কলকাতা, 13 সেপ্টেম্বর: বিজেপির নবান্ন অভিযান ঘিরে আগেভাগেই তৎপর পুলিশ । তবে বিজেপির অভিযোগ জেলার বিভিন্ন জায়গায় তাঁদের কর্মীদের নবান্নে আসতে বাধা দেওয়া হচ্ছে । আর অভিযানের ঠিক আগে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী তৃণমূল নেতা ফিরহাদ হাকিম । রাজ্যে 'দুর্নীতি' থেকে শুরু করে 'মূল্যবৃদ্ধি'র বিরুদ্ধে আজ নবান্ন অভিযান করছে বঙ্গ বিজেপি ৷ তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে আজ পশ্চিম মেদিনীপুরে রয়েছেন (Minister Firhad Hakim slams BJP over Nabanna Abhijan) ৷
তিনি বললেন, "বিজেপির লোকজন লাইন দিয়ে দাঁড়ালেও নবান্ন পর্যন্ত যাবে না । পার্টি তো এজেন্সি আর প্রচারের জন্য বেঁচে আছে ।" বিজেপির নবান্ন অভিযানে কর্মীদের যেতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে । এ প্রসঙ্গে তৃণমূল নেতা বলেন, "আঙুর ফল টক । লোকজন নেই । বিজেপির পর্যবেক্ষক বনসল সাহেব বলে গিয়েছেন আপনাদের শুধু নেতারাই রয়েছেন । তার তলায় কোনও কর্মী নেই । কর্মী নেই তো বাধা দেবে কাকে ?" হাওয়াকে ?"
মন্ত্রীর দাবি, বিজেপি যে ক'জনকে কলকাতা নিয়ে এসেছে, তারা বিহার, উত্তর প্রদেশের দুষ্কৃতী । সাংবাদিকদের তিনি বলেন, "কর্মীহীন একটা পার্টি শুধু এজেন্সি আর সংবাদমাধ্যমের প্রচার যন্ত্রের জোরে বেঁচে আছে । সেই পার্টি অভিযান করে করুক । কুঁজোরও তো চিত হয়ে শুতে ইচ্ছা করে !" বিজেপির অভিযোগ, গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করছে তৃণমূল । পাল্টা ববি বলেন, "কোনও গণতন্ত্র এখানে ধ্বংস হয় না ।"
আরও পড়ুন: বিজেপিকে আটকাতে অন্য রাজ্য থেকে পুলিশ আনা হয়েছে নাকি প্রশ্ন দিলীপের
বিজেপিকে কটাক্ষ করে ফিরহাদ বলেন, "যদি লাইন করেও বিজেপি দাঁড়ায় তাহলেও নবান্ন পর্যন্ত লাইন যাবে না । আমরা বাধা দিতে যাব কেন ? আমরা কি পাগল না বিজেপি ।" তিনি জানান, পুলিশ সুরক্ষার জন্য রেলিং দিয়েছে । তৃণমূলের অভিযানের দিনগুলির কথা মনে করিয়ে তৃণমূল নেতা বলেন, "আমাদের সময় এসপ্ল্যানেড ইস্টে দাঁড় করিয়ে দিত । যতটা অনুমতি আছে, সেই পর্যন্ত করবে কিন্তু নবান্নের ভিতরে ঢুকে যাবে, এটা তো আর হয় না । আমরা তো মহাকরণের ভিতর ঢুকে আন্দোলন করতাম না !" আজ নবান্ন অভিযান নিয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন, যেখানে বাধা সেখানেই সংঘর্ষ হবে । উত্তরে ফিরহাদ জানান, দিলীপ একটু গরম মেজাজের লোক । মাথা গরম করেন । কিন্তু দিলীপকে ওর নিজের দলই গুরুত্ব দেয় না।"
আরও পড়ুন: বিজেপির নবান্ন অভিযান ঘিরে সরগরম রাজ্য, সব আপডেট এক ক্লিকে