অশোকনগর, 30 মে : মানবিক মুখ অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর ৷ অক্সিজেনের ঘাটতি মেটাতে চালু করলেন বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডারের পরিষেবা ৷
প্রাথমিকভাবে চৌদ্দটি সিলিন্ডারের ব্যবস্থা করা হয়েছে এখানে । অশোকনগর পাওয়ার হাউসগুলিই এখন অক্সিজেন পরিষেবার অস্থায়ী ঠিকানা ৷ শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই পরিষেবা চালু করলেন তিনি ৷
করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা রাজ্য ৷ রাজ্যের বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের অভাব চিন্তার ভাঁজ ফেলেছে স্বাস্থ্যকর্তাদের ৷ এমতাবস্থায় নারায়ণ গোস্বামীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষ ৷
আরও পড়ুন : পরপর তিনদিন দেশে নিম্নমুখী দৈনিক সংক্রমণ, কমল মৃতের সংখ্যাও
এবিষয়ে তিনি বলেন, "করোনা পরিস্থিতিতে অক্সিজেনের ঘাটতি মেটাতে আমরা আজকে অশোকনগরে এই উদ্যোগ গ্রহণ করেছি ৷ যাঁরা বাড়িতে থেকে করোনার চিকিৎসা করাচ্ছেন তাঁদেরও অক্সিজেনের ঘাটতি মেটানো হবে ৷ এটা আমার অফিস থেকেই নিয়ন্ত্রিত হবে ৷ "