কলকাতা, 26 জুন : বেহালার হরিদেবপুরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের(minor died after being electrocuted) ৷ মৃতের নাম নীতিশ যাদব (12)। রবিবার একটি অনুষ্ঠানের প্রসাদ আনতে গিয়েছিল সে । রাস্তার জমা জলে পা ফেলতেই দুর্ঘটনাটি ঘটে ৷ অনুমান, পাশে থাকা ল্যাম্পপোস্ট থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার ৷
হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিদেবপুর থানার পুলিশ । জানা গিয়েছে, হরিদেবপুর থানা এলাকার 34/বি হাফিজ মহম্মদ ইস্তাক রোড দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় নীতিশ নামে ওই কিশোর । ঘটনাস্থলে সে অজ্ঞান হয়ে যায় । এরপর স্থানীয়রা তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যেতে মৃত ঘোষণা করেন চিকিৎসক ।
কয়েকবছর আগে দমদমে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক নাবালিকার ।
আরও পড়ুন : Electrocution Death : খড়দার ঘটনার পুনরাবৃত্তি আগরপাড়ায়, জমা জলে বাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের