ETV Bharat / state

দিদি আর মোদি এক নয়, বিধানসভায় বিরোধীদের আক্রমণ মমতার

সকলকে মনে রাখতে হবে । আগুন লাগলে সবার ঘরে লাগে । বছরে একটা দিন এই (CAA বিরোধী) লড়াইকে সমর্থন করার প্রয়োজন আছে । বিধানসভায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

মমতা
মমতা
author img

By

Published : Jan 27, 2020, 11:07 PM IST

কলকাতা, 27 জনুয়ারি : দিদি আর মোদি এক নন । আপনাদের রাজনৈতিক স্লোগান বুমেরাং হবে । আজ বিধানসভায় CAA বিরোধী প্রস্তাব নিয়ে আলোচনার সময়ে বিরোধীদের এভাবেই আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি বামেদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, আপনাদের ভোট কেন BJP-তে গেল?

আজ বিধানসভায় CAA বিরোধী প্রস্তাব পাসের জন্য বিশেষ অধিবেশন বসেছিল । অধিবেশন চলাকালীন কংগ্রেস এবং বামেরা বার বারই 'মোদি ভাই ও দিদি ভাই' বলে কটাক্ষ করতে থাকে । তৃণমূল- BJP গট-আপ গেম খেলছে বলে অভিযোগ তোলে । NPR নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বক্তব্য রাখেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । বিরোধীদের মন্তব্যে ক্ষুব্ধ হন মমতা । ঐক্যবদ্ধভাবে CAA বিরোধী প্রস্তাব পাস করানোর বদলে রাজ্যের শাসক শিবিরকে আক্রমণ করার বিষয়টিকে ভালোভাবে নেননি তিনি । বিরোধীদের প্রসঙ্গে বলতে গিয়ে রীতিমতো মেজাজ হারান । বলেন, "সকলকে মনে রাখতে হবে । আগুন লাগলে সবার ঘরে লাগে । বছরে একটা দিন এই লড়াইকে সমর্থন করার প্রয়োজন আছে । আমি CPI(M), কংগ্রেস ও BJP-র মতাদর্শ মানতে বাধ্য নই । আজ রাজনীতির নামে ওয়াকআউট করবেন কেন? এবিষয়ে দেশের মধ্যে সর্বপ্রথম আমরাই আলোচনা করেছি । ভারতে প্রথম এই বিধানসভায় আলোচনা হয়েছে । তারপর কেউ কেউ করেছে ।

এই সংক্রান্ত আরও খবর : বিধানসভায় পাশ CAA বিরোধী প্রস্তাব

এরপর বাম বিধায়কদের উদ্দেশ্যে রীতিমতো আক্রমণাত্মক ভঙ্গিতে মমতা বলেন, "দিদি আর মোদি এক নয় । আপনাদের রাজনৈতিক স্লোগান বুমেরাং হবে ।" নাম না করে বামেদের উদ্দেশে প্রশ্ন তোলেন, কেন আপনাদের ভোট BJP-তে গেল? রোজ রোজ মিথ্যা কথা বলেন । একদম বেশি কথা বলবেন না । রাজনীতি করার নামে ঘোলা জলে মাছ ধরেন । NPR এবং সেনসাসের মধ্যে পার্থক্য রয়েছে । আপনাদের সময় সেনসাস হয়েছিল । আমি আপনাদের বন্ধু বলে মনে করি । সবাইকে বোঝান আমরা NRC ও CAA মানব না ।

কলকাতা, 27 জনুয়ারি : দিদি আর মোদি এক নন । আপনাদের রাজনৈতিক স্লোগান বুমেরাং হবে । আজ বিধানসভায় CAA বিরোধী প্রস্তাব নিয়ে আলোচনার সময়ে বিরোধীদের এভাবেই আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি বামেদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, আপনাদের ভোট কেন BJP-তে গেল?

আজ বিধানসভায় CAA বিরোধী প্রস্তাব পাসের জন্য বিশেষ অধিবেশন বসেছিল । অধিবেশন চলাকালীন কংগ্রেস এবং বামেরা বার বারই 'মোদি ভাই ও দিদি ভাই' বলে কটাক্ষ করতে থাকে । তৃণমূল- BJP গট-আপ গেম খেলছে বলে অভিযোগ তোলে । NPR নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বক্তব্য রাখেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । বিরোধীদের মন্তব্যে ক্ষুব্ধ হন মমতা । ঐক্যবদ্ধভাবে CAA বিরোধী প্রস্তাব পাস করানোর বদলে রাজ্যের শাসক শিবিরকে আক্রমণ করার বিষয়টিকে ভালোভাবে নেননি তিনি । বিরোধীদের প্রসঙ্গে বলতে গিয়ে রীতিমতো মেজাজ হারান । বলেন, "সকলকে মনে রাখতে হবে । আগুন লাগলে সবার ঘরে লাগে । বছরে একটা দিন এই লড়াইকে সমর্থন করার প্রয়োজন আছে । আমি CPI(M), কংগ্রেস ও BJP-র মতাদর্শ মানতে বাধ্য নই । আজ রাজনীতির নামে ওয়াকআউট করবেন কেন? এবিষয়ে দেশের মধ্যে সর্বপ্রথম আমরাই আলোচনা করেছি । ভারতে প্রথম এই বিধানসভায় আলোচনা হয়েছে । তারপর কেউ কেউ করেছে ।

