ETV Bharat / state

Jyotipriya Mallick: বাড়িতে পাখি পুষলেই শাস্তি! আসছে কড়া আইন - বাড়িতে পাখি পুষলেই শাস্তি

খাঁচায় টিয়া পোষা যাবে না ৷ পোষা যাবে না কোনও দেশীয় পাখিই ৷ শুধু তাই নয়, বিদেশি পাখি বাড়িতে রাখলেও মানতে হবে নয়া বিধিনিষেধ ৷

ETV Bharat
পাখি পোষা
author img

By

Published : Jul 27, 2023, 7:14 AM IST

Updated : Jul 27, 2023, 8:16 AM IST

বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানালেন বাড়িতে দেশীয় পাখি পোষা যাবে না

কলকাতা, 27 জুলাই: বাড়িতে পাখি পোষায় বিধিনিষেধ আসছে ৷ খুব শিগগিরি এই নতুন নিয়ম লাগু হতে চলেছে বলে বুধবার বিধানসভায় জানালেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ মন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ, বন্য হোক বা পোষ্য দেশীয় - কোনও পাখিই আর বাড়িতে রাখা যাবে না ৷ বাড়িতে রাখলে তা অপরাধ হিসেবে গণ্য হবে ৷

মন্ত্রী আরও জানিয়েছেন, অগস্টের শেষেই হয়তো নয়া আইন তৈরি হয়ে যাবে ৷ তখন সাধারণ নাগরিকের তা মানা ছাড়া কোনও উপায় থাকবে না ৷ আর এই আইন অমান্য করলে থাকছে কড়া শাস্তির বিধান ৷ বিদেশি পাখি অবশ্য বাড়িতে রাখা যাবে ৷ তবে শুধুমাত্র প্রজননের জন্য ৷ তার জন্য নির্দিষ্ট লাইসেন্স লাগবে ৷ 15 হাজার টাকা রেজিস্ট্রেশন ফ্রি দিতে হবে সংশ্লিষ্ট নাগরিককে ৷ থাকছে আরও কিছু বিধি-নিষেধও ৷ বিদেশি পাখি রাখলে তা খোলা বাজারে বিক্রি করা যাবে না ৷ সেই পাখি মেলাতেও প্রদর্শন করা যাবে না ৷

জানা গিয়েছে, সাধারণ নাগরিকের কাছে আদালতের নির্দেশ পরিষ্কার করে তুলে ধরতে বিশেষ উদ্যোগ নেবে প্রশাসন ৷ তাহলেই সকলে বুঝতে পারবে, কী করা যাবে আর কী করা যাবে না ৷ তবে জ্যোতিপ্রিয় মল্লিকের স্পষ্ট বার্তা, এখন যাঁরা বাড়িতে দেশীয় পাখি রাখেন, তাঁরা আগে থেকেই সতর্ক হয়ে যান ৷ তা না হলে আগামী দিনে আইনি জটিলতায় পড়তে হতে পারে তাঁদের ৷

আরও পড়ুন: বনবিভাগকে সাজাতে রাজ্যকে 650 কোটি টাকা অনুদান জাপানি সংস্থার

অন্যদিকে, কলকাতার বাসিন্দাদের জন্য সুখবর দিয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তিনি জানান, কলকাতার কাছে ধাপে ধাপে আরও একটি সুন্দর চিড়িয়াখানা গড়ে উঠেছে ৷ নিউটাউনের এই চিড়িয়াখানায় এতদিন পর্যন্ত হরিণ, জিরাফ-সহ একাধিক প্রাণী ছিল ৷ এবার এই চিড়িয়াখানায় আসতে চলেছে বাঘ, সিংহও ৷ বনমন্ত্রী জানিয়েছেন, তানজানিয়া, কঙ্গো, মাসাইমারা থেকে 6টি সিংহ আনা হচ্ছে ৷ এছাড়া থাকবে ছ'টি বাঘও ৷ উভয় ক্ষেত্রেই দু'টি করে পুরুষ আর চারটি করে মহিলা পশু আনা হচ্ছে বলে জানান মন্ত্রী ৷

বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানালেন বাড়িতে দেশীয় পাখি পোষা যাবে না

কলকাতা, 27 জুলাই: বাড়িতে পাখি পোষায় বিধিনিষেধ আসছে ৷ খুব শিগগিরি এই নতুন নিয়ম লাগু হতে চলেছে বলে বুধবার বিধানসভায় জানালেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ মন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ, বন্য হোক বা পোষ্য দেশীয় - কোনও পাখিই আর বাড়িতে রাখা যাবে না ৷ বাড়িতে রাখলে তা অপরাধ হিসেবে গণ্য হবে ৷

মন্ত্রী আরও জানিয়েছেন, অগস্টের শেষেই হয়তো নয়া আইন তৈরি হয়ে যাবে ৷ তখন সাধারণ নাগরিকের তা মানা ছাড়া কোনও উপায় থাকবে না ৷ আর এই আইন অমান্য করলে থাকছে কড়া শাস্তির বিধান ৷ বিদেশি পাখি অবশ্য বাড়িতে রাখা যাবে ৷ তবে শুধুমাত্র প্রজননের জন্য ৷ তার জন্য নির্দিষ্ট লাইসেন্স লাগবে ৷ 15 হাজার টাকা রেজিস্ট্রেশন ফ্রি দিতে হবে সংশ্লিষ্ট নাগরিককে ৷ থাকছে আরও কিছু বিধি-নিষেধও ৷ বিদেশি পাখি রাখলে তা খোলা বাজারে বিক্রি করা যাবে না ৷ সেই পাখি মেলাতেও প্রদর্শন করা যাবে না ৷

জানা গিয়েছে, সাধারণ নাগরিকের কাছে আদালতের নির্দেশ পরিষ্কার করে তুলে ধরতে বিশেষ উদ্যোগ নেবে প্রশাসন ৷ তাহলেই সকলে বুঝতে পারবে, কী করা যাবে আর কী করা যাবে না ৷ তবে জ্যোতিপ্রিয় মল্লিকের স্পষ্ট বার্তা, এখন যাঁরা বাড়িতে দেশীয় পাখি রাখেন, তাঁরা আগে থেকেই সতর্ক হয়ে যান ৷ তা না হলে আগামী দিনে আইনি জটিলতায় পড়তে হতে পারে তাঁদের ৷

আরও পড়ুন: বনবিভাগকে সাজাতে রাজ্যকে 650 কোটি টাকা অনুদান জাপানি সংস্থার

অন্যদিকে, কলকাতার বাসিন্দাদের জন্য সুখবর দিয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তিনি জানান, কলকাতার কাছে ধাপে ধাপে আরও একটি সুন্দর চিড়িয়াখানা গড়ে উঠেছে ৷ নিউটাউনের এই চিড়িয়াখানায় এতদিন পর্যন্ত হরিণ, জিরাফ-সহ একাধিক প্রাণী ছিল ৷ এবার এই চিড়িয়াখানায় আসতে চলেছে বাঘ, সিংহও ৷ বনমন্ত্রী জানিয়েছেন, তানজানিয়া, কঙ্গো, মাসাইমারা থেকে 6টি সিংহ আনা হচ্ছে ৷ এছাড়া থাকবে ছ'টি বাঘও ৷ উভয় ক্ষেত্রেই দু'টি করে পুরুষ আর চারটি করে মহিলা পশু আনা হচ্ছে বলে জানান মন্ত্রী ৷

Last Updated : Jul 27, 2023, 8:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.