কলকাতা, 13 সেপ্টেম্বর: আসন্ন দুর্গাপুজো উপলক্ষে সল্টলেকের বিদ্যুৎ ভবনে বুধবার একটি জরুরি বৈঠক করেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস । আসন্ন দুর্গোৎসবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা চালু রাখতে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা নিয়েই আলোচনা হয় এদিনের বৈঠকে ৷
এদিনের বৈঠকে উপস্থিত কোল ইন্ডিয়া কোম্পানি ও রেলের উচ্চপদস্থ আধিকারিক, এনটিপিসি ও পাওয়ার গ্রিডের আধিকারিক এবং সিইএসসির আধিকারিকরা ৷ তাঁরা সকলেই আশ্বস্ত করেন আসন্ন দুর্গোৎসবে বিদ্যুৎ পরিষেবা নিরবিচ্ছিন্ন রাখতে সমস্তরকম সহযোগিতা করবেন ৷ ইতিমধ্যেই সিইএসসির পক্ষ থেকে বিদ্যুৎ পরিষেবায় যাতে বিঘ্ন না-ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ৷
এদিনের বৈঠকেই ঠিক হয় তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গুলিতে যথাযথ পরিমাণে কয়লা সরবরাহ করা হবে ৷ পাশাপাশি রেলের মালগাড়ির সাহায্যে খনি থেকে তাপবিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে সময় মতো কয়লা পৌঁছানোর ব্যবস্থা করা হবে ৷ বিদ্যুৎ সংবহন ও বিদ্যুৎ বণ্টন ব্যবস্থা স্থিতিশীল রাখা হবে ৷
আরও পড়ুন: 15 দিন অন্তর খারাপ রাস্তার তালিকা দিন, পুলিশকে আবেদন কলকাতা পৌরনিগমের
আসন্ন শারোদৎসবের প্রস্তুতিতে গৃহিত পদক্ষেপ:
1. আসন্নপুজোর মরসুমে দিবা-রাত্রি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য 3357টি মোবাইল ভ্যান নিয়োজিত করা হচ্ছে।
2. বিদ্যুৎ পরিবারের মোট 71,792 জন স্থায়ী ও ঠিকাকর্মী এই পুজোর সময়ে পরিষেবার দেওয়ার কাজে যুক্ত থাকবেন ।
3. পুজোর মরশুমে বিদ্যুৎ পরিষেবা পর্যবেক্ষণের জন্য় বিদ্যুৎ ভবনে 24 কন্ট্রোল রুম খোলা থাকবে ৷ যার নম্বর হলো 8900793503/ 8900793504 । এছাড়াও সমস্ত জোনাল কল সেন্টারে 19212 টোল ফ্রী নম্বরটি সচল থাকবে পরিষেবা সংক্রান্ত যেকোনো অভিযোগ জানানোর জন্য ।
4. যেকোনও আপৎকালীন সমস্যা মোকাবিলার জন্য সমস্ত রিজিওনাল ম্যানেজার এবং ডিভিশনাল ম্যানেজাররা সর্বদা সতর্ক থাকবেন ৷ সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখা হবে।
5. পুজোর সময়ে কোনও রকমের অপ্রীতিকর দুর্ঘটনা এড়াতে সমস্ত রকমের নিরাপত্তামূলক ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে ৷ পুজো কমিটিগুলির কাছ থেকেও এই মর্মে আদর্শ নির্দেশিকা অনুযায়ী একটি ঘোষণাপত্র নেওয়া হচ্ছে ।
6. আসন্ন পুজোর কথা মাথায় রেখে প্রাক-পুজো রক্ষণাবেক্ষনের কাজ জোর কদমে চলছে ৷ তা এই মাসের মধ্যেই সম্পন্ন হবে আশা করা যায় ।
7. পুজোর সময়ে প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে পর্যাপ্ত পরিমানে যন্ত্রপাতি ও কারিগরী সামগ্রী মজুত আছে।
8. 2011 সালের নিরিখে 2022 সালের পরিসংখ্যান অনুযায়ী অস্থায়ী বিদ্যুৎ সংযোগ ও লোডের পরিমাণ যথাক্রমে 112 শতাংশ এবং 304 শতাংশ বৃদ্ধি পেয়েছিল ৷ এবছরে এই সংখ্যা গত বছরের তুলনায় বৃদ্ধি পাবে বলে আশা করা যায় ।
9. যেখানে গতবছর পুজোর সময়ে রাজ্যের সামগ্রিক বিদ্যুৎ চাহিদা ছিলো 9861মেগাওয়াট, সেখানে এবছর পুজোর সময়ে বিদ্যুতের আনুমানিক চাহিদা 10,000 মেগাওয়াট ছাড়িয়ে যেতে পারে ।
10. রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এই বছর রাজ্যের সমস্ত পুজো প্যান্ডেলে বিদ্যুতের বিলে 66 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে ।