ETV Bharat / state

কোরোনা ভ্যাকসিনের গবেষণায় যুক্ত চন্দ্রা দত্তের সঙ্গে কথা রাজ্যের মন্ত্রীর - Chandra Dutta

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কোরোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির দলে রয়েছেন কলকাতার বাসিন্দা চন্দ্রাবলী দত্ত । তিনি ওই দলে কোয়ালিটি অ্যাসিওরেন্স ম্যানেজারের পদে রয়েছেন ।

কোরোনা
কোরোনা
author img

By

Published : May 1, 2020, 12:14 AM IST

কলকাতা, 30 এপ্রিল : অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কোরোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির জন‍্য একটি দল সমানে গবেষণা করে চলেছে । সেই দলে রয়েছেন কলাকাতার বাসিন্দা চন্দ্রাবলী দত্ত । তিনি ওই দলে কোয়ালিটি অ্যাসিওরেন্স ম্যানেজারের পদে রয়েছেন । আজ তাঁর সঙ্গে অনলাইনে কথা বললেন রাজ্যের যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস । তাঁর সাফল্যও কামনা করেন তিনি । চন্দ্রার গলফগ্রিনের বাড়িতে গিয়ে তাঁর বাবা-মাকে শুভেচ্ছা জানান ।

কোরোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি হলে তা মানবজাতিকে এই মহামরী থেকে বাঁচাতে পারবে । এই মানবিক গবেষণার কাজে তাঁর সাফল্য কামনা করলেন অরূপ বিশ্বাস । আজ প্রথমে চন্দ্রার গল্ফগ্রিনের বাড়িতে যান তিনি । তাঁর বাবা ডঃ সমীরকান্তি দত্ত ও মা কাবেরী দত্তর সঙ্গে দেখা করেন‌ । তারপর বাবা সমীরকান্তি দত্তর ফোন থেকেই অনলাইন ভিডিয়োর মাধ্যমে চন্দ্রার সঙ্গে কথা বলেন তিনি। তাঁর সাফল্য কামনা করেন । অগ্রিম অভিনন্দন জানান তাঁকে‌ ।

34 বছর বয়সি চন্দ্রা বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কর্মরত । তিনি কোয়ালিটি অ্যাসিওরেন্স ম্যানেজারের দায়িত্বে রয়েছেন । বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোরোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির উপর যে কাজ হচ্ছে, সেই দলের গুরুত্বপূর্ণ সদস্যা চন্দ্রা । তিনি ভ্যাকসিনের উৎপাদনের গুণমানের দিকটি তদারকি করেন । ভ্যাকসিন তৈরির সময় কোনও সমস্যা দেখা দিলে তা সমাধানের দায়িত্বে রয়েছেন তিনি ।

কলকাতা, 30 এপ্রিল : অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কোরোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির জন‍্য একটি দল সমানে গবেষণা করে চলেছে । সেই দলে রয়েছেন কলাকাতার বাসিন্দা চন্দ্রাবলী দত্ত । তিনি ওই দলে কোয়ালিটি অ্যাসিওরেন্স ম্যানেজারের পদে রয়েছেন । আজ তাঁর সঙ্গে অনলাইনে কথা বললেন রাজ্যের যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস । তাঁর সাফল্যও কামনা করেন তিনি । চন্দ্রার গলফগ্রিনের বাড়িতে গিয়ে তাঁর বাবা-মাকে শুভেচ্ছা জানান ।

কোরোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি হলে তা মানবজাতিকে এই মহামরী থেকে বাঁচাতে পারবে । এই মানবিক গবেষণার কাজে তাঁর সাফল্য কামনা করলেন অরূপ বিশ্বাস । আজ প্রথমে চন্দ্রার গল্ফগ্রিনের বাড়িতে যান তিনি । তাঁর বাবা ডঃ সমীরকান্তি দত্ত ও মা কাবেরী দত্তর সঙ্গে দেখা করেন‌ । তারপর বাবা সমীরকান্তি দত্তর ফোন থেকেই অনলাইন ভিডিয়োর মাধ্যমে চন্দ্রার সঙ্গে কথা বলেন তিনি। তাঁর সাফল্য কামনা করেন । অগ্রিম অভিনন্দন জানান তাঁকে‌ ।

34 বছর বয়সি চন্দ্রা বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কর্মরত । তিনি কোয়ালিটি অ্যাসিওরেন্স ম্যানেজারের দায়িত্বে রয়েছেন । বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোরোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির উপর যে কাজ হচ্ছে, সেই দলের গুরুত্বপূর্ণ সদস্যা চন্দ্রা । তিনি ভ্যাকসিনের উৎপাদনের গুণমানের দিকটি তদারকি করেন । ভ্যাকসিন তৈরির সময় কোনও সমস্যা দেখা দিলে তা সমাধানের দায়িত্বে রয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.