কলকাতা, 14 সেপ্টেম্বর : বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ও আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পলের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে । ইতিমধ্যেই লালাবাজার সাইবার সেল বিভাগে অভিযোগ দায়ের করেছেন তিনি ।
বিজেপি সূত্রে খবর, সোমবার রাতে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বুঝতে পারেন, তাঁর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে । তিনি জানতে পারেন, তাঁর নাম করে তাঁরই অ্যাকউন্ট থেকে পরিচিতদের মেসেজও করা হচ্ছে ৷ এরপরই অগ্নিমিত্রা বিজেপির রাজ্য নেতৃত্বকে বিষয়টি জানান । কথা বলেন বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর সঙ্গে । বিষয়টি লালবাজার সাইবার সেলে জানান । পাশাপাশি, পরিচিতদের ব্যক্তিগতভাবে বিষয়টি জানিয়েছেন অগ্নিমিত্রা পল । তাঁর টুইটার থেকে কোনও প্রকার মেসেজ করা হলে তার উত্তর যেন না দেওয়া হয় ।
আরও পড়ুন, "গো ব্যাক অগ্নিমিত্রা", ধস কবলিত এলাকায় বিক্ষোভের মুখে বিধায়ক
এই বিষয়ে অগ্নিমিত্রা পল বলেন, "বিষয়টি প্রথমে নজরে আসার পর, আমি বিশ্বাসই করতে পারছিলাম না । এটা সম্ভব? পরে আমি বুঝি অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গিয়েছে । তবে লালবাজারে লিখিত অভিযোগ দায়ের করেছি । "