ETV Bharat / state

স্বাস্থ্যকেন্দ্রের পর এবার মেট্রো স্টেশনে চালু হল দুধের কিয়স্ক - Milk kiosk

Milk kiosk: আগেও ছিল হেলথ কিয়স্ক । তারপর বসল একটি পূর্ণাঙ্গ হেলথ ক্লিনিক । আর এই সবকিছুই মেট্রো স্টেশনের মধ্যে । যাত্রীদের সুবিধার জন্য । এবার আরও এক ধাপ এগিয়ে মেট্রো স্টেশনের মধ্যেই বসানো হল দুধের কিয়স্ক ।

Milk kiosk News
স্বাস্থ্য কেন্দ্রের পর এবার মেট্রো স্টেশনের ভিতরেই দুধের কিয়স্ক
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2023, 9:37 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর: আগে ছিল হেলথ কিয়স্ক। তারপর বসল একটি পূর্ণাঙ্গ হেলথ ক্লিনিক। যাত্রীদের সুবিধার্থে এই সবকিছুই মেট্রো স্টেশনের মধ্যে। এবার আরও এক ধাপ এগিয়ে এবার মেট্রো স্টেশনের মধ্যেই বসানো হল দুধের কিয়স্ক।

যাত্রী সুবিধা এবং স্বাচ্ছন্দ্য বাড়াতে মেট্রো কর্তৃপক্ষের তরফে একের পর এক এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে । এর আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেশনে হেলথ চেকআপ থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্র চালু করার মতো পদক্ষেপ করা হয়েছে । এবার বরানগর ও শ্যামবাজার মেট্রো স্টেশনের ভিতরই বসল দুধের কিয়স্ক । শুধু দুধ নয়, দুধ থেকে উৎপন্ন হওয়া সব ধরনের খাবার-দাবার পাওয়া যাবে এই কিয়স্কে। নিঃসন্দেহে এই পরিষেবায় সাধারণ যাত্রীরা তো বটেই ছোটরাও বিশেষ ভাবে উপকৃত হবে ।

আপাতত বরানগর ও শ্যামবাজার মেট্রো স্টেশনে বসানো হলেও যাত্রীদের মধ্যে কেমন সাড়া মিলছে এই পরিষেবায় তা দেখেই বাকি স্টেশনগুলিতে মিল্ক কিয়স্ক বসানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। এই পরিষেবার জন্য এক বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে কলকাতা মেট্রোরেল ।

এই কিয়স্ক থেকে দুধ ছাড়াও পনির, ঘি, মিষ্টি ও টক দই, লস্যি, ইভাপোরেটেড দুধ, স্টেরিলাইজড পনির, বিভিন্ন সাধের ও গন্ধের দুধ, স্টেরিলাইজড ক্রিম, স্কিমড মিল্ক পাউডার-সহ দুধ থেকে পাওয়া যায় এমন আরও অন্যান্য সামগ্রী রাখা হবে ।

মেট্রো রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে খুব অল্প খরচেই সুস্বাদু ও তাজা সামগ্রী পাওয়া যাবে এই কিয়স্ক থেকে । যেহেতু এই সবকিছু দুধের তৈরি জিনিস তাই খবর এবং প্যাকেজিং এর দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে । খাবারের গুণগত মান যাতে কোনওভাবে নষ্ট না-হয় সেই দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ।

আরও পড়ুন:

  1. চিকিৎসা ব্যবস্থায় সমতা, সার্বজনীন স্বাস্থ্য সেবা দিবসে এই হোক প্রতিপাদ্য
  2. ব্যায়ামের চেয়ে কম কিছু নয়, ওজন কমাতে করতে পারেন এই ঘরোয়া কাজগুলিও
  3. ফের ব্যস্ত সময়ে রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যা, ব্যাহত মেট্রো পরিষেবা

কলকাতা, 20 ডিসেম্বর: আগে ছিল হেলথ কিয়স্ক। তারপর বসল একটি পূর্ণাঙ্গ হেলথ ক্লিনিক। যাত্রীদের সুবিধার্থে এই সবকিছুই মেট্রো স্টেশনের মধ্যে। এবার আরও এক ধাপ এগিয়ে এবার মেট্রো স্টেশনের মধ্যেই বসানো হল দুধের কিয়স্ক।

যাত্রী সুবিধা এবং স্বাচ্ছন্দ্য বাড়াতে মেট্রো কর্তৃপক্ষের তরফে একের পর এক এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে । এর আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেশনে হেলথ চেকআপ থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্র চালু করার মতো পদক্ষেপ করা হয়েছে । এবার বরানগর ও শ্যামবাজার মেট্রো স্টেশনের ভিতরই বসল দুধের কিয়স্ক । শুধু দুধ নয়, দুধ থেকে উৎপন্ন হওয়া সব ধরনের খাবার-দাবার পাওয়া যাবে এই কিয়স্কে। নিঃসন্দেহে এই পরিষেবায় সাধারণ যাত্রীরা তো বটেই ছোটরাও বিশেষ ভাবে উপকৃত হবে ।

আপাতত বরানগর ও শ্যামবাজার মেট্রো স্টেশনে বসানো হলেও যাত্রীদের মধ্যে কেমন সাড়া মিলছে এই পরিষেবায় তা দেখেই বাকি স্টেশনগুলিতে মিল্ক কিয়স্ক বসানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। এই পরিষেবার জন্য এক বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে কলকাতা মেট্রোরেল ।

এই কিয়স্ক থেকে দুধ ছাড়াও পনির, ঘি, মিষ্টি ও টক দই, লস্যি, ইভাপোরেটেড দুধ, স্টেরিলাইজড পনির, বিভিন্ন সাধের ও গন্ধের দুধ, স্টেরিলাইজড ক্রিম, স্কিমড মিল্ক পাউডার-সহ দুধ থেকে পাওয়া যায় এমন আরও অন্যান্য সামগ্রী রাখা হবে ।

মেট্রো রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে খুব অল্প খরচেই সুস্বাদু ও তাজা সামগ্রী পাওয়া যাবে এই কিয়স্ক থেকে । যেহেতু এই সবকিছু দুধের তৈরি জিনিস তাই খবর এবং প্যাকেজিং এর দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে । খাবারের গুণগত মান যাতে কোনওভাবে নষ্ট না-হয় সেই দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ।

আরও পড়ুন:

  1. চিকিৎসা ব্যবস্থায় সমতা, সার্বজনীন স্বাস্থ্য সেবা দিবসে এই হোক প্রতিপাদ্য
  2. ব্যায়ামের চেয়ে কম কিছু নয়, ওজন কমাতে করতে পারেন এই ঘরোয়া কাজগুলিও
  3. ফের ব্যস্ত সময়ে রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যা, ব্যাহত মেট্রো পরিষেবা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.