ETV Bharat / state

Dhupguri Election: বিধায়কের শপথে রাজভবনের অসহযোগিতা, মুখ্যমন্ত্রীকে নালিশ পরিষদীয় মন্ত্রীর - Dhupguri Election 2023

ধূপগুড়ির বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত ৷ আগামিকাল সোমবার রাজ্যপাল বিদেশ সফরে যাচ্ছেন ৷ তার আগে রবিবারই ধূপগুড়ির তৃণমূল বিধায়কের শপথগ্রহণ নিয়ে পরিষদীয় মন্ত্রীকে মুখ্যমন্ত্রী বললেন রাজ্যপালকে বিষয়টি নিয়ে চিঠি দিতে ৷

Etv Bharat
রাজভবন
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 9:49 PM IST

Updated : Sep 24, 2023, 10:57 PM IST

কলকাতা, 24 সেপ্টেম্বর: রাজভবনের অসহযোগিতা নিয়ে এবার মুখ্যমন্ত্রীর দরজায় পরিষদীয় মন্ত্রী । রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভূমিকা নিয়ে সরাসরি নালিশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে । বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠান যাতে দ্রুত করানো যায়, তার জন্য পুনরায় রাজ্যপালকে চিঠি দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রীর । আজ রবিবারই মুখ্যমন্ত্রীর হয়ে রাজ্যপালকে চিঠি দিচ্ছেন পরিষদীয় মন্ত্রী । আগামিকাল সোমবারই বিদেশ সফরের জন্য রাজ্য ছাড়ছেন রাজ্যপাল । তার আগে বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে আদৌ রাজভবনের অনুমতি আদায় করা যায় কি না, সেটাই এখন দেখার ।

প্রসঙ্গত, 8 সেপ্টেম্বর ধূপগুড়ি উপনির্বাচনের পর ফল প্রকাশিত হয়েছে । তারপর থেকে গত কয়েকদিন ধরেই ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়ের শপথগ্রহণ নিয়ে জটিলতা চলছিল । আচমকাই শনিবার বিধানসভা এবং পরিষদীয় দফতরকে এরিয়ে রাজভবনে বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয় । তবে শেষ পর্যন্ত পরিষদীয় দফতর বেঁকে বসায় সেই পরিকল্পনা ভেস্তে যায় । মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার শপথের ক্ষেত্রে রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন হলেও বিধায়কের ক্ষেত্রে রাজভবনের শপথের নজির সেভাবে নেই ।

সাধারণত দেখা যায় বিধায়কদের ক্ষেত্রে শপথবাক্য পাঠ করানো অধ্যক্ষ । কিন্তু এবার সরাসরি বিধানসভা এবং পরিষদীয় দফতরকে এরিয়ে রাজভবনে শপথের অনুষ্ঠান আয়োজনে গোটা বিষয়ে একটা নতুন করে সংঘাতের আবহ তৈরি হয়েছে । এদিকে আগামিকালই কলকাতা ছাড়ছেন রাজ্যপাল । পরশুদিন তিনি আমেরিকার উদ্দেশ্যে রওনা হবেন । এই অবস্থায় আজ মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ।

এদিন মুখ্যমন্ত্রী তাঁকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে তাঁর হয়ে এই নিয়ে রাজ্যপালকে চিঠি দিতে । মুখ্যমন্ত্রী বলেন, "বিধায়কের শপথের সঙ্গে নাগরিক পরিষেবার মতো গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে রয়েছে । তাই অবিলম্বে রাজ্যপালকে চিঠি দিন । বলুন বিধায়ক শপথ না নিতে পারলে এলাকার মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হবে ।" মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "আমি যত দ্রুত সম্ভব চিঠি দিচ্ছি । রাজ্যপাল বিদেশ যাচ্ছেন । এই চিঠি তার আগেই যাতে তাঁর হাতে পৌঁছয় সেই চেষ্টা করব । চিঠির খবর তিনি সংবাদমাধ্যমের মারফতও পাবেন । চাইলে তিনি অধ্যক্ষকে শপথ নেওয়ার কথা বলে দিতে পারেন । নির্মল রায় ধূপগুড়ির নির্বাচিত প্রতিনিধি । তাঁর এলাকায় পরিষেবা ব্যাহত হচ্ছে । আমি আগেও আপনাকে চিঠি দিয়েছিলাম । অবিলম্বে শপথের ব্যবস্থা করা হোক ।"

তবে এই বিষয়ে কেন হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী ? কেন তাঁর হয়ে পরিষদীয় মন্ত্রীকে চিঠি দিতে বললেন মমতা ? কারণ কোনওভাবে আগামিকালকের মধ্যে যদি বিধায়কের শপথগ্রহণ নিয়ে অনুমতি আদায় না করা যায়, তাহলে সাধারণ মানুষের কাজ আরও সাতদিন ঝুলে থাকবে । কারণ 7 দিনের জন্য বিদেশ সফরে যাচ্ছেন রাজ্যপাল ।

আরও পড়ুন : রাজভবনের ডাকে সাড়া দিলেন না ধূপগুড়ির তৃণমূল বিধায়ক নির্মল রায় ! শপথ নিয়ে বাড়ল জটিলতা

কলকাতা, 24 সেপ্টেম্বর: রাজভবনের অসহযোগিতা নিয়ে এবার মুখ্যমন্ত্রীর দরজায় পরিষদীয় মন্ত্রী । রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভূমিকা নিয়ে সরাসরি নালিশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে । বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠান যাতে দ্রুত করানো যায়, তার জন্য পুনরায় রাজ্যপালকে চিঠি দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রীর । আজ রবিবারই মুখ্যমন্ত্রীর হয়ে রাজ্যপালকে চিঠি দিচ্ছেন পরিষদীয় মন্ত্রী । আগামিকাল সোমবারই বিদেশ সফরের জন্য রাজ্য ছাড়ছেন রাজ্যপাল । তার আগে বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে আদৌ রাজভবনের অনুমতি আদায় করা যায় কি না, সেটাই এখন দেখার ।

প্রসঙ্গত, 8 সেপ্টেম্বর ধূপগুড়ি উপনির্বাচনের পর ফল প্রকাশিত হয়েছে । তারপর থেকে গত কয়েকদিন ধরেই ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়ের শপথগ্রহণ নিয়ে জটিলতা চলছিল । আচমকাই শনিবার বিধানসভা এবং পরিষদীয় দফতরকে এরিয়ে রাজভবনে বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয় । তবে শেষ পর্যন্ত পরিষদীয় দফতর বেঁকে বসায় সেই পরিকল্পনা ভেস্তে যায় । মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার শপথের ক্ষেত্রে রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন হলেও বিধায়কের ক্ষেত্রে রাজভবনের শপথের নজির সেভাবে নেই ।

সাধারণত দেখা যায় বিধায়কদের ক্ষেত্রে শপথবাক্য পাঠ করানো অধ্যক্ষ । কিন্তু এবার সরাসরি বিধানসভা এবং পরিষদীয় দফতরকে এরিয়ে রাজভবনে শপথের অনুষ্ঠান আয়োজনে গোটা বিষয়ে একটা নতুন করে সংঘাতের আবহ তৈরি হয়েছে । এদিকে আগামিকালই কলকাতা ছাড়ছেন রাজ্যপাল । পরশুদিন তিনি আমেরিকার উদ্দেশ্যে রওনা হবেন । এই অবস্থায় আজ মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ।

এদিন মুখ্যমন্ত্রী তাঁকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে তাঁর হয়ে এই নিয়ে রাজ্যপালকে চিঠি দিতে । মুখ্যমন্ত্রী বলেন, "বিধায়কের শপথের সঙ্গে নাগরিক পরিষেবার মতো গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে রয়েছে । তাই অবিলম্বে রাজ্যপালকে চিঠি দিন । বলুন বিধায়ক শপথ না নিতে পারলে এলাকার মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হবে ।" মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "আমি যত দ্রুত সম্ভব চিঠি দিচ্ছি । রাজ্যপাল বিদেশ যাচ্ছেন । এই চিঠি তার আগেই যাতে তাঁর হাতে পৌঁছয় সেই চেষ্টা করব । চিঠির খবর তিনি সংবাদমাধ্যমের মারফতও পাবেন । চাইলে তিনি অধ্যক্ষকে শপথ নেওয়ার কথা বলে দিতে পারেন । নির্মল রায় ধূপগুড়ির নির্বাচিত প্রতিনিধি । তাঁর এলাকায় পরিষেবা ব্যাহত হচ্ছে । আমি আগেও আপনাকে চিঠি দিয়েছিলাম । অবিলম্বে শপথের ব্যবস্থা করা হোক ।"

তবে এই বিষয়ে কেন হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী ? কেন তাঁর হয়ে পরিষদীয় মন্ত্রীকে চিঠি দিতে বললেন মমতা ? কারণ কোনওভাবে আগামিকালকের মধ্যে যদি বিধায়কের শপথগ্রহণ নিয়ে অনুমতি আদায় না করা যায়, তাহলে সাধারণ মানুষের কাজ আরও সাতদিন ঝুলে থাকবে । কারণ 7 দিনের জন্য বিদেশ সফরে যাচ্ছেন রাজ্যপাল ।

আরও পড়ুন : রাজভবনের ডাকে সাড়া দিলেন না ধূপগুড়ির তৃণমূল বিধায়ক নির্মল রায় ! শপথ নিয়ে বাড়ল জটিলতা

Last Updated : Sep 24, 2023, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.