ETV Bharat / state

কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে গাড়ির ধাক্কা, গ্রেফতার বিচারকের নাবালক নাতি - park street rash driving

Minor Driver Arrested: বিচারকের নাবালক নাতির বিরুদ্ধে ট্রাফিক সার্জেন্টকে ধাক্কা মারার অভিযোগ ৷ ধৃত অভিযুক্ত ৷

Etv Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 4:37 PM IST

কলকাতা, 28 নভেম্বর: নীলবাতি লাগানো গাড়িতে চালকের আসনে নাবালক নাতি এবং পাশের আসনে তার বান্ধবী । সেই গাড়ির গতিও আবার বেশি ৷ বেপরোয়া সেই গাড়ির গতিতে রাশ টানতে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট গাড়িটিকে দাঁড়ানোর চেষ্টা করলে চালক সজোরে ট্রাফিক সার্জেন্টকে ধাক্কা মারে বলে অভিযোগ। পরে গ্রেফতার করা হয় ওই নাবালককে ৷ জানা গিয়েছে, ধৃত নাবালক আয়কর বিভাগের ট্রাইবুনাল আদালতের প্রাক্তন বিচারকের নাতি ৷

ধৃতকে মঙ্গলবার জুভেনাইল জাস্টিস বোর্ডের এজলাসে পেশ করা হবে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে পার্কস্ট্রিটে। জানা গিয়েছে, ইস্ট ট্রাফিক গার্ডের এক সার্জেন সেখানে কর্তব্যরত অবস্থায় ছিলেন । তিনি দেখতে পান দূর থেকে একটি নীল বাতি লাগানো গাড়ি দ্রুতগতিতে আসছে এবং গাড়ির সামনে বিচারকের একটি স্টিকার রয়েছে। সেখানে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট গাড়িটিকে দাঁড় করানোর চেষ্টা করেন । কিন্তু সেখানে গাড়িটি না-থামিয়ে ওই নাবালক গাড়ি নিয়ে অ্যালেন পার্কের দিক থেকে পার্কস্ট্রিট মোড়ের দিকে আচমকাই ঢুকে পড়ে। ততক্ষণে ওয়াকি টওয়াকিতে খবর চলে যায় পার্কস্ট্রিটে মোড়ে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের কাছে । তিনি গাড়িটিকে থামানোর চেষ্টা করেন ৷

কিন্তু অভিযোগ, সার্জেন্টের কথা না-শুনে গাড়ির গতি বাড়িয়ে সার্জেন্টকেই ধাক্কা মেরে সেখান থেকে গাড়ি পালানোর চেষ্টা করে ওই নাবালক। পরে অবশ্য কিছুটা দূরে কর্তব্যরত অন্যান্য পুলিশ কর্মীরা গাড়িটিকে ধরে ফেলেন । এরপরই ওই নাবালককে গ্রেফতার করা হয় এবং তার বান্ধবীকে আটক করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় । কোথা থেকে কেন এত দ্রুতগতিতে গাড়ি চালিয়ে আসছিল সে, তা জানার চেষ্টা করছে পুলিশ ৷ পাশাপাশি ওই নাবালক মদ্যপ অবস্থায় ছিল কি না, তাও পরীক্ষা করে দেখা হচ্ছে ।

আরও পড়ুন:

  1. সেনাকর্মীর পরিচয় দিয়ে সল্টলেকে বৃদ্ধের সঙ্গে প্রতারণা, মধ্যপ্রদেশ থেকে ধৃত যুবক
  2. শিলিগুড়িতে উদ্ধার কোটি টাকার বার্মাটিক কাঠ-সহ তিন জোড়া হরিণের শিং, ধৃত 4
  3. লেদার কমপ্লেক্স থানা এলাকায় খুনের ঘটনায় গ্রেফতার এক অভিযুক্ত

কলকাতা, 28 নভেম্বর: নীলবাতি লাগানো গাড়িতে চালকের আসনে নাবালক নাতি এবং পাশের আসনে তার বান্ধবী । সেই গাড়ির গতিও আবার বেশি ৷ বেপরোয়া সেই গাড়ির গতিতে রাশ টানতে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট গাড়িটিকে দাঁড়ানোর চেষ্টা করলে চালক সজোরে ট্রাফিক সার্জেন্টকে ধাক্কা মারে বলে অভিযোগ। পরে গ্রেফতার করা হয় ওই নাবালককে ৷ জানা গিয়েছে, ধৃত নাবালক আয়কর বিভাগের ট্রাইবুনাল আদালতের প্রাক্তন বিচারকের নাতি ৷

ধৃতকে মঙ্গলবার জুভেনাইল জাস্টিস বোর্ডের এজলাসে পেশ করা হবে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে পার্কস্ট্রিটে। জানা গিয়েছে, ইস্ট ট্রাফিক গার্ডের এক সার্জেন সেখানে কর্তব্যরত অবস্থায় ছিলেন । তিনি দেখতে পান দূর থেকে একটি নীল বাতি লাগানো গাড়ি দ্রুতগতিতে আসছে এবং গাড়ির সামনে বিচারকের একটি স্টিকার রয়েছে। সেখানে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট গাড়িটিকে দাঁড় করানোর চেষ্টা করেন । কিন্তু সেখানে গাড়িটি না-থামিয়ে ওই নাবালক গাড়ি নিয়ে অ্যালেন পার্কের দিক থেকে পার্কস্ট্রিট মোড়ের দিকে আচমকাই ঢুকে পড়ে। ততক্ষণে ওয়াকি টওয়াকিতে খবর চলে যায় পার্কস্ট্রিটে মোড়ে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের কাছে । তিনি গাড়িটিকে থামানোর চেষ্টা করেন ৷

কিন্তু অভিযোগ, সার্জেন্টের কথা না-শুনে গাড়ির গতি বাড়িয়ে সার্জেন্টকেই ধাক্কা মেরে সেখান থেকে গাড়ি পালানোর চেষ্টা করে ওই নাবালক। পরে অবশ্য কিছুটা দূরে কর্তব্যরত অন্যান্য পুলিশ কর্মীরা গাড়িটিকে ধরে ফেলেন । এরপরই ওই নাবালককে গ্রেফতার করা হয় এবং তার বান্ধবীকে আটক করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় । কোথা থেকে কেন এত দ্রুতগতিতে গাড়ি চালিয়ে আসছিল সে, তা জানার চেষ্টা করছে পুলিশ ৷ পাশাপাশি ওই নাবালক মদ্যপ অবস্থায় ছিল কি না, তাও পরীক্ষা করে দেখা হচ্ছে ।

আরও পড়ুন:

  1. সেনাকর্মীর পরিচয় দিয়ে সল্টলেকে বৃদ্ধের সঙ্গে প্রতারণা, মধ্যপ্রদেশ থেকে ধৃত যুবক
  2. শিলিগুড়িতে উদ্ধার কোটি টাকার বার্মাটিক কাঠ-সহ তিন জোড়া হরিণের শিং, ধৃত 4
  3. লেদার কমপ্লেক্স থানা এলাকায় খুনের ঘটনায় গ্রেফতার এক অভিযুক্ত
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.