ETV Bharat / state

Murder Attempt in Kolkata: শহরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা, তদন্তে পুলিশ - কুপিয়ে খুনের চেষ্টা

শহরে প্রকাশ্য রাস্তায় ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ ৷ তদন্তে হরিদেবপুর থানার পুলিশ ৷ ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় ৷

miscreants try to kill man
কুপিয়ে খুনের চেষ্টা
author img

By

Published : Apr 13, 2023, 11:57 PM IST

কলকাতা, 13 এপ্রিল: খাস কলকাতায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ । বুধবার রাত প্রায় সাড়ে 12টা নাগাদ ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানা এলাকার বড়বাগানে । যে ব্যক্তিকে রাস্তায় ফেলে কোপানোর চেষ্টা হয়েছে তাঁর নাম সঞ্চায়ন বিশ্বাস (45) । ঘটনাকে ঘিরে এলাকাতে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য ।

জানা গিয়েছে, এলাকার বাসিন্দারা এই বিষয়ে পুলিশকে খুব বেশি তথ্য দিয়ে সাহায্য করতে পারেনি । এর কারণ হিসাবে বাসিন্দারা জানায়, সঞ্চায়ন কয়েক মাস হল হরিদেবপুর থানা এলাকার বড়বাগানে একটি বাড়িতে ভাড়া এসেছেন । এছাড়াও এলাকায় তিনি এবং তাঁর বাবা সেইভাবে কারও সঙ্গে মেলামেশা করেন না । ওই দিন রাতে সঞ্চায়ন যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় তাঁর পিছন থেকে কাটারি নিয়ে দুই ব্যক্তি চরাও হয় বলে অভিযোগ ৷

সূত্রের খবর, ঘটনাটি এলাকার সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে । তাতে দেখা গিয়েছে, দুষ্কৃতীরা সঞ্চায়নকে রাস্তায় ফেলে কাটারি দিয়ে এলোপাথাড়ি কোপ মারতে থাকে । পরে তিনি চিৎকার করতে শুরু করলে তা শুনে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে আসেন । তখন ওই দুই দুষ্কৃতী এলাকা ছেড়ে পালিয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিদেবপুর থানার পুলিশ ৷ রক্তাক্ত অবস্থায় সঞ্চায়নকে রাতেই বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে প্রাথমিক চিকিৎসা চলে তাঁর । এরপরে রাত প্রায় আড়াইটে নাগাদ সঞ্চায়নকে রেফার করা হয় এসএসকেএম হাসপাতালে । সেখানেই বর্তমানে তাঁর চিকিৎসা চলছে বলে হরিদেবপুর থানার পুলিশ জানায় ।

এই ঘটনা কেন ঘটল সেই বিষয় স্পষ্টভাবে কিছু জানা যায়নি ৷ সূত্রের খবর, তবে তদন্তকারীরা জানতে পেরেছেন সঞ্চায়নের বাড়িতে একজন মহিলা আয়ার কাজ করতেন । সেই আয়ার সঙ্গে খুব গল্প করতেন সঞ্চায়ন ৷ এই বিষয়টি আয়ার স্বামী ও ছেলে ভালোভাবে নেননি । তদন্তে জানা গিয়েছে, আয়ার স্বামী ও ছেলেও একাধিকবার সঞ্চায়নের বাড়িতে আয়ার কাজ করতে বারন করেন ওই মহিলাকে ৷ কিন্তু ওই আয়া তা শোনেননি । এই বিষয়টিকে কেন্দ্র করে সঞ্চায়নকে নাকি বেশ কয়েকবার হুমকি দেয় আয়ার ছেলে ও স্বামী । কিন্তু তাতেও কোনও কাজ হয়নি ৷

পুলিশের অনুমান, বুধবার দোকান থেকে বাড়িতে ঢোকার মুখেই সঞ্চায়নকে পিছন থেকে কাটারি দিয়ে রাস্তায় ফেলে কোপায় ওই দুই দুষ্কৃতী ৷ তবে তাদের নাম পরিচয় বা খোঁজ এখনও জানতে পারেনি পুলিশ । কিন্তু তদন্তকারীদের আরও অনুমান, এই হামলার নেপথ্যে রয়েছেম আয়ার ছেলে ও স্বামী । ঘটনার পর থেকে ওই আয়ার ছেলে ও স্বামীর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে পুলিশ সূত্রে খবর । গোটা ঘটনায় ইতিমধ্যেই স্থানীয় হরিদেবপুর থামায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে । পুলিশ ভারতীয় দণ্ডবিধির 307 ধারায় খুনের চেষ্টার মামলা রুজু করেছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: শক্তিগড়ে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

