কলকাতা, 9 অক্টোবর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে জলপাইগুড়ির মালবাজারে ভয়াবহ দুর্ঘটনার রেশ এখনও কাটেনি ৷ এরপরও কার্নিভাল করা নিয়ে শাসক শিবিরকে কাঠগড়ায় তুলছে বিরোধী শিবির । এই পরিস্থিতিতে শনিবার রেড রোডে কার্নিভাল মঞ্চ থেকে রাজ্যের এই কার্নিভাল গুরুত্ব ব্যাখ্যা করলেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Urban Minister Firhad Hakim claims of 50 thousands crore transaction in Durga Puja 2022) ।
কলকাতা পৌরনিগমের মেয়র বলেন, "এই কার্নিভালকে কেন্দ্র করে আগামী দিনে রাজ্যের অর্থনীতিতে একটা ব্যাপক পরিবর্তন আসতে চলেছে । রাজ্যের অর্থনীতি আমূল বদলে যাবে ।" শনিবার কার্নিভাল শেষে ফিরহাদ হাকিম সাংবাদিকদের জানান, ইউনেসকো দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ৷ এ বছর দুর্গোৎসবে প্রায় 50 হাজার কোটি টাকার লেনদেন হয়েছে । আগামী পাঁচ বছরের মধ্যে এই পরিমাণ প্রায় এক লক্ষ কোটি টাকায় পৌঁছবে । তাঁর বিশ্বাস, এই অতিরিক্ত 50 হাজার কোটি টাকা আসবে পর্যটনের হাত ধরেই ।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ঢাক বাজানো, সাঁওতালি নাচে জমজমাট পুজো কার্নিভাল
মন্ত্রী ফিরহাদ বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দেন, তারা কার্নিভাল নিয়ে যতই সমালোচনা করুক দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্যের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর একটা ইঙ্গিত মিলেছে । মন্ত্রীর কথায়, "এবার দুর্গাপুজোয় বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এসেছেন কলকাতায় । বিদেশ থেকেও এসেছেন অনেকে ৷ এই উৎসব ঘিরে পর্যটকদের আগ্রহ ক্রমশই বাড়ছে । আগামিদিনে তা আরও বাড়বে । গত বছরে পুজোর সময় লেনদেন ছিল 40 হাজার কোটি টাকার মতো আর এ বছর তা 50 হাজার কোটিও পেরিয়ে গিয়েছে ।"
ফিরহাদের কথায়, "দুর্গাপুজোকে সামনে রেখে বাংলার অর্থনীতিতে একটা জোয়ার আসবে । এ বছর অনেক বিদেশি দুর্গাপুজোতে এসেছিলেন ৷ আমি তাঁদের সঙ্গে কথা বলেছি । তাঁদের বক্তব্য, আর্ট এবং কালচারের এত বড় শো আগে কখনও দেখেননি । পৃথিবীর সবচেয়ে বড় শিল্প এবং সংস্কৃতির শো আমাদের দুর্গাপুজো । আর বাংলার দুর্গাপুজোর কার্নিভাল হল পৃথিবীর সবচেয়ে বড় কার্নিভাল ।"