ্ছেন না । তাঁর মতে, পিয়ারলেস ও এরিয়ানের বিরুদ্ধে হার ও কাস্টমসের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে ড্র তাঁদের খেতাবের দৌড় থেকে ছিটকে দিয়েছিল । মহামেডান ম্যাচের হার সামান্য সম্ভাবনাও শেষ করে দিয়েছিল । কলকাতা লিগ অভিযান শেষ । আপাতত সাতদিনের ছুটি। তারপর বাংলাদেশের টুর্নামেন্ট ও আই লিগের প্রস্তুতিতে নামবে কিবু ভিকুনার দল ।

Intro:MbBody:WinConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.