ETV Bharat / state

CPI(M) পার্টি অফিসে দুষ্কৃতী হামলা - attack on party office

কসবার CPI(M) পার্টি অফিস ভাঙচুর করল দুষ্কৃতীরা। গতরাতের ঘটনা। কসবা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

CPI(M) পার্টি অফিস
author img

By

Published : Mar 6, 2019, 10:13 PM IST

কলকাতা, ৬ মার্চ : CPI(M) পার্টি অফিস ভাঙচুর চালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে কসবা এলাকার ১০৭ নম্বর ওয়ার্ডের হালতুতে। অভিযোগ, গতরাতে দুষ্কৃতীরা পার্টি অফিস ভাঙচুর করে। পাশাপাশি অফিসের পাশে থাকা কিছু বাড়িতেও ভাঙচুর চালানোর চেষ্টা করে।

CPI(M) কর্মীদের অভিযোগ, গতকাল রাত ৩ টে নাগাদ ৪-৫ জন দুষ্কৃতী পার্টি অফিসে চড়াও হয়। তারা অফিসের শহিদবেদির পতাকা ছিড়ে দিয়েছে। কাচের জানালা ইট দিয়ে ভেঙে ফেলা হয়েছে। এমন কী অফিসের দরজা ভাঙারও চেষ্টা করা হয়।

CPI(M) কর্মী প্রশান্ত দাস জানান, এই ঘটনায় পার্টি অফিসে রাখা নথিপত্রের কোনও ক্ষতি হয়নি। দুষ্কৃতীরা অফিসের ভিতরে ঢুকতে পারেনি। ২০১১ সালেও এই পার্টি অফিস ভাঙচুরের চেষ্টা করা হয়েছিল। কসবা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

কলকাতা, ৬ মার্চ : CPI(M) পার্টি অফিস ভাঙচুর চালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে কসবা এলাকার ১০৭ নম্বর ওয়ার্ডের হালতুতে। অভিযোগ, গতরাতে দুষ্কৃতীরা পার্টি অফিস ভাঙচুর করে। পাশাপাশি অফিসের পাশে থাকা কিছু বাড়িতেও ভাঙচুর চালানোর চেষ্টা করে।

CPI(M) কর্মীদের অভিযোগ, গতকাল রাত ৩ টে নাগাদ ৪-৫ জন দুষ্কৃতী পার্টি অফিসে চড়াও হয়। তারা অফিসের শহিদবেদির পতাকা ছিড়ে দিয়েছে। কাচের জানালা ইট দিয়ে ভেঙে ফেলা হয়েছে। এমন কী অফিসের দরজা ভাঙারও চেষ্টা করা হয়।

CPI(M) কর্মী প্রশান্ত দাস জানান, এই ঘটনায় পার্টি অফিসে রাখা নথিপত্রের কোনও ক্ষতি হয়নি। দুষ্কৃতীরা অফিসের ভিতরে ঢুকতে পারেনি। ২০১১ সালেও এই পার্টি অফিস ভাঙচুরের চেষ্টা করা হয়েছিল। কসবা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Intro:এবার থেকে বন্ধ হতে চলেছে পাতলা প্লাস্টিক ব্যাগের ব্যবহার। দেরিতে হলেও প্লাস্টিক ব্যাগ ব্যবহার কে নিয়ন্ত্রিত করতে অবশেষে নড়েচড়ে বসল কলকাতা পুর নিগাম। এবার থেকে যথেচ্ছভাবে প্লাস্টিকের ব্যাগ ও থার্মোকলের ব্যবহার করা যাবে না। এইরকমই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম। আজ প্লাস্টিক অ্যাসোসিয়েশনের ও পলিউশন কন্ট্রোল বোর্ডের সঙ্গে বৈঠকে বসেন মেয়র ফিরহাদ হাকিম।


Body:মেয়র ফিরহাদ প্লাস্টিক থেকে পরিবেশ দূষণের কথা মেনে নিলেন। এই দিনের বৈঠকে প্লাস্টিক ব্যাগের ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আনার পরিকল্পনার কথা জানিয়েছেন। বৈঠকের প্রস্তাব করা হয়েছে 50 মাইক্রোন প্লাস্টিক বাতিল করে 100 মাইক্রন এর প্লাস্টিক ব্যবহার চালু করতে হবে। সেই সঙ্গে থার্মোকলের থালা গ্লাস ব্যবহার ওপরেও নিষেধাজ্ঞা না হচ্ছে। মিয়া সেরা দাখিল জানিয়েছেন থার্মোকলের থালা গ্লাস এর ব্যবহার অনেক পরিমাণে বেড়ে গেছে। থারমো কল এবং প্লাস্টিক অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে শহর কলকাতায়। ধাপার মাঠে এই থারমো কল প্রচুর পরিমাণে জমা পড়ছে। তাই এই থারমো কল কেউ রিসাইকেল করা যায় কিনা সেই বিষয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। থারমো কল কেউ রিসাইকেল করার ভাবনা চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।


Conclusion:এই বিষয়ে প্লাস্টিক অ্যাসোসিয়েশন কে চিঠি দিতে বলা হয়েছে পলিউশন কন্ট্রোল বোর্ডের কাছে। যাতে 50 মাইক্রন প্লাস্টিক বন্ধ করাএবং থার্মোকলের রিসাইকেল নিয়ে। 7 থেকে 10 দিনের মধ্যে পলিউশন কন্ট্রোল বোর্ড একটি রিপোর্ট জমা দেবে কলকাতা পুরনিগমে। ড্রেন নালা গুলিতে প্লাস্টিক আটকে গিয়ে নিয়ে জল জমা সমস্যা তৈরি হয়। তাই নিম্নমানের প্লাস্টিক বন্ধ করতে উদ্যোগে কলকাতা পৌরনিগম।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.