কলকাতা, 13 এপ্রিল: খাস কলকাতায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ । বুধবার রাত প্রায় সাড়ে 12টা নাগাদ ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানা এলাকার বড়বাগানে । যে ব্যক্তিকে রাস্তায় ফেলে কোপানোর চেষ্টা হয়েছে তাঁর নাম সঞ্চায়ন বিশ্বাস (45) । ঘটনাকে ঘিরে এলাকাতে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য ।

জানা গিয়েছে, এলাকার বাসিন্দারা এই বিষয়ে পুলিশকে খুব বেশি তথ্য দিয়ে সাহায্য করতে পারেনি । এর কারণ হিসাবে বাসিন্দারা জানায়, সঞ্চায়ন কয়েক মাস হল হরিদেবপুর থানা এলাকার বড়বাগানে একটি বাড়িতে ভাড়া এসেছেন । এছাড়াও এলাকায় তিনি এবং তাঁর বাবা সেইভাবে কারও সঙ্গে মেলামেশা করেন না । ওই দিন রাতে সঞ্চায়ন যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় তাঁর পিছন থেকে কাটারি নিয়ে দুই ব্যক্তি চরাও হয় বলে অভিযোগ ৷

সূত্রের খবর, ঘটনাটি এলাকার সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে । তাতে দেখা গিয়েছে, দুষ্কৃতীরা সঞ্চায়নকে রাস্তায় ফেলে কাটারি দিয়ে এলোপাথাড়ি কোপ মারতে থাকে । পরে তিনি চিৎকার করতে শুরু করলে তা শুনে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে আসেন । তখন ওই দুই দুষ্কৃতী এলাকা ছেড়ে পালিয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিদেবপুর থানার পুলিশ ৷ রক্তাক্ত অবস্থায় সঞ্চায়নকে রাতেই বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে প্রাথমিক চিকিৎসা চলে তাঁর । এরপরে রাত প্রায় আড়াইটে নাগাদ সঞ্চায়নকে রেফার করা হয় এসএসকেএম হাসপাতালে । সেখানেই বর্তমানে তাঁর চিকিৎসা চলছে বলে হরিদেবপুর থানার পুলিশ জানায় ।

এই ঘটনা কেন ঘটল সেই বিষয় স্পষ্টভাবে কিছু জানা যায়নি ৷ সূত্রের খবর, তবে তদন্তকারীরা জানতে পেরেছেন সঞ্চায়নের বাড়িতে একজন মহিলা আয়ার কাজ করতেন । সেই আয়ার সঙ্গে খুব গল্প করতেন সঞ্চায়ন ৷ এই বিষয়টি আয়ার স্বামী ও ছেলে ভালোভাবে নেননি । তদন্তে জানা গিয়েছে, আয়ার স্বামী ও ছেলেও একাধিকবার সঞ্চায়নের বাড়িতে আয়ার কাজ করতে বারন করেন ওই মহিলাকে ৷ কিন্তু ওই আয়া তা শোনেননি । এই বিষয়টিকে কেন্দ্র করে সঞ্চায়নকে নাকি বেশ কয়েকবার হুমকি দেয় আয়ার ছেলে ও স্বামী । কিন্তু তাতেও কোনও কাজ হয়নি ৷

পুলিশের অনুমান, বুধবার দোকান থেকে বাড়িতে ঢোকার মুখেই সঞ্চায়নকে পিছন থেকে কাটারি দিয়ে রাস্তায় ফেলে কোপায় ওই দুই দুষ্কৃতী ৷ তবে তাদের নাম পরিচয় বা খোঁজ এখনও জানতে পারেনি পুলিশ । কিন্তু তদন্তকারীদের আরও অনুমান, এই হামলার নেপথ্যে রয়েছেম আয়ার ছেলে ও স্বামী । ঘটনার পর থেকে ওই আয়ার ছেলে ও স্বামীর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে পুলিশ সূত্রে খবর । গোটা ঘটনায় ইতিমধ্যেই স্থানীয় হরিদেবপুর থামায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে । পুলিশ ভারতীয় দণ্ডবিধির 307 ধারায় খুনের চেষ্টার মামলা রুজু করেছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: শক্তিগড়ে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.