কলকাতা, 9 মে : খাস কলকাতা থেকে নাবালিকাকে অপহরণ । উদ্দেশ্য ছিল বাংলাদেশে পাচারের । তবে পুলিশের তৎপরতায় অভিযুক্তের ছক বানচাল (Rescued minor girl)। ঘটনাটি ঘটেছে বেলেঘাটা থানা এলাকায় । কলকাতা পুলিশের ডিসি ইএসডি প্রিয়ব্রত রয় জানান, পুলিশি অভিযানে এই পাচারের আটকানো গিয়েছে । জানা গিয়েছে, একাধিকবার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েও অভিযুক্তকে ধরতে পারা যাচ্ছিল না ৷ অবশেষে ভারত-বাংলাদেশ সীমান্তে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করল বেলেঘাটা থানার পুলিশ। ধৃতের নাম দেবু কুমার মাহাতো । সঙ্গে উদ্ধার করা হয়েছে ওই নাবালিকাকে ।
আরও পড়ুন : বিহারে পাচার হওয়া নাবালিকাকে উদ্ধার করল ডায়মন্ডহারবার থানার পুলিশ
সম্প্রতি বেলেঘাটা থানায় ওই নাবালিকার পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয় যে, তাদের পরিবারের এক নাবালিকা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছে । প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই নাবালিকা নিখোঁজের পিছনে রয়েছে তাঁদের প্রতিবেশী দেবু কুমার মাহাতো নামে এক যুবক । যে বাংলাদেশের বাসিন্দা । তদন্তে নেমে প্রথমেই বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কথা বলে কলকাতা পুলিশ ।
এরপর মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে জানা যায় ওই নাবালিকাকে নিয়ে রানাঘাটের একটি গেষ্ট হাউসে রয়েছে অভিযুক্ত । কিন্তু সেখানে পুলিশি অভিযানের কথা আগে থেকে টের পেয়ে চম্পট দেয় অভিযুক্ত । এরপর অভিযুক্তের মোবাইল লোকেশন ট্র্যাক করে খবর পাওয়া যায় অভিযুক্ত দক্ষিণ দিনাজপুরে রয়েছে ৷ তবে সেক্ষেত্রেও পুলিশের আগাম আসার খবর জানতে পেরে এলাকা ছেড়ে দেয় অভিযুক্ত । অবশেষে পুলিশ জানতে পারে ভারত-বাংলাদেশ সীমান্তের বনগাঁ পেট্রাপোল সীমান্ত এলাকায় রয়েছে ওই অভিযুক্ত । ভারত-বাংলাদেশ সীমান্ত পারাপারের উদ্দেশ্য ছিল তার । তবে তার আসল উদ্দেশ্য সফল হয়নি, বাংলাদেশে ঢোকার আগেই তাকে গ্রেফতার করে বেলেঘাটা থানার পুলিশ ।