এই সংক্রান্ত আরও খবর : বিধানসভায় পাশ CAA বিরোধী প্রস্তাব

এরপর বাম বিধায়কদের উদ্দেশ্যে রীতিমতো আক্রমণাত্মক ভঙ্গিতে মমতা বলেন, "দিদি আর মোদি এক নয় । আপনাদের রাজনৈতিক স্লোগান বুমেরাং হবে ।" নাম না করে বামেদের উদ্দেশে প্রশ্ন তোলেন, কেন আপনাদের ভোট BJP-তে গেল? রোজ রোজ মিথ্যা কথা বলেন । একদম বেশি কথা বলবেন না । রাজনীতি করার নামে ঘোলা জলে মাছ ধরেন । NPR এবং সেনসাসের মধ্যে পার্থক্য রয়েছে । আপনাদের সময় সেনসাস হয়েছিল । আমি আপনাদের বন্ধু বলে মনে করি । সবাইকে বোঝান আমরা NRC ও CAA মানব না ।

Intro:কলকাতা, ২৭ জনুয়ারি: "দিদি আর মোদী এক নয়। আপনাদের পলিটিক্যাল স্লোগান বুমেরাং হবে।" আজ বিধানসভার অধিবেশন কক্ষে CAA বিরোধী প্রস্তাব পাস করানোর আলোচনায় অংশ নিয়ে বিরোধীদের এভাবেই সরাসরি আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় । বামেদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, আপনাদের ভোট কেন বিজেপিতে গেল ?



Body:কংগ্রেস এবং বামেরা বার বারই "মোদি ভাই ও দিদি ভাই" বলে কটাক্ষ করে গট আপ গেমের অভিযোগ তুলে থাকেন। আজও বিধানসভার কক্ষে NPR নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধে বক্তব্য রাখেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। পরস্পর বিরোধীদের মন্তব্যেকে কেন্দ্র করে ক্ষুব্ধ হন মমতা বন্দোপাধ্যায় । ঐক্যবদ্ধভাবে CAA বিরোধী প্রস্তাব পাস করানোর বদলে রাজ্যের শাসক শিবিরকে আক্রমণ করাকে ভালোভাবে নেননি মুখ্যমন্ত্রী । বিরোধীদের প্রসঙ্গে বলতে গিয়ে রীতিমতো মেজাজ হারান তিনি, মমতা বলেন, " সকলকে মনে রাখতে হবে। আগুন লাগলে সবার ঘরে লাগে। বছরে একটা দিন এই লড়াইকে সাপোর্ট দেওয়ার প্রয়োজন আছে। আমি সিপিএম, কংগ্রেস, বিজেপির ইডিওলজি মানতে বাধ্য নই। আজকে রাজনীতির নামে ওয়াকআউট করবেন কেন ? এই সাবজেক্ট ভারতবর্ষে সবথেকে প্রথমে আমরাই আলোচনা করেছি। ভারতবর্ষের বুকে প্রথম এই বিধানসভায় আলোচনা হয়েছে। তারপর কেউ কেউ করেছে। আমি করেছি আর কেউ করেনি বলে ঘোলা জলে মাছ ধরতে নামলাম। এটা ঠিক নয়। "
বাম বিধায়কদের উদ্দেশ্যে রীতিমতো আক্রমণাত্মক ভঙ্গিতে মমতা বলেন, "দিদি আর মোদী এক নয়। আপনাদের পলিটিক্যাল স্লোগান বুমেরাং হবে।" তিনি প্রশ্ন তোলেন, "কেন আপনাদের ভোট বিজেপিতে গেল ? রোজ রোজ মিথ্যা কথা বলেন । একদম বেশি কথা বলবেন না। রাজনীতি করার নামে ঘোলা জলে মাছ ধরেন। NPR এবং সেন্সাস এর মধ্যে পার্থক্য রয়েছে। আপনাদের সময় সেনসাস হয়েছিল। আমি আপনাদের বন্ধু বলে মনে করি। সবাইকে বোঝান আমরা NRC ও CAA মানবো না।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.