ETV Bharat / state

MLA Office of Partha Chatterjee: বেহালায় ছাত্রের মৃত্যুর ঘটনার জের, ভাঙা হতে চলেছে পার্থর বিধায়ক কার্যালয় - বেআইনি নির্মাণের অভিযোগ বেহালায়

বেহালার ম্যান্টনে বেআইনিভাবে গড়ে উঠেছে পার্থ চট্টোপাধ্যায়ের বিধায়ক কার্যালয় ৷ এই অভিযোগ উঠেছে ৷ কলকাতা পৌরনিগম সূত্রে খবর ভাঙা পড়তে পারে এই কার্যালয়টি ৷

ETV Bharat
পার্থ চট্টোপাধ্যায়ের কার্যালয়
author img

By

Published : Aug 7, 2023, 8:18 PM IST

কলকাতা, 7 অগস্ট: বেহালার চৌরাস্তায় লরির ধাক্কায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যুর ঘটনা থেকে শিক্ষা নিল কলকাতা পৌরনিগম ও পুলিশ ৷ পৌরনিগম সূত্রে খবর, ফুটপাথকে বেআইনি দখলদার মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেই সূত্রেই সম্ভবত ভাঙা পড়তে চলেছে বেহালা ম্যান্টনস্থিত এলাকার বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের কার্যালয় ৷ অভিযোগ, আইন না-মেনে এই বিধায়ক কার্যালয় গড়ে উঠেছিল ৷ কলকাতা পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে পৌরনিগম এই উচ্ছেদ করতে পারে ৷ তবে এই বিষয়টি নিয়ে সরকারিভাবে পৌরনিগমের তরফে কিছু জানানো হয়নি ৷

অন্যদিকে, বেহালায় পড়ুয়া মৃত্যুর ঘটনাকে সোমবার মর্মান্তিক বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ৷ এদিন আলিপুর নগর দায়রা আদালতের বাইরে পার্থ জানান, তিনি বিধায়ক থাকার সময় গত 25 বছরে এমন ঘটনা ঘটেনি, এটা মর্মান্তিক ৷ তবে তাঁর বিধায়ক কার্যালয় ভাঙা প্রসঙ্গে এদিন কোনও প্রশ্নের জবাব দেননি পার্থ চট্টোপাধ্যায় ৷

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি ৷ জানা গিয়েছে, জেলে যাওয়ার আগে এই শীতাতপ নিয়ন্ত্রিত কার্যালয়টিতে বসেই দলের কাজ ও তাঁর বিধায়ক এলাকার কাজ করতেন পার্থ চট্টোপাধ্যায় ৷ অভিযোগ, এই পার্টি অফিসটি বেহালা ম্যান্টন এলাকার ফুটপাতের উপর বেআইনিভাবে তৈরি হয়েছিল ৷

2022 এর 22 জুলাই ইডি-র হাতে গ্রেফতার হওয়ার আগে ডায়মন্ড হারবার রোডের ফুটপাত লাগোয়া এই এসি লাগানো অফিসে বসেই দল ও বিধানসভা এলাকার কাজ করতেন পার্থ ৷ 2001 সালে সিপিএমের নির্মল মুখোপাধ্যায়কে হারিয়ে বেহালা পশ্চিমের বিধায়ক হন পার্থ চট্টোপাধ্যায় ৷ পরে রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতাও নির্বাচিত হন বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ ৷ তখন তাঁর একটি বিধায়ক কার্যালয় ছিল বেহালা ম্যান্টনেই ৷ এরপরেই 2016 সালের বিধানসভা নির্বাচনে জেতার পর বেহালার ম্যান্টনে ফুটপাতের উপর নতুন আরেকটি নির্মাণ করা হয়, অভিযোগ এই নতুন নির্মাণটি বেআইনি ৷

আরও পড়ুন: দুর্গাপুর স্টেশনে বন্দে ভারতের স্টপেজ চেয়ে রেলমন্ত্রীর কাছে আবেদন সৌমিত্র খাঁর

শুক্রবার বেহালার চৌরাস্তায় পথ দুর্ঘটনায় প্রাণ হারায় বড়িশা হাইস্কুলের প্রাথমিক বিভাগের দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরনীল সরকার ৷ এরপরেই এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণে গাফিলতি ও ফুটপাথ দখল করে বেআইনি নির্মাণের বিষয়টি নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে আসে ৷ পৌরনিগম সূত্রে খবর, কলকাতা পুলিশের সঙ্গে আলোচনা করে ফুটপাথকে দখল মুক্ত করার বিষয়ে আলোচনা চলছে পৌরনিগমে ৷

কলকাতা, 7 অগস্ট: বেহালার চৌরাস্তায় লরির ধাক্কায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যুর ঘটনা থেকে শিক্ষা নিল কলকাতা পৌরনিগম ও পুলিশ ৷ পৌরনিগম সূত্রে খবর, ফুটপাথকে বেআইনি দখলদার মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেই সূত্রেই সম্ভবত ভাঙা পড়তে চলেছে বেহালা ম্যান্টনস্থিত এলাকার বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের কার্যালয় ৷ অভিযোগ, আইন না-মেনে এই বিধায়ক কার্যালয় গড়ে উঠেছিল ৷ কলকাতা পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে পৌরনিগম এই উচ্ছেদ করতে পারে ৷ তবে এই বিষয়টি নিয়ে সরকারিভাবে পৌরনিগমের তরফে কিছু জানানো হয়নি ৷

অন্যদিকে, বেহালায় পড়ুয়া মৃত্যুর ঘটনাকে সোমবার মর্মান্তিক বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ৷ এদিন আলিপুর নগর দায়রা আদালতের বাইরে পার্থ জানান, তিনি বিধায়ক থাকার সময় গত 25 বছরে এমন ঘটনা ঘটেনি, এটা মর্মান্তিক ৷ তবে তাঁর বিধায়ক কার্যালয় ভাঙা প্রসঙ্গে এদিন কোনও প্রশ্নের জবাব দেননি পার্থ চট্টোপাধ্যায় ৷

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি ৷ জানা গিয়েছে, জেলে যাওয়ার আগে এই শীতাতপ নিয়ন্ত্রিত কার্যালয়টিতে বসেই দলের কাজ ও তাঁর বিধায়ক এলাকার কাজ করতেন পার্থ চট্টোপাধ্যায় ৷ অভিযোগ, এই পার্টি অফিসটি বেহালা ম্যান্টন এলাকার ফুটপাতের উপর বেআইনিভাবে তৈরি হয়েছিল ৷

2022 এর 22 জুলাই ইডি-র হাতে গ্রেফতার হওয়ার আগে ডায়মন্ড হারবার রোডের ফুটপাত লাগোয়া এই এসি লাগানো অফিসে বসেই দল ও বিধানসভা এলাকার কাজ করতেন পার্থ ৷ 2001 সালে সিপিএমের নির্মল মুখোপাধ্যায়কে হারিয়ে বেহালা পশ্চিমের বিধায়ক হন পার্থ চট্টোপাধ্যায় ৷ পরে রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতাও নির্বাচিত হন বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ ৷ তখন তাঁর একটি বিধায়ক কার্যালয় ছিল বেহালা ম্যান্টনেই ৷ এরপরেই 2016 সালের বিধানসভা নির্বাচনে জেতার পর বেহালার ম্যান্টনে ফুটপাতের উপর নতুন আরেকটি নির্মাণ করা হয়, অভিযোগ এই নতুন নির্মাণটি বেআইনি ৷

আরও পড়ুন: দুর্গাপুর স্টেশনে বন্দে ভারতের স্টপেজ চেয়ে রেলমন্ত্রীর কাছে আবেদন সৌমিত্র খাঁর

শুক্রবার বেহালার চৌরাস্তায় পথ দুর্ঘটনায় প্রাণ হারায় বড়িশা হাইস্কুলের প্রাথমিক বিভাগের দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরনীল সরকার ৷ এরপরেই এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণে গাফিলতি ও ফুটপাথ দখল করে বেআইনি নির্মাণের বিষয়টি নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে আসে ৷ পৌরনিগম সূত্রে খবর, কলকাতা পুলিশের সঙ্গে আলোচনা করে ফুটপাথকে দখল মুক্ত করার বিষয়ে আলোচনা চলছে পৌরনিগমে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.