কলকাতা, 6 নভেম্বর: শীত পড়তেই কলকাতার পর্যটন ক্ষেত্রগুলিতে ভিড় বাড়তে শুরু করে ৷ শহরতলি ও জেলা থেকে বহু মানুষ পরিবারের সঙ্গে ঘুরতে আসেন কলকাতায় ৷ মূলত, আলিপুর চিড়িয়াখানায়, ভিক্টোরিয়া, জাদুঘরের মতো অন্যান্য পর্যটন ক্ষেত্রগুলিতে প্রচুর লোকের ভিড় হয় ৷ এবার সেই সব পর্যটকদের সময় বাঁচাতে ও হয়রানি এড়াতে নতুন উদ্যোগ নিল পর্যটন দফতর (West Bengal Tourism Department) ৷ খুব শীঘ্রই তারা চালু করতে চলেছে মোবাইল অ্যাপ (Mobile App of Tourism Department) ৷ অ্যান্ড্রয়েডে গুগল প্লে এবং অ্যাপেল স্টোরে এই অ্যাপ পাওয়া যাবে ৷ এই অ্যাপের মাধ্যমে একাধিক পর্যটন স্থলের টিকিট কাটা যাবে ৷ ফলে, সময় বাঁচিয়ে একসঙ্গে একাধিক জায়গা ঘোরার সুযোগ পাবেন পর্যটকরা (Tourists Convenience) ৷
এর আগে রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে ডবল ডেকার বাস (Double Decker Bus) চালু করা হয়েছিল কলকাতা ভ্রমণের জন্য ৷ যাকে এক প্রকার প্যাকেজ বলা চলে ৷ এবার সেই তালিকায় মোবাইল অ্যাপ চালুর পরিকল্পনা রয়েছে বলেই রাজ্য পর্যটন দফতরের এক আধিকারিক জানিয়েছেন ৷ তাঁর কথায়, ‘‘রাজ্যের পর্যটন বিভাগ একটি অ্যাপ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ৷ যাতে পর্যটকরা কলকাতার বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলি দেখার জন্য অনলাইনে টিকিট বুক করতে পারবেন ৷’’ এই অ্যাপ চালু করতে রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্তারা কয়েকটি আইটি সংস্থার সঙ্গে কথাও বলেছেন ৷ যারা অ্যাপ্লিকেশনটি তৈরি করতে আগ্রহী বলে জানা গেছে ৷ মোবাইল ফোনে অ্যাপটি ইনস্টল করা থাকলে, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা না-করেই অনলাইনে টিকিট বুক করতে পারবেন পর্যটকরা ৷
আরও পড়ুন: স্বল্প ছুটিতে আপনার ঠিকানা হতে পারে পুরুলিয়ার হাতিপাথর
রাজ্য সরকারের এক আধিকারিক বলেন, ‘‘শীতকালে, আমরা আলিপুর জুলজিক্যাল গার্ডেন, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এবং কালীঘাট মন্দিরের মতো অন্যান্য পর্যটন ক্ষেত্রগুলিতে প্রচুর লোকের সমাগম দেখেছি ৷ যদি কোনও পর্যটক অ্যাপটি ইনস্টল করতে পারেন, তবে ঘোরা অনেক সহজ হয়ে যাবে ৷ তাঁকে টিকিট বুক করতে হবে অনলাইনে ৷’’
তিনি জানিয়েছেন, অ্যাপটি কলকাতার বাইরে বসবাসকারী পর্যটকদের জন্যও সহায়ক হবে ৷ তাঁর কথায় ‘‘আমরা দেখেছি যে অনেক পর্যটক, যাঁরা কলকাতার হাতে গোনা কয়েকটি জায়গায় যেতে আগ্রহী ৷ অথচ, ভিড়ের কারণে দীর্ঘ লাইনে টিকিট পেতে হত্যে দিতে হচ্ছে ৷ তাঁদের জন্য এই অ্যাপ খুব দ্রুত সেই সমস্যার সমাধান করবে ৷’’