ETV Bharat / state

Hiran on Dev: গরুপাচারের টাকায় তৈরি হয়েছে প্রজাপতি, দেবকে নিয়ে বিস্ফোরক হিরণ - Hiran Chatterjee

'প্রজাপতি' ছবিটি এনামুল হকের গরুপাচারের টাকায় তৈরি ৷ দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার নিয়ে বিস্ফোরক মন্তব্য খড়গপুরের বিজেপি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্য়ায় ওরফে হিরণের (Hiran Chatterjee made an explosive comment on Dev) ৷

Etv Bharat
দেবকে নিয়ে বিস্ফোরক হিরণ
author img

By

Published : Jan 28, 2023, 11:09 PM IST

কলকাতা, 28 জানুয়ারি: যে ছবির সাফল্য নিয়ে এত হইচই, সাকসেস পার্টি; সেই ছবি নাকি তৈরি হয়েছে গরু-পাচারের টাকায় ৷ যে গরু-পাচার কাণ্ডে আপাতত শ্রীঘরে অনুব্রত মণ্ডল ৷ দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার প্রযোজিত 'প্রজাপতি' ছবিটি (Projapoti Film) নিয়ে নাম না-করে বিস্ফোরক খড়গপুরের বিজেপি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্য়ায় ওরফে হিরণ (MLA Hiran Chatterjee made an explosive comment on Dev) ৷ তৃণমূলে যোগদানের জল্পনা উড়িয়ে এদিন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে একাধিক অভিযোগ আনেন হিরণ ৷ তাঁর আক্রমণের নিশানা থেকে পার পাননি একদা সতীর্থ দেব ৷

ঘটনাচক্রে তৃণমূল সাংসদ দেবের প্রযোজনায় সেই ছবিতে অভিনয় করেছেন বর্তমানে রাজ্য বিজেপি'র অন্যতম মুখ তথা কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ দেব যদি সত্যিই এই মামলায় দোষী সাব্যস্ত হন সেক্ষেত্রে অভিনেতাকে পারিশ্রমিক ফিরিয়ে দেওয়ার কথাও বলেছেন অভিনেতা টার্নড বিধায়ক ৷ সংবাদমাধ্যমকে এদিন বিজেপি বিধায়ক বলেন, "মূল চক্রী এনামুল হক গরু-পাচার কাণ্ডের টাকা দেব-প্রযোজিত ছবিতে ঢেলেছেন ৷ সেক্ষেত্রে দেব দোষী সাব্যস্ত হলে মিঠুন চক্রবর্তীকে অভিনয়ের জন্য নেওয়া সমস্ত পারিশ্রমিক ফিরিয়ে দিতে হবে ৷"

আরও পড়ুন: দেব এবার সত্যান্বেষী ! ইন্ডাস্ট্রিতে 17 বছর পূর্ণ করার দিনে বড় ঘোষণা অভিনেতার

এ প্রসঙ্গে হিরণ জানান, মিঠুন চক্রবর্তী একজন সঘ অতীতে এমন দৃষ্টান্ত দেখিয়েছেন ৷ খড়গপুরের সাংসদের কথায়, অতীতেও একটি চিটফাণ্ড সংস্থার হয়ে প্রমোশনের জন্য পাওয়া পারিশ্রমিকের অর্থ ফিরিয়ে দিয়েছিলেন 'মহাগুরু' ৷ অন্যদিকে দেব এ ব্যাপারে নিজেকে নির্দোষ প্রমাণের করুক, কার্যত চ্যালেঞ্জের সুরে বলেছেন হিরণ ৷ দেব নিজেকে নির্দোষ প্রমাণ করলে তিনি তাঁর পাশে দাঁড়াবেন বলেও জানিয়েছেন হিরণ ৷ যদিও বিজেপি বিধায়কের কথাকে সেভাবে পাত্তা দিতে নারাজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ হিরণ আগে নিজের দলের কাছে বিষয়টি ব্যাখ্যা করুক, প্রতিক্রিয়ায় বলেছেন তৃণমূলের যুবরাজ ৷ তিনি হিরণকে আইনি লড়াইয়েরও পরামর্শ দিয়েছেন ৷

পূর্ব মেদিনীপুরে ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটরের সঙ্গে তাঁকে দেখতে পাওয়ার পর হিরণের ঘাসফুল শিবিরে যোগদানের ব্য়াপক সম্ভাবনা তৈরি হয়েছিল ৷ সেই সম্ভাবনা উড়িয়ে গেরুয়া শিবিরের সাংসদ বলেন, "ওই ছবিটি মিথ্যে এবং ফটোশপ করা ৷ চোরেদের দলে কেন আমি নাম লেখাতে যাব?"

কলকাতা, 28 জানুয়ারি: যে ছবির সাফল্য নিয়ে এত হইচই, সাকসেস পার্টি; সেই ছবি নাকি তৈরি হয়েছে গরু-পাচারের টাকায় ৷ যে গরু-পাচার কাণ্ডে আপাতত শ্রীঘরে অনুব্রত মণ্ডল ৷ দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার প্রযোজিত 'প্রজাপতি' ছবিটি (Projapoti Film) নিয়ে নাম না-করে বিস্ফোরক খড়গপুরের বিজেপি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্য়ায় ওরফে হিরণ (MLA Hiran Chatterjee made an explosive comment on Dev) ৷ তৃণমূলে যোগদানের জল্পনা উড়িয়ে এদিন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে একাধিক অভিযোগ আনেন হিরণ ৷ তাঁর আক্রমণের নিশানা থেকে পার পাননি একদা সতীর্থ দেব ৷

ঘটনাচক্রে তৃণমূল সাংসদ দেবের প্রযোজনায় সেই ছবিতে অভিনয় করেছেন বর্তমানে রাজ্য বিজেপি'র অন্যতম মুখ তথা কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ দেব যদি সত্যিই এই মামলায় দোষী সাব্যস্ত হন সেক্ষেত্রে অভিনেতাকে পারিশ্রমিক ফিরিয়ে দেওয়ার কথাও বলেছেন অভিনেতা টার্নড বিধায়ক ৷ সংবাদমাধ্যমকে এদিন বিজেপি বিধায়ক বলেন, "মূল চক্রী এনামুল হক গরু-পাচার কাণ্ডের টাকা দেব-প্রযোজিত ছবিতে ঢেলেছেন ৷ সেক্ষেত্রে দেব দোষী সাব্যস্ত হলে মিঠুন চক্রবর্তীকে অভিনয়ের জন্য নেওয়া সমস্ত পারিশ্রমিক ফিরিয়ে দিতে হবে ৷"

আরও পড়ুন: দেব এবার সত্যান্বেষী ! ইন্ডাস্ট্রিতে 17 বছর পূর্ণ করার দিনে বড় ঘোষণা অভিনেতার

এ প্রসঙ্গে হিরণ জানান, মিঠুন চক্রবর্তী একজন সঘ অতীতে এমন দৃষ্টান্ত দেখিয়েছেন ৷ খড়গপুরের সাংসদের কথায়, অতীতেও একটি চিটফাণ্ড সংস্থার হয়ে প্রমোশনের জন্য পাওয়া পারিশ্রমিকের অর্থ ফিরিয়ে দিয়েছিলেন 'মহাগুরু' ৷ অন্যদিকে দেব এ ব্যাপারে নিজেকে নির্দোষ প্রমাণের করুক, কার্যত চ্যালেঞ্জের সুরে বলেছেন হিরণ ৷ দেব নিজেকে নির্দোষ প্রমাণ করলে তিনি তাঁর পাশে দাঁড়াবেন বলেও জানিয়েছেন হিরণ ৷ যদিও বিজেপি বিধায়কের কথাকে সেভাবে পাত্তা দিতে নারাজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ হিরণ আগে নিজের দলের কাছে বিষয়টি ব্যাখ্যা করুক, প্রতিক্রিয়ায় বলেছেন তৃণমূলের যুবরাজ ৷ তিনি হিরণকে আইনি লড়াইয়েরও পরামর্শ দিয়েছেন ৷

পূর্ব মেদিনীপুরে ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটরের সঙ্গে তাঁকে দেখতে পাওয়ার পর হিরণের ঘাসফুল শিবিরে যোগদানের ব্য়াপক সম্ভাবনা তৈরি হয়েছিল ৷ সেই সম্ভাবনা উড়িয়ে গেরুয়া শিবিরের সাংসদ বলেন, "ওই ছবিটি মিথ্যে এবং ফটোশপ করা ৷ চোরেদের দলে কেন আমি নাম লেখাতে যাব?"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.