ETV Bharat / state

কলকাতায় প্রথম চিনা নিউমোনিয়া আক্রান্তের হদিশ, পার্ক সার্কাসের হাসপাতালে ভরতি নাবালিকা - china phenomena

China Phenomena: কলকাতায় প্রথম চিনা নিউমোনিয়ায় আক্রান্ত নাবালিকা ৷ 25 ডিসেম্বর থেকে ভরতি রয়েছে পার্ক সার্কাসের হাসপাতালে ৷

china phenomena
চিনা নিউমোনিয়া
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2024, 4:51 PM IST

কলকাতা, 3 জানুয়ারি: কলকাতায় এই প্রথম হদিশ মিলল চিনা নিউমোনিয়ার । পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে চিনা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভরতি রয়েছে 10 বছরের বালিকা । বাঁশদ্রোণীর বাসিন্দা সে । হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গিয়েছে, মাইকোপ্লাজমা নিউমোনি ব্যাকটেরিয়ায় আক্রান্ত ওই বালিকা । জানা গিয়েছে, 25 ডিসেম্বর পার্ক সার্কাসের ওই হাসপাতালে ভরতি করা হয় মেয়েটিকে । হাসপাতালে ভরতির পরে তার সর্দি ও শুকনো কাশির উপসর্গ দেখা গিয়েছিল । এছাড়াও গায়ে প্রচণ্ড জ্বর ছিল বলে খবর ।

হাসপাতালের তরফে জানা গিয়েছে, মেয়েটির চোখেও সংক্রমণ দেখা গিয়েছিল । চোখ লাল হয়ে ফুলে উঠেছিল । প্রথমে মনে করা হয়েছিল সর্দি-কাশির অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ । কিন্তু পরে নাবালিকার থুতু-লালার নমুনা পরীক্ষা করে ধরা পড়ে মাইকোপ্লাজমা নিউমোনি । হাসপাতালের এক চিকিৎসক জানান, মেয়েটির প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল । তাকে অক্সিজেন সাপোর্টে রাখতে হয় । তবে নিউমোনিয়ার অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে ধীরে ধীরে মেয়েটি স্থিতিশীল হয়েছে ।

গত বছর নভেম্বর মাস থেকেই বাইরের দেশের ছড়িয়ে পড়েছিল এই চিনা নিউমোনিয়া । এই দেশেও সংক্রমণের ভয় তৈরি হয়েছিল । চিনের এই পরিস্থিতি দেখে দেশের জন্য বিশেষ নির্দেশিকা প্রকাশ করে কেন্দ্রীয় সরকার । দেশে এই ধরনের সংক্রমণ রুখতে পর্যান্ত ব্যবস্থা ও পরিকাঠামো তৈরির উপর জোর দিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক । যদিও স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের এখনই কোনও আশংকার কারণ নেই । তবে এবার কলকাতায় খোঁজ মিলল চিনা নিউমোনিয়ার । চিকিৎসকদের মতে, এই নিউমোনিয়া প্রচণ্ড ছোঁয়াচে । তাই বর্তমানে পার্ক সার্কাসের হাসপাতালে ভরতি ওই বাচ্চা মেয়েটিকে সারাক্ষণ পর্যবেক্ষণে রাখা হচ্ছে । তার থেকে যাতে সংক্রমণ না ছড়িয়ে পড়ে সেদিকে লক্ষ্য রাখছেন চিকিৎসকেরা ৷

আরও পড়ুন:

  1. সামনে উৎসবের মরশুম, তার আগে উদ্বেগ বাড়াচ্ছে চিনা নিউমোনিয়া
  2. ক্রমশ বাড়ছে নিউমোনিয়া, কোন লক্ষণ দেখলেই চিকিৎসকের কাছে যাবেন ?
  3. নিউমোনিয়া সারাতে দেড় মাসের শিশুকে গরম লোহার রডের ছ্যাঁকা!

কলকাতা, 3 জানুয়ারি: কলকাতায় এই প্রথম হদিশ মিলল চিনা নিউমোনিয়ার । পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে চিনা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভরতি রয়েছে 10 বছরের বালিকা । বাঁশদ্রোণীর বাসিন্দা সে । হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গিয়েছে, মাইকোপ্লাজমা নিউমোনি ব্যাকটেরিয়ায় আক্রান্ত ওই বালিকা । জানা গিয়েছে, 25 ডিসেম্বর পার্ক সার্কাসের ওই হাসপাতালে ভরতি করা হয় মেয়েটিকে । হাসপাতালে ভরতির পরে তার সর্দি ও শুকনো কাশির উপসর্গ দেখা গিয়েছিল । এছাড়াও গায়ে প্রচণ্ড জ্বর ছিল বলে খবর ।

হাসপাতালের তরফে জানা গিয়েছে, মেয়েটির চোখেও সংক্রমণ দেখা গিয়েছিল । চোখ লাল হয়ে ফুলে উঠেছিল । প্রথমে মনে করা হয়েছিল সর্দি-কাশির অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ । কিন্তু পরে নাবালিকার থুতু-লালার নমুনা পরীক্ষা করে ধরা পড়ে মাইকোপ্লাজমা নিউমোনি । হাসপাতালের এক চিকিৎসক জানান, মেয়েটির প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল । তাকে অক্সিজেন সাপোর্টে রাখতে হয় । তবে নিউমোনিয়ার অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে ধীরে ধীরে মেয়েটি স্থিতিশীল হয়েছে ।

গত বছর নভেম্বর মাস থেকেই বাইরের দেশের ছড়িয়ে পড়েছিল এই চিনা নিউমোনিয়া । এই দেশেও সংক্রমণের ভয় তৈরি হয়েছিল । চিনের এই পরিস্থিতি দেখে দেশের জন্য বিশেষ নির্দেশিকা প্রকাশ করে কেন্দ্রীয় সরকার । দেশে এই ধরনের সংক্রমণ রুখতে পর্যান্ত ব্যবস্থা ও পরিকাঠামো তৈরির উপর জোর দিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক । যদিও স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের এখনই কোনও আশংকার কারণ নেই । তবে এবার কলকাতায় খোঁজ মিলল চিনা নিউমোনিয়ার । চিকিৎসকদের মতে, এই নিউমোনিয়া প্রচণ্ড ছোঁয়াচে । তাই বর্তমানে পার্ক সার্কাসের হাসপাতালে ভরতি ওই বাচ্চা মেয়েটিকে সারাক্ষণ পর্যবেক্ষণে রাখা হচ্ছে । তার থেকে যাতে সংক্রমণ না ছড়িয়ে পড়ে সেদিকে লক্ষ্য রাখছেন চিকিৎসকেরা ৷

আরও পড়ুন:

  1. সামনে উৎসবের মরশুম, তার আগে উদ্বেগ বাড়াচ্ছে চিনা নিউমোনিয়া
  2. ক্রমশ বাড়ছে নিউমোনিয়া, কোন লক্ষণ দেখলেই চিকিৎসকের কাছে যাবেন ?
  3. নিউমোনিয়া সারাতে দেড় মাসের শিশুকে গরম লোহার রডের ছ্যাঁকা!
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.