কলকাতা, 22 জুলাই: জমি ইস্যুতে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন দেশ বিদেশের বিদ্বজ্জন ও মার্কিন নোবেল জয়ীরা ৷ শুক্রবার তাঁদেরকে স্বার্থপর আখ্যা দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আর এই ঘটনায় এবার সরব হলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷
বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর তীব্র সমালোচনা করে তিনি বলেন, "বর্বর বিজেপি এবং বিজেপির সমর্থকরা বর্বরতায় বিশ্বাস করেন । মানুষ যখন বলছে এটা ভুল তাও বিশ্বভারতীর বিদ্যুৎবাবু এগুলো ঠিক করছেন না । অমর্ত্য সেনের সম্মানহানি করা মানে বাংলা ও ভারতবর্ষের সম্মানহানি । অমর্ত্য সেনের ওই এক চিলতে জমিতে কিছু যায় আসে না ।" শনিবার প্রাক্তন মেয়র যতীন্দ্রমোহন সেনগুপ্তের 90তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ফিরহাদ হাকিম চেতলার একটি অনুষ্ঠানে যোগ দেন ৷ সেখানে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন ।
21 জুলাই বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় মামলা চলাকালীন অমর্ত্য সেনকে 'জমি দখলকারী' বলে আখ্যা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেন । সেখানেই অমর্ত্য সেনের পাশে দাঁড়ানো সকল শিক্ষাবিদদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় এবং তাঁদের 'স্বার্থপর' বলে উল্লেখ করা হয়েছে বলেই অভিযোগ । বিশ্বভারতী কর্তৃপক্ষের এমন আচরণের তীব্র সমালোচনা করলেন এ দিন ফিরহাদ হাকিম । পাশাপশি বিজেপি, আরএসএস-এর বিরুদ্ধে সরব হন তিনি । এ দিন বিশ্বভারতীর প্রেস বিজ্ঞপ্তি প্রসঙ্গে এই রাজ্যের মন্ত্রী অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন । তিনি বলেন, "নোবেল জয়ীদের স্বার্থপর আখ্যা দিল বিশ্বভারতী । অমর্ত্য সেনকে যেভাবে আক্রমণ করা হয়েছে সেটা ঠিক নয় ।"
ফিরহাদ দাবি করেন, যেহেতু অমর্ত্য সেন বলেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ইকোনমিক পলিসি ভারতের হিতে নয়, সাম্প্রদায়িকতা ভারতকে পিছিয়ে দেবে । এই কারণে হই হই করে সবাই মিলে অমর্ত্য সেনকে আক্রমণ করছে ৷ এতে ভারতবর্ষের সম্মানহানি হচ্ছে । এটাই দেশ-বিদেশের সব অর্থনীতিবিদরা বলছেন । তিনি বলেন, "এদের কোন বোধ বিচার কিছু নেই ৷ শুধু নরেন্দ্র মোদি কীভাবে খুশি হবে ও আরএসএস কীভাবে খুশি হবে সেদিকেই নজর । নিজেদের চেয়ার বাঁচাবার জন্য এসব করছে ।"
আরও পড়ুন: অমর্ত্যর পাশে দাঁড়ানোয় মার্কিন নোবেলজয়ীদের 'স্বার্থপর' বলল বিশ্বভারতী
উল্লেখ্য, বিশ্বভারতীর সঙ্গে অমর্ত্য সেনের জমি ইস্যুতে পাশে দাঁড়িয়েছেন দেশ বিদেশের 304 জন বিশিষ্ট শিক্ষাবিদরা ৷ তাঁরা ভারতের রাষ্ট্রপতি তথা বিশ্বভারতীর পরিদর্শক দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছিলেন । তাঁদের মধ্যে রয়েছেন দুই মার্কিন নোবেল জয়ী অর্থনীতিবিদও ।