মুম্বই, 4 ডিসেম্বর: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ আগামিকাল বৃহস্পতিবার (5 ডিসেম্বর) রাজ্যে নতুন মহাযুতি জোট সরকারের মুখ হিসাবে শপথ নেবেন ফড়নবিশই ৷ সুতরাং, জোটের প্রধান কে হবেন, তা নিয়ে যে জল্পনা শুরু হয়েছিল তাতে আপাতত জল ঢালা হল ৷
দেবেন্দ্র ফড়নবিশ বুধবার সকালে সর্বসম্মতিক্রমে মহারাষ্ট্র বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন ৷ তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর নিয়োগের পথ প্রশস্ত হয়েছে। বৃহস্পতিবার মুম্বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শপথগ্রহণ অনুষ্ঠান হবে।
🕥 10.40am | 4-12-2024📍Vidhan Bhavan, Mumbai | स. १०.४० वा. | ४-१२-२०२४📍विधान भवन, मुंबई.
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) December 4, 2024
🪷 BJP Core Committee Meeting chaired by Hon Union Finance Minister Nirmala Sitharaman ji and Senior leader Vijaybhai Rupani ji
🪷 मा. केंद्रीय अर्थमंत्री निर्मला सीतारमणजी व ज्येष्ठ नेते… pic.twitter.com/EhDvn3I5oO
বিধানসভায় দলের বৈঠকের আগে বিজেপির কোর কমিটির বৈঠক হয় ৷ সেখানে ফড়নবিশকে রাজ্যের শীর্ষ পদের জন্য বাছা হয়। কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণ, গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং দেবেন্দ্র ফড়নবিশ কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন।
এর আগে বিজেপি তার মহারাষ্ট্র বিধানসভা দলের বৈঠকের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে সীতারমণ এবং রূপানিকে নিয়োগ করেছিল। বিজেপি নেতা সুধীর মুনগান্টিওয়ার জানান, মহাযুতির শরিকরা রাজ্যে সরকার গঠনের দাবি জানাতে বুধবার বিকেল সাড়ে তিনটে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করবে।
আজাদ ময়দানে শপথ অনুষ্ঠান
বৃহস্পতিবার দক্ষিণ মুম্বইয়ের আজাদ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি পুরোদমে চলছে ৷ যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি প্রায় 2000 ভিভিআইপি এবং 40 হাজার সমর্থক উপস্থিত থাকবেন। বেশ কিছু কেন্দ্রীয় মন্ত্রী, এবং বিভিন্ন রাজ্যের 19 জন মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীও অনুষ্ঠানে যোগ দেবেন বলে মনে করা হচ্ছে। বিজেপি নেতা প্রসাদ লাড জানান, অনুষ্ঠানটি মহারাষ্ট্রের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হবে। এই মেগা ইভেন্ট রাজ্য জুড়ে সরাসরি সম্প্রচার করা হবে এলইডি স্ক্রিনের মাধ্যমে ৷