কলকাতা, 6 জুন : দেশে এই প্রথমবার দৌড়বে অ্যালুমিনিয়ামের তৈরি মেট্রো কোচ যা বর্তমানে সমস্ত মেট্রো কোচের তুলনায় অনেক বেশি নিরাপদ ও আধুনিক। পুনে মেট্রো পরিষেবার জন্য 2019 সালে এই ধরনের 102টি কোচ প্রস্তুত করার অর্ডার হাতে আসে টিটাগড় ওয়াগন ফ্যাক্টরির। দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। টিটাগড় ওয়াগন ফ্যাক্টরির অধীনে যেই কারখানাটি ইতালিতে (টিটাগড় ফায়ারমা) রয়েছে সেখানে তৈরি হবে কয়েকটি রেক (Modern Metro Racks made in bengal hooghly district )।
বাকি কোচগুলি তৈরি করা হবে উত্তরপাড়ার ফ্যাক্টরিতেই। এই সংস্থার তৈরি প্রথম অ্যালুমিনিয়াম কোচটি চলিত বছরের মার্চ মাসে পুনের গারওয়ার স্টেশন থেকে যাত্রী পরিষেবার জন্য উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 2019 সালে অর্ডারটি পাওয়ার পরই কাজ শুরু করার জন্য উত্তরপাড়ায় কারখানা পত্তন করা হয়। এর ফলে ওই সময় এই কাজ ঘিরে বহু মানুষের কর্মসংস্থানও হয়েছে।
আরও পড়ুন : 108 ঘণ্টায় 75 কিমি হাইওয়ে নির্মাণ করে 'গিনেস বুক অফ ওয়ার্ল্ড' রেকর্ডসে নাম তুলতে চায় এনএইচএআই
এর আগে দেশের কোনও মেট্রো নেটওয়ার্কে চলেনি এই ধরনের আন্তর্জাতিক মানের মেট্রো। ঘণ্টায় 90 কিমি বেগে ছুটে চলার ক্ষমতা রাখে এই রেকগুলি। ওয়াকিবহাল মহল মনে করছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অতিপ্রিয় 'আত্ননির্ভর ভারত' এই প্রকল্পকে আরও সাফল্যের শীর্ষে পৌঁছে দেওয়ার দিকে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ইএমইউ ট্রেনের কোচ তৈরির জন্য 2007 সালে তৈরি হয়েছিল টিটাগড় ওয়াগন ফ্যাক্টরি। ধীরে-ধীরে এই কারখানার উন্নত মানের নির্মাণের জনপ্রিয়তা হলে ভারতের বিভিন্ন মেট্রো কোচ তৈরি কাজ শুরু করেন, কর্মীরা। এই প্রকল্পটি ছাড়া ভারতের অন্যান্য মেট্রো নেটওয়ার্কের জন্য রেক তৈরি কাজ করছে টিটাগড় ওয়াগন ফ্যাক্টরি।
আরও পড়ুন : 1 জুন থেকে এনজেপি-ঢাকা রুটে চালু মিতালি এক্সপ্রেস, মিলছে টিকিটও
নতুন এই অত্যাধুনিক কোচগুলি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি বলে অন্যান্য দেশের, মেট্রোগুলি অনেক বেশি হালকা। পাশাপাশি এই কোচের ট্রাকের সঙ্গে ঘর্ষণের ফলে যা কার্বন ফুটপ্রিন্ট তৈরি করবে তা বাকিগুলোর চেয়ে অনেক কম। অর্থাৎ এই রেকগুলো পরিবেশবান্ধবও বটে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা থেকে শুরু করে রেকের ভেতরে সিসিটিভি ক্যামেরা এবং টকব্যাক পরিষেবা সবকিছুই উন্নত। এর ফলে যাত্রী নিরাপত্তা নিয়ে কোনও আপস করা যাবে